নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা-কিছু অরূপ, যা অতীন্দ্রিয় / আগম-বেদে কি তা ব্যাখ্যনীয়? / কী জবাব দেব–জলে বিম্বিত / চাঁদ সে সত্য, নাকি কল্পিত? / লুই বলে, কোনো কিছু নাই জানা, / কই আছি, নাই তারই যে ঠিকানা।

সিদ্ধাচার্য লুইপা

মগধের বাসিন্দা, বাঙালি। আদি সিদ্ধাচার্য। অনেকে লুয়ীচরণ বলেও ডাকে। চর্যাপদের প্রথম ও উনত্রিশ নং পদ রচয়িতা।

সিদ্ধাচার্য লুইপা › বিস্তারিত পোস্টঃ

কাব্য প্রচেষ্টাঃ প্রশ্ন

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:১৫

কোনো এক ভোরবেলাতে মন খারাপের বৃষ্টি পরে,
শহরটা যায় ঢেকে যায় বিষন্নতার কোন চাদরে,
কোনো এক গলির ভেতর শব্দগুলো যায় হারিয়ে,
রঙভোলা গাছ দাঁড়িয়ে থাকে সবুজ শত চিঠি নিয়ে।

এমন এক ভোরবেলাতে আমি শুধু বারান্দাতে-

ঘুমের থেকে জেগে ওঠে জং ধরা সব স্বপ্নগুলো
যে আরশিতে প্রতিচ্ছবি তার ওপরে ধুলোই ধুলো
না জানাটা আমার বুকে এ বর্ষণেও আগুন জ্বালায়
খুলেছে কি মনদরোজা? বদ্ধ কপাট, মস্ত তালায়।

এমন এক ভোরবেলাতে তুমি কোথায়? বারান্দাতে?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩৮

সোনাগাজী বলেছেন:



ভোরবেলা মানুষ দরকারী কাজ শুরু করে, আপনি কেহ ভালোবাসার খোঁজে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪০

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: ভালোবাসার চাইতে দরকারী আর কি আছে?

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৩১

ইসিয়াক বলেছেন:





বিরহ কাব্য বেশ ভালো লাগলো।

শুভকামনা রইলো প্রিয় ব্লগার।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.