![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে আর কাল গুনে
দেখা পেলেম ফাল্গুনে।।
বালক বীরের বেশে তুমি করলে বিশ্ব জয়--
একি গো বিস্ময়।
অবাক আমি তরুন গলার গানশুনে।।
গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরী,
কর্ণে তোমার কৃষ্ণ চূড়ার মঞ্জুরী।
তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকা রয়--
একি গো বিস্ময়।
অস্ত্র তোমার গোপন রাখো কোন তূনে।।"
সকলের প্রাণের প্রেমিক রবীন্দ্রনাথের চরণে প্রণাম জানিয়ে, তাঁর আশীর্বাদ নিয়ে --
আমাদের-----
" ফাল্গুনের কৃষ্ণচূড়া " পথ চলা, " এই পথ চলাতেই আনন্দ----"!
" বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক--"
" চৈত্র পবনের মম চিত্ত বনে বাণী মঞ্জরী সঞ্চালিতা
ওগো ললিতা।"
" ফাগুন শুভেচ্ছা " জানায় আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি " ফাল্গুনের কৃষ্ণচূড়া " এই গ্রুপে লেখা পাঠাতে অনুরোধ রইলো আপনাদের সবাই কাছে।
ধন্যবাদান্তে-- আমার প্রিয় আদরের বোন রুমকি ও শ্যামল সোম।
" তুমি কেমন করে গান করো হে গুনি আমি অবাক হয়ে শুনি "
হে কবি তোমার অমূল্য লিখন খানি ভালোবেসে দিও উপহার।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৯
ক্থার্ক্থা বলেছেন: ভাল লাগলো ।