| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ
হাঁজাঁরঁ বঁছঁরঁ ধঁরেঁ তোঁ শুঁধুঁ দেঁখেঁইঁ আঁসঁলাঁমঁ, এঁখঁনঁ আঁরঁ নঁতুঁনঁ কঁরেঁ কিঁছুঁইঁ দেঁখাঁরঁ নাঁইঁ... এঁখঁনঁ শুঁধুঁইঁ বঁলেঁইঁ যাঁবোঁ...
ইতিহাস বিকৃতির এই যুগে হয়তো বহু মুক্তিযুদ্ধের বই পড়েছেন। এইবার নিজের চোখে দেখুন সেইসব দিনগুলির চিত্র পত্রিকার পূর্ণ পাতায়। ৪ই ডিসেম্বর থেকে শুরু করে এখানে ১৬ই ডিসেম্বর পর্যন্ত Dawn পত্রিকার নিউজগুলো পোস্ট করলাম।
খেয়াল করলাম ৩রা ডিসেম্বর আমাদেরকে সাহায্যে আসা ভারতীয় মিত্রবাহিনীর খবর খুবই সামান্য এসেছে ৪ই ডিসেম্বরের পাতায়। তবে ৫ই ডিসেম্বর থেকে ফলাও করে Dawn পত্রিকা প্রকাশ করা শুরু করে মিত্রবাহিনীর খবর আর ২য় প্রধান শিরোনাম করে “Indo-Pakistan War” নামে ।
পত্রিকাগুলোর নিউজগুলো পরলেই বুঝতে পারবেন, এই যৌথ আক্রমনের ফলে পাকিস্তানী হানাদারবাহিনী যখন কোনঠাসা হওয়া শুরু করে, তখন তারা পাবলিক সিম্প্যাথি পাওয়ার জন্য শুরু করে নতুন কূটচাল। মুক্তিযুদ্ধকে তারা নিজে যায় ধর্মযুদ্ধে (জিহাদে)। এতে তারা ফান্ড পাওয়া থেকে শুরু করে, আরও অন্যান্য বেনিফিট পাওয়াও শুরু করে।
সে যা হোক, পাকিস্তানীদের সব কূটকৌশল ছিন্ন করে পলাশীতে ডুবে যাওয়া স্বাধীনতার সূর্য অবশেষে রেসকোর্স ময়দানে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পুনরায় উদিত হয়, আর জন্ম হয় “বাংলাদেশ” নামক স্বাধীন দেশের।
পত্রিকাগুলো পড়লে দেখতে পাবেন যুদ্ধের শেষের দিকে এসে রাশিয়া (USSR) কিভাবে পাকিস্তান-চীন বাহিনীকে শাসিয়েছে যুদ্ধের ক্ষয়ক্ষতির দায়ভার গ্রহণ করার জন্য? কিভাবে US এর কর্মকান্ডে ভেটো দিয়েছে?? রাশিয়ার প্রতি ক্ষুব্ধ হয়ে ১২ তারিখের পত্রিকায় দেখুন কিভাবে আর কোন ভাষায় পাকিস্তান খোলা চিঠি ছাপিয়েছে !!
৪ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
৫ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
৬ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
৭ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
৮ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
৯ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
১০ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
১১ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
১২ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
১৩ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
১৪ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
১৫ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
১৬ই ডিসেম্বরঃ
বড় করে দেখার জন্য আর ডাউনলোড করার জন্য এই লিঙ্কে ক্লিক করুন
আর এই সেই ডকুমেন্ট যা জন্ম দিয়েছিলো বাংলাদেশের। জগজিত সিং অরোরার সাথে পাকিস্তানী হানাদার বাহিনীর যুদ্ধ বিরতি প্রস্তাবঃ
আজ আর না। বুঝতে পারছি পোস্ট অনেক বড় হয়ে গেছে। শুধু একটা কথাই বলবো সত্যের সাথে থাকুন, আর সবাই জানতে উৎসাহিত করুন। ভালো থাকবেন সবাই।
(আপনাদের দেয়া মন্তব্যগুলো আমাকে এই ধরনের পোস্ট লিখতে আরও উৎসাহিত করবে। আর আপনাদের আশানুরূপ মন্তব্য না পেলে এই ধরনের ঐতিহাসিক পোস্ট এখানেই শেষ ! কে চায়, যেচে কষ্ট করতে???)
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০২
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সামু পরিবার এই পোস্তকে নির্বাচিত পোস্টের তালিকায় রাখলেই কস্টটা সার্থক হয় ।
২|
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
আক্তার হোসেন বলেছেন: খুবই কাজের একটা পোষ্ট। ++++
কিন্তু সমস্যা হচ্ছে এই ধরনের পোষ্ট গুলির নির্বাচিত পোষ্টের তালিকায় থাকার কথা থাকলেও রাখা হয় না।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ আক্তার ভাই।
সেলিব্রেটি ব্লগার না হলে যা হয়! সামুর উপর আমার ভরসা
আছে। দেখা যাক কি হয়?
৩|
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
আমিনুর রহমান বলেছেন: +++
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: আমিনুর ভাই, কেমন আছেন? অনেক দিন পর আসলেন আমার ব্লগে। অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য।
৪|
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
অলস ঘোড়া বলেছেন: অনেক ভাল হয়েছে। + + +
১৬ই ডিসেম্বরের পরের কয়েকদিনের টাও কি দিতে পারবেন ???
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ ভাই পড়ার জন্য।
হ্যাঁ আরও আছে। আপনাদের আগ্রহের উপর ডিপেন্ড করছে তা প্রকাশ করবো কিনা?
৫|
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
আ.আ.আজাদ বলেছেন: বড়ই কাজের জিনিস দিছেন ভাই। রেখে দিলাম।
ধন্যবাদ।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: এই রকম ইতিবাচক মন্তব্য পেলে খুবই ভালো লাগে। ধন্যবাদ আজাদ ভাই ।
৬|
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
মঈনুল আহসান রাসেল বলেছেন: নির্বাচিত পোষ্টে দেয়া হোক।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: সামুর মডুদের চোখে পড়ে নাই !
৭|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
মামুন রশিদ বলেছেন: সত্যের সাথেই আছি । আপনার মহৎ প্রচেষ্টা অব্যাহত রাখুন ।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
চেষ্টা করছি যতটা পারা যায় লেখা কম লিখে বেশি বেশি ডকুমেন্ট আপ্লোড করতে।
৮|
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮
সৈয়দ ফয়সল রেজা বলেছেন: ১৬ ডিসেম্বরের পরের কয়দিন কি বলেছিল ঐগুলাও দিন।
০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: নেক্সট পোষ্টে দিবো আশা রাখছি।
৯|
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এম হুসাইন বলেছেন: ++++
আমরা সব গুলো ইতিহাস জানতে চাই।
চালিয়ে যান।
শুভেচ্ছা।
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ হুসাইন ভাই। নেক্সট পোস্ট মুক্তিযুদ্ধের সময় বিদেশী সাংবাদিকদের ভূমিকা নিয়ে দেয়ার চেষ্টায় আছি।
১০|
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এম হুসাইন বলেছেন: প্রিয়তে নিলাম।
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন:
১১|
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
সামদ বলেছেন: চমৎকার উদ্যোগের জন্য ধন্যবাদ। প্রিয় পোষ্টে গেল। আর একটা কথা, ইতিহাসের এইসব মূল্যবান উপাদান যত বেশী খুঁজে পাওয়া যাবে তত ভালো কারন ১৯৭১ আমাদের জাতির জন্য এক অবিস্মরনীয় সময়। তাই পারলে পুরো ১৯৭১ এর ডনের খবরই পাবলিশ করুন না কেন। এখানে কোন কারনে ইচ্ছা না হলে আপনার নিজের ব্লগে/ফেইসবুকে প্রকাশ করুন, তবে এখানে লিংক দেবেন যাতে কেউ আগ্রহী হলে দেখে আসতে পারে।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: ধন্যবাদ ভাই। খুবই ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে। এই ধরনের আরও পোস্ট লেখার আগ্রহ পাচ্ছি। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: জানিনা এই পোস্ট আপনাদের কেমন লাগবে? খুব কষ্ট হয়েছে পোস্টটা লিখতে। সামুর এরর এর জন্য একবার পুরো পোস্ট হাওয়া হয়ে গিয়েছিলো। সব ঠিক মত দেখে এখন বেশ ভাল লাগছে।