![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাকতে পারলাম না আমি তোমায় ছাড়া
থাকতে পারলাম না আমি তোমার অবদ্ধ ভালবাসা স্পর্শ ছাড়া।
আমি ঘৃণা করি তোমায়, সত্যিই আমি ঘৃণা করি তোমায়,
আমি ভালবাসি না তোমায়, সত্যিই আমি ভালবাসি না তোমায়,
তবুও কেন যেন তোমার চোখে চোখ রেখে
অতল কোন এক ভাবনার জগতে তলিয়ে যেতে মন চায়,
তোমার হাতে হাত রেখে আমার হারিয়ে যেতে মন চায়
অনেক দূর অজানায়।
আমি সত্যিই চাইনা তোমায়
সত্যি সত্যি সত্যি তিন সত্যি…।
তবুও তোমায় ছাড়া থাকতে পারলাম না
তবুও তোমার মুখের কথা না শুনে স্থির থাকতে পারলাম না,
তোমার ভালবাসার টানে আমি ছুটে আসি বার বার
যতই কষ্ট দাও আর যতই আমি চাই তোমার কাছ থেকে দূরে সরে থাকতে
তবুও পারি না, ফিরে আসি বার বার তোমার হিমালয় তুল্য ভালবাসার কাছে ।
০৯/০২/২০১৪ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: হয়তো ..।
২| ২১ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৬
Muxahid বলেছেন: fb.jahid1111
০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ধন্যবাদ ।
৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৯
বিজন রয় বলেছেন: সুন্দর।
০৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:০১
ফরিদ আহমাদ বলেছেন: এমন কি হয়?