![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মগধের বাসিন্দা, বাঙালি। আদি সিদ্ধাচার্য। অনেকে লুয়ীচরণ বলেও ডাকে। চর্যাপদের প্রথম ও উনত্রিশ নং পদ রচয়িতা।
মনে গেঁথে থাকা তোমার অরূপ রূপের স্তুতি থাকে ঠোঁটের আগায়,
অবশ্য যদি সে মদের গেলাস থেকে দূরে সরার কখনো অবসর পায়।
তোমার রূপ-পিয়াসী, প্রেম-সন্ধানী পুরুষ একা আমি তো নই,
তোমার সুদৃষ্টির প্রতীক্ষারত প্রেমিকদের মধ্যে একজন হয়ে রই।।
প্রকৃত যারা বন্ধু আমার, বলে, "অনেক হলো, এবার ফিরে আয়,
সেই নারী যদি সত্যিকারের প্রেম চিনতে ভুল করে, তবে কি উপায়?"
"ধুর বোকা," আমি হেসে বলি, "হৃদয়ের অব্যক্ত বেদনার মজা এই,
ব্যাথা আরও বেড়ে উঠে, কিংবা কমে, প্রেমিকার অবহেলাতেই।"
"কয়দিন হলো তার প্রেম আমাকে ডুবিয়েছে মদের পেয়ালায়?
প্রেমিক ছিলাম, আমি, মাতাল হলাম- এখনই থামার কি দায়?
এক চুমুক মদ খেলে, এক বিন্দু প্রেম কমে, বলেছিল তারা আজ কই,
মদে আকন্ঠ ডুবে আছি, তাকিয়ে দেখি এখনো বাকী প্রেমের সমুদ্র অথৈ।"
-----------------------------------------------------------------------------
কাব্যিকতা - কবি ও কবিতার আলোচনা
৩১ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৬
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: ধন্যবাদ। ভালো লাগলো জেনে।
আমার কবিতায় মন ভালো করার জন্য কমেন্ট না করে, ভালো করে পড়ে, সমালোচনা করুন প্রয়োজনে।
২| ৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১০:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রেম প্রেম পাগলামী......
সময়ের সাথে রূপ বদরায় কেবল।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৯
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: অনেক সময়, সময় প্রেমটাকেই কেড়ে নেয়।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৪
ইসিয়াক বলেছেন: বাহ!
ভালো লাগলো।
শুভকামনা রইলো।