নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা-কিছু অরূপ, যা অতীন্দ্রিয় / আগম-বেদে কি তা ব্যাখ্যনীয়? / কী জবাব দেব–জলে বিম্বিত / চাঁদ সে সত্য, নাকি কল্পিত? / লুই বলে, কোনো কিছু নাই জানা, / কই আছি, নাই তারই যে ঠিকানা।

সিদ্ধাচার্য লুইপা

মগধের বাসিন্দা, বাঙালি। আদি সিদ্ধাচার্য। অনেকে লুয়ীচরণ বলেও ডাকে। চর্যাপদের প্রথম ও উনত্রিশ নং পদ রচয়িতা।

সিদ্ধাচার্য লুইপা › বিস্তারিত পোস্টঃ

কাব্য-প্রচেষ্টাঃ প্রবোধ

২২ শে আগস্ট, ২০২০ রাত ১:৪৮

রাত গভীর হলে সমুদ্রের ফুঁসে ওঠা জলে,
নেমে আসে তারাগুলো,
আর আমরা দুজন বালুকাবেলায় হেঁটে যাই,
পায়ের কাছে এসে ভেঙ্গে পড়ে নক্ষত্রের ধুলো।

তোমাকে কাছে টেনে নেই আমি,
এমন না সমুদ্রের এই ঝোড়ো বাতাসের সাধ্য আছে,
আমার থেকে ছিনিয়ে নেবে তোমাকে,
কিন্তু, তুমি কাছে থাকলে,
মনে হয় বুঝি উড়ে এসে হাতের উপর বসলো
কোনও রঙিন প্রজাপতি।
মনে হয়, জানালার পর্দাকে ফাঁকি দিয়ে,
রোদ এসে হানা দিলো ঘুমন্ত চোখে।

তুমিই তো সেই নারী, আমাকে যে ভালোবাসে,
গ্রীষ্মের সদ্য গাছে আসা আমের মতন,
সবুজ তুমি, অনাঘ্রাতা তুমি,
আমার বুকের রুক্ষ জমিতে,
তুমিই তো বৃক্ষের ছায়া,
আমার বদ্ধ দরজায় তুমিই তো,
ক্রমাগত কড়া নাড়া নারী।
তুমি তো সেই, সমুদ্র-নক্ষত্র-বাতাস-প্রজাপতি-রোদ
গ্রীষ্ম-আম-ছায়াঘেরা কবিতা তুমি,
তুমিই আমার একমাত্র প্রবোধ।

---------------------------------
কাব্যিকতা - কবি ও কবিতার আলোচনা

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৩:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




লুইপা আপনার কাছে ব্যতিক্রম লেখা পাবো বলে আশা করছি। আপনার নামটি যেমন তেমন মানুষের নাম নয় আশা করি আমাদের প্রত্যাশা আপনি রাখবেন।

ব্লগে স্বাগতম ও শুভ কামনা রইলো।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:২৮

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: ধন্যবাদ, আপনাকে এই অধমের ব্লগে প্রথম মন্তব্য করার জন্য।

নামে কি বা আসে যায়, কর্ম-ই আসল। আমি একজন কবি, কবিতা বা কাব্য আলোচনা ছাড়া আমার দৌড় বেশীদূর নয়।

২| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৪

সত্যপীরবাবা বলেছেন: আমিও আশা করছি আপনার কাছ থেকে চর্যাপদ বিষয়ক কিছু লেখা পাব।

২৩ শে আগস্ট, ২০২০ রাত ১:৩০

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: ধন্যবাদ কষ্ট করে খুঁজে এই পোস্টে মন্তব্য করার জন্য। আমি আপাতত আধুনিক কবিতা লিখছি। চর্যাপদ নিয়ে কনফিডেন্স-এ এমনিতেই ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়া লাগে। আর কত?

৩| ২৩ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রমোধ হয়ে ওঠে যখন অমৃত সমান।
কাকে ভালো লাগে।
প্রথম পোস্ট অথচ দারুণ শক্তপোক্ত লেখা।
জানিনা আপনি পুরানো কোন ব্লগার কি না।
যদি নতুন হন তাহলে ব্লগ একজন শক্তিশালী ব্লগার পেতে চলেছে এ বিষয়ে আশাবাদী।

শুভকামনা রইল।

২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:১৭

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: পুরনো ব্লগার না হলেও পুরনো কবি।

আশা করছি ভালো কিছু কবিতা লিখতে পারব, এতটুকুই চাওয়া।

ধন্যবাদ।

৪| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৫

বাগান বিলাস বলেছেন: অনন্য লেখার হাত। কবিতায় শরীর আছে। শরীরে প্রাণ আছে। আগামীর জন্য শুভকামনা।

২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৪:২১

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: ধন্যবাদ, যদিও এতটা প্রশংসা আমার প্রাপ্য কিনা জানিনা। আবারও ধন্যবাদ। চেষ্টা থাকবে ভালো লেখার।

৫| ২৪ শে আগস্ট, ২০২০ ভোর ৬:২৪

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা। শুভকামনা রইলো।

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:০৮

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

৬| ২৪ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চলতে থাক আপনার কবিতা ও কাব্য লেখা। নিরন্তর শুভেচ্ছা.....

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১:০৮

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: অসংখ্য ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার একটি কবিতা পড়ে গেলাম। আপনার কবিতা ও অন্যান্য লেখা আরো পড়তে হবে, বুঝতে পারলাম।
আপনার লেখাটি পড়ে মনে হলোনা যে আপনি নতুন ব্লগার। যাহোক, নতুন হোক বা পুরাতন, আপনার প্রথম পোস্টে এসে সুস্বাগতম জানিয়ে গেলাম। শুভ হোক, আনন্দদায়ক হোক আপনার ব্লগযাত্রা!
কবিতায় পঞ্চম ভাল লাগা + +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.