| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
তোমায় কেন জানি খুব ভালবাসতে ইচ্ছে করে,
কেন জানি তোমার হাত ধরে তোমার নয়নে নয়ন ঢেলে
তোমার প্রেমোজালে নিজেকে জড়িয়ে 
তোমার আগুনে পুড়ে ছাই হতে ইচ্ছে করে। 
আমি জানি আমি যা চাই তুমিও তাই চাও, 
তুমিও জানো তুমি যা চাও আমিও তাই চাই। 
চল এক কাজ করি, এই পৃথিবী ছেড়ে 
চল অন্য এক পৃথিবীতে চলে যাই...। 
হাহহা কি ছেলেমানুষি চিন্তা তাই না?
ঠিক যেন কিশোর কিশোরীর কুসুম কুসুম প্রেম। 
আচ্ছা বাদ দাও। এই সব ছেলেমানুষি... । 
কিন্তু আমি জানি যা তুমি  জানো,
আমি বুঝি যা তুমি  বোঝো। 
কিন্তু আমি এটা বুঝি না প্রম কি, 
আমি বুঝি না প্রেমের ভাষা কি।
তুমি কি জান? যদি জেনে থাকো আমায় একটু বুঝিয়ে দেও। 
অনুনয়-বিনয় করে বলছি আমায় একটু বুঝিয়ে দাও
তোমার ভালবাসার স্পর্শে আমায় জাগিয়ে দাও... ।
১৮/০৬/২০১৬ইং
টোলামোর, আয়ারল্যান্ড
 
১৯ শে জুন, ২০১৬  বিকাল ৫:৩৬
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: ধন্যবাদ কষ্ট করে কবিতাটি পড়ার জন্য, ধন্যবাদ ।
২| 
১৯ শে জুন, ২০১৬  সকাল ৭:২৭
বিজন রয় বলেছেন: অনেক দিন পর আপনার কবিতা পড়লাম।
গাঢ় ভালবাসাময় কবিতা।
++++
 
১৯ শে জুন, ২০১৬  বিকাল ৫:৩৭
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ । শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৬  ভোর ৬:৫৫
মানুষ বলেছেন: ভাল লাগেনি।