![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন ধরে ভাবছি
তোমায় একটা নাম দিব।
ঠিক কোন নামটা যে তোমার সাথে মানায়
বুঝে উঠতে পারছি না ।
কি নামে ডাকবো তোমায় বলতো?
তোমার কিন্তু একটা নাম আমি
মনে মনে ভেবে রেখেছি।
নামটা শুনলেই তুমি বুঝে যাবে
তোমার প্রতি আমার প্রণয়ের কথা।
তোমাকে ভালবাসি সে কথা কখনো হয়তো বলা হবে না
তাতে কি, তোমার জন্য যে নামটা ঠিক করেছি
তা তো বলা যায় তোমায়, তাই না ?
মনে আছে ঐ যে ঝিলের ধারে গোধূলি বেলায়
তুমি আর আমি বসে থাকতাম, আর তোমার চোখের তারায়
আমি অস্ত যাওয়া সূর্যের মত ডুবে যেতাম।
তুমি হয়তো কখনো বুঝবে না তোমার প্রতি আমার প্রণয়ের কথা।
তাতে কি ? কিছু কিছু প্রণয় না হয় গোপনই থাক
যেমন গোপন থাকে প্রাচীন ইতিহাস কালের গহ্বরে।
তেমনি থাকনা কিছু কিছু প্রণয় গোপনে অনেক যতনে হৃদয়ের গভিরে।
২৫/০৫/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড।
২৫ শে মে, ২০১৬ রাত ১১:১১
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: সেটাই কি ভাল নয়? ধন্যবাদ শুভেচ্ছা রইলো।
২| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:১১
বিজন রয় বলেছেন: সুন্দর।
++++
২৫ শে মে, ২০১৬ রাত ১১:৫৭
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইলো ভাল থাকবেন।
৩| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:২৫
অরিন্দম ভট্টাচার্য্য বলেছেন: সুন্দর। একটা ছেলেমানুষি প্রশ্ন করব? অত্বর শব্দটির মানে কি? আমার ভাষাজ্ঞান সীমিত তবে জানার ইচ্ছাটা অত্যন্ত বেশী।
২৬ শে মে, ২০১৬ রাত ১২:০০
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অত্বর শব্দের অর্থ হল বিলম্বিত বার্তা, বা বিলম্বিত । শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন ।
৪| ২৫ শে মে, ২০১৬ রাত ১১:৩৭
ঘটক কাজী সাহেব বলেছেন: সেটাই কি ভাল নয়?
আপনার এই প্রতিউত্তরে একটা গল্প মনে পড়ে গেল,
এক পথ নির্মাণ দাতা একটি পথ তৈরি করলেন, যে পথে শুধু মাত্র একজন মানুষই যেতে পাড়বে, এক সাথে দুজন নয়। পথের ওপার টি ছিল অন্ধকার আর কাঁটা বিছায়িত। থাক এ গল্প বাদ দেন ভাই, আপনার লেখা চমৎকার হইছে।
২৬ শে মে, ২০১৬ সকাল ৭:১১
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: হাহহা .। গল্পটি আর একদিন কিন্তু পুরোটা লিখবেন। অনেক অনেক ধন্যবাদ । শুভেচ্ছা রইলো।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৬ রাত ১১:০৪
ঘটক কাজী সাহেব বলেছেন: কিছু কিছু প্রণয় না হয় গোপনই থাক
যেমন গোপন থাকে প্রাচীন ইতিহাস কালের গহ্বরে। +++++