![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মগধের বাসিন্দা, বাঙালি। আদি সিদ্ধাচার্য। অনেকে লুয়ীচরণ বলেও ডাকে। চর্যাপদের প্রথম ও উনত্রিশ নং পদ রচয়িতা।
তোমার পা ধুলোকে চুমু দেয়, চুমু দেয় সবুজ কিংবা শুকনো ঘাসকে,
তোমার চুল ক্ষুধার্ত অন্ধকারের সাথে গল্প করে, কবিতা শোনায় আমাবস্যার রাতকে,
তোমার ছায়া লুকোচুরি খেলে ল্যাম্পপোস্টের হলদে আলোর সাথে,
তোমার শাড়ি বাতাসকে দোলনা বানিয়ে ঝুলতে থাকে বারান্দায়,
তোমার চোখ ধ্রুবতারার মতন পথ দেখায় জীবন-সায়রে ভেসে পড়া নাবিককে,
তোমার নাক-ফুল ফুটে থাকে পৃথিবীর শেষ রক্ত-গোলাপ হয়ে,
তোমার অবহেলা পৃথিবীর সবচেয়ে সংসারী মানুষকে বাধ্য করে সন্ন্যাস গ্রহণে,
তোমার নাম ধরে শিষ দিয়ে অসময়ের কোকিল বুকে কাঁপন ধরায়,
তোমার চোখের জল জ্যৈষ্ঠের দাবদাহে বন্যা ডেকে আনে দেশ জুড়ে,
তোমার ঠোঁট প্রেমিকের বুকে ফুলকি ছোটানো আগুন হয়ে দাউদাউ জ্বলে,
তোমার মুখনিঃসৃত বাণী শোনার অপেক্ষায় থাকে নগরীর দায়িত্বপ্রাপ্ত দেবদূত,
তোমার কানে ফিসফিস করে গান শুনিয়ে যায় প্রজাপতি পরীরা বিষণ্ণ প্রহরে,
তোমার প্রতিটা ছবিই ঢাকা থাকে মোনালিসার মত রহস্যের অবগুণ্ঠনে,
তোমার হাত হাসের পালকের কোমলতায় স্পর্শ করে সুন্দরী-তম শরীর,
শুধু আমিই সে ভাগ্যহত যার হাত তোমাকে শত চেষ্টাতেও ছুঁতে পারে না।
-----------------------------------------------------------------------------
কাব্যিকতা - কবি ও কবিতার আলোচনা
২৬ শে আগস্ট, ২০২০ রাত ৩:০২
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৭
রানার ব্লগ বলেছেন: অসাধারণ লিখেছেন !!!!
৩| ০৯ ই জুন, ২০২১ রাত ৯:২৫
খায়রুল আহসান বলেছেন: কল্পিত মানবীর বর্ণনা ও বন্দনা চমৎকার হয়েছে। বিশেষ করে অষ্টম পংক্তিটি অসাধারণ হয়েছে।
কবিতায় প্রথম প্লাসটি রেখে গেলাম। + +
আপনার প্রথম পোস্টেও আমি একটা মন্তব্য রেখেছিলাম, যা হয়তো আপনি আজও দেখেন নি। আশা করি, একবার সময় করে দেখে আসবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২০ সকাল ৯:৫৩
আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ রোমান্টিক মনে হলো অনেক শুভেচছা রইল কবি ---------