| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমি নিকুচি করি তোদের এমন ধর্মের 
আমি নিকুচি করি তোদের এমন কর্মের
আমি নিকুচি করি তোদের এমন মন্ত্রের।
আমি প্রসাব করি তোদের মুখে
আমি লাথি আমি তোদের বুকে
আমি থুথু ফেলি তোদের শবে। 
এ কেমন ধর্ম তদের এ কেমন কর্ম?
এ কেমন মন্ত্র তোদের এ কেমন তন্ত্র?
কিসের লোভে কিসের ক্ষোভে এই হত্যা যজ্ঞ?
কি করে করবি তোরা আমদের শক্তি খর্ব ?
মিথ্যা লোভ মিথ্যা আশা, যাবি নাকি স্বর্গে?
ধর্মের নামে রবের নামে তোরা হলি ধ্বজি।
আমি আনন্দ করি আমি উল্লাস করি 
তোদের এমন মরণে।
আমি চিৎকার করি আমি প্রলাপ করি
তোদের লাশ চিল শকুন কে দেওয়ায় তরে,
আমি নিকুচি করি তোদের এমন জন্মের... । 
১/০৬/২০১৬ইং
আয়ারল্যান্ড
ঢাকায় জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে লেখা... 
 
০৩ রা জুলাই, ২০১৬  ভোর ৪:৫৯
মনিরুজ্জামান শুভ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইলো। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৬  রাত ১:৩৩
রায়হানুল এফ রাজ বলেছেন: অসীম ভালোলাগা জানবেন। অনেকদিন এমন চিত্ত চঞ্চল কবিতা পড়িনি। অনেক শুভকামনা রইল।