নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা - আমার সবচেয়ে প্রিয় অপরাধ, হতাশা - সেই অপরাধের শাস্তি।

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ

আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।

সিফাতুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

টিভি ক্যামেরার সামনে উলঙ্গ

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭



জীবনে কবিতা লেখিনি কখনও। আজ কেন জানি মনে দু'টা লাইন চলে আসলো, দেখেন তো কেমন হয়েছে -



মামা আমার লুঙ্গি খুলে গেল, মামা আমার লুঙ্গি খুলে গেল।

তোরা দেখিসনে কেউ মোরে, মামা আমার লুঙ্গি খুলে গেল।




টাইটেলটা কী দেয়া যায় তা নিয়ে অনেক ভাবলুম। আকর্ষণীয় হওয়া দরকার। চোখে পড়লেই যেন ভেতরের লেখা পড়তে ইচ্ছে হয়। এ জন্যে যৌন/যৌবন/উলঙ্গ টাইপের শব্দ খুব কাজ করে। যাই হোক আসলে পোস্টটি হলুদ-আলো পত্রিকায় ছাপা হাসনাত আব্দুল হাই রচিত বিতর্কিত ছোট গল্প "টিভি ক্যামেরার সামনে মেয়েটি" বিষয়ে।



প্রবন্ধটি ব্যন করে সরিয়ে ফেলা হয়েছে! আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি! এটা মেনে নেয়া যায় না -

১) এটা সংবাদ মাধ্যমের উপর মধ্যযুগীয় সংকীর্ণমনাদের থাবা।

২) মুক্তচিন্তা বিকাশের পথে বাধা।

৩) মৌলবাদীদের স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী মনোভাব।

৪) সাহিত্যের অবমাননা।

৫) দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাবার পায়তারা।

৬) কলম থামিয়ে দেয়া তো বিরাট অপরাধ।

৭) বাংলা সাহিত্যের উপর আগ্রাসন।

৮) সত্য চেপে রাখার ষড়যন্ত্র।

৯) মুক্তিযুদ্ধের চেতনায় ছিল স্বাধীনতা। এই ব্যন যেহেতু সাহিত্যের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে তাই এটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।

১০) এখানে ভারতীয় দালালির হাত আছে।

১১) আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন।

১২) প্রগতিশীলতার উপর হামলা।

১৩) সংকীর্ণমনাদের কথায় পত্রিকার সম্পাদক এই কাজ করেছেন, মানি না - মানবো না!

১৪) ............... [to be continued...]



[বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় আমার উপর চাপিয়ে দেয়া হয়েছে। নইলে নাকি পোস্ট করতে দিবে না /:) ...]

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

বড় মামা বলেছেন: সত্য চেপে রাখার ষড়যন্ত্র।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

সিফাতুল্লাহ বলেছেন: মামা আমার লুঙ্গি খুলে গেল, মামা আমার লুঙ্গি খুলে গেল।
তোরা দেখিসনে কেউ মোরে, মামা আমার লুঙ্গি খুলে গেল।

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

ওস্তাদ মাসুম বলেছেন: হক কথা

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

সিফাতুল্লাহ বলেছেন: মামা আমার লুঙ্গি খুলে গেল, মামা আমার লুঙ্গি খুলে গেল।
তোরা দেখিসনে কেউ মোরে, মামা আমার লুঙ্গি খুলে গেল।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: জমির চাচার লুঙ্গি খুলে গেল :(

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭

সিফাতুল্লাহ বলেছেন: দেহেন না কি কারবার! বড়ই সরমের ব্যফার!

৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

কালবৈশাখীর ঝড় বলেছেন: কুৎসিত লেখাটির নামী লেখক, ফরমায়েশী লেখাটি লেখার জন্যে "জামাতি মোটা টাকার খেলা" কাজ করেছে! এতে কোন সন্দেহ নেই। ইকোনমিস্ট-আলজাজিরার সাংবাদিক কিনতে পারলে, দেশী টকশো বুদ্ধিজিবীদের কিনতে পারলে একটা কুশীল লেখককে সিস্টেম করতে পারবে না কেন?
এই লেখাটি কুৎসিত ফরমাইসি লেখা! যা ছাপার অযোগ্য ছিল এটা প্রমানীত হয়েছে।
প্রথম আলো কতৃপক্ষ লেখাটি প্রত্যাহার করে নিয়ে প্রমান করেছে!

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.