নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা-কিছু অরূপ, যা অতীন্দ্রিয় / আগম-বেদে কি তা ব্যাখ্যনীয়? / কী জবাব দেব–জলে বিম্বিত / চাঁদ সে সত্য, নাকি কল্পিত? / লুই বলে, কোনো কিছু নাই জানা, / কই আছি, নাই তারই যে ঠিকানা।

সিদ্ধাচার্য লুইপা

মগধের বাসিন্দা, বাঙালি। আদি সিদ্ধাচার্য। অনেকে লুয়ীচরণ বলেও ডাকে। চর্যাপদের প্রথম ও উনত্রিশ নং পদ রচয়িতা।

সিদ্ধাচার্য লুইপা › বিস্তারিত পোস্টঃ

কাব্য-প্রচেষ্টাঃ স্বান্তনা পুরস্কার

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:০৪

এই কবিতা এক পর্ণমোচী গাছের জন্য লেখা
গ্রীষ্মের দাবদাহ সহ্য করতে না পেরে
নির্লজ্জের মত যে নগ্ন হয়ে যায়।

এই কবিতা এক দ্রোণ মেঘের জন্য লেখা
পথ ভুলে যে চলে গেলো পাহাড়ের উত্তরে
তাই বৃষ্টি হয়ে ঝড়া হলো না।

এই কবিতা এক ঘূর্ণিবত্যার জন্য লেখা
মহাসাগরের বুকে সৃষ্টি হয়ে পবন-প্রেমে
এলোমেলো ছুটে যে আছড়ে পরে উপকূলে।

এই কবিতা এক একাকী নক্ষত্রের জন্য লেখা,
মিটিমিটি জ্বলতে জ্বলতে আগুনে লেজের রেখা
পিছনে রেখে ঝলসে যায় পৃথিবীর কাছে এসে।

এই কবিতা এক গগনস্পর্শী পর্বতের জন্য লেখা,
এক'পা-দুই'পা হাঁটার ইচ্ছা বুকে পুষে,
যে কাটিয়ে দিল স্থির হয়ে একটা জীবন।

এই কবিতা এক শরণার্থী প্রেমিকের জন্য লেখা,
একটি মাত্র বুকে যে খুঁজে নেয়ার চেষ্টা করেছিল
সযতনে নিজের সর্বশেষ আশ্রয়।

এই কবিতা এক অনবগত প্রেমিকার জন্য লেখা
যার দুঃস্বপ্নে আসে পঙ্খিরাজে করে অন্য কোনো পুরুষ,
হাতে সোনার কাঠি-রূপোর কাঠি নিয়ে।

এই কবিতা এক নিঃস্ব কবির জন্য লেখা,
ভুল প্রেমের গোলকধাঁধায় ঘুরে ঘুরে একসময়
যে খুঁজে পেয়েছিল ছন্দ-মাত্রা-স্তবকের স্বান্তনা পুরস্কার।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



আমি একজন সাধারণ ব্লগার; মেঘ, বায়ু, পর্বত, তারা, ধুমকেতু, ঘুর্ণি, মুষিক, গাছ, ইত্যাদি নই; আমাকে কি কবিতাটি পড়তে হবে?

১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৫৯

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: কবিতা সবার জন্য। পড়া ও মন্তব্য - দুইয়ের জন্যই ধন্যবাদ।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫

ইমু সাহেব বলেছেন: এই কবিতাটি এক পাঠকের জন্যও লেখা ।
যে মাঝে মাঝে আসে এখানে পড়ার জন্য

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ভালো। সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.