![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সেই বদলি খেলোয়ার, যে একজন star player'এর injury'র সুবাদে খেলা শেষ হবার ৫ মিনিট আগে মাঠে নেমে ২টি গোল করে খেলার ফলাফল ঘুরিয়ে দেয়।
|| ১৯৯৬-এর উপদেষ্টা পরিষদ ||
১) নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস (শারীরিকভাবে সক্ষম)
২) অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ (শারীরিকভাবে সক্ষম)
৩) ব্যবসায়ী সৈয়দ মনজুর এলাহী (শারীরিকভাবে সক্ষম)*
৪) শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী (শারীরিকভাবে সক্ষম)
৫) সৈয়দ ইশতিয়াক আহমেদ (মৃত)
৬) অধ্যাপক শামসুল হক (মৃত)
৭) সেগুফতা বখত চৌধুরী (মৃত)
৮) মেজর জেনারেল (অব.) আব্দুর রহমান খান (মৃত)
৯) অধ্যাপক নাজমা আহমেদ (শারীরিকভাবে অক্ষম)
১০) এ জেড এ নাসিরউদ্দীন (শারীরিকভাবে অক্ষম)
|| ২০০১-এর উপদেষ্টা পরিষদ ||
১) রোকেয়া আফজাল রহমান (শারীরিকভাবে সক্ষম)
২) এম হাফিজ উদ্দিন খান (শারীরিকভাবে সক্ষম)
৩) এ এস এম শাহজাহান (শারীরিকভাবে সক্ষম)
৪) ব্যবসায়ী সৈয়দ মনজুর এলাহী (শারীরিকভাবে সক্ষম) [১৯৯৬-তে ও উপদেষ্টা ছিলেন]
৫) সৈয়দ ইশতিয়াক আহমেদ (মৃত) {১৯৯৬-তে ও উপদেষ্টা ছিলেন}
৬) বিচারপতি বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী (মৃত)
৭) এ কে এম আমানুল ইসলাম চৌধুরী (মৃত)
৮) মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরী (মৃত)
৯) আব্দুল মুয়ীদ চৌধুরী (শারীরিকভাবে অক্ষম)
১০) ব্রিগেডিয়ার আব্দুল মালেক (শারীরিকভাবে অক্ষম)
সর্বমোট উপদেষ্টা = ১৮ জন
মৃত = ৭ জন
শারীরিকভাবে অক্ষম = ৪ জন
শারীরিকভাবে সক্ষম = ৭ জন
উপদেষ্টা প্রয়োজন = ১০ জন
[বেকুব হয়া গেলাম]! :/
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
সিফাতুল্লাহ বলেছেন: তাই তো নেপুল চাচা বলে গেছেন -
"In politics stupidity is not a handicap." - Napoleon Bonaparte
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০
মদন বলেছেন: আজগুবি ফরমুলা
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩২
সিফাতুল্লাহ বলেছেন: পুরাই মাথা নষ্ট!
৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫০
এম ই জাভেদ বলেছেন: এই ফর্মুলা মানা হলে পরের বার আবার নির্বাচন কালিন সরকার নিয়ে সংকট তৈরি হবে। স্বল্প মেয়াদি চিন্তা থেকে বের হয়ে দীর্ঘ মেয়াদি ফর্মুলা দিতে পারলে ভাল হত।
এবারই এটার একটা পাকাপোক্ত সমাধান হওয়া দরকার।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৭
সিফাতুল্লাহ বলেছেন: এই ফর্মুলা বিম্পি নিজেই মানব কেমনে আমি তো তাই বুজি না। দরকার ১০ জন আছে মাত্র ৭, বাকি ৩ জন কি ক্লোন করব নাকি?
৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩
অচেনাসময় বলেছেন: আজগুবি ফর্মূলা !
খালেদা জিয়ার ফর্মূলা লিখে দেয় ফরহাদ মাজাহার। সে নাকি ঐদিন মাল খেয়ে টাল ছিল ।
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৮
সিফাতুল্লাহ বলেছেন: তাইলে তো বলা লাগে
"In politics মাল খেয়ে টাল is not a handicap." - সিফাতুল্লাহ্
৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৬
Birds Lover বলেছেন: সিনিয়র নেতাদের সাথে পরামর্শ না করার ফল এটা ..............
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩২
সিফাতুল্লাহ বলেছেন: বিম্পি এখন নোয়াখালী কোটায় চলে।
আওয়ামী লীগ নিজের ঘাড়ত্যেড়া স্বভাবের কারণে যে মানুষ গুলারে খ্যেপাইসে, বিম্পি তার বলেই চলে। নিজের কিছু নাই।
এর নাম হওয়া উচিত বিএপি (বাংলাদেশ এন্টি-লীগ পার্টি)
৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩
হৃদয় রিয়াজ বলেছেন: হে হে হে পুরাই সস্তা বিনোদন
২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩
সিফাতুল্লাহ বলেছেন: আর কোন কাজে না লাগুক, নেতারা বিনুদুনের কাজে তো আসলো!
৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২২
মশিকুর বলেছেন:
কোথায় যেন পড়ছি পড়ছি লাগতেছে...
যাই হোক রাজনীতিবিদগো মাথা ঠিক হোক, এই আশায় থাকলাম।
২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৬
সিফাতুল্লাহ বলেছেন: আমার বড় ভাই একটি ফার্মাসুটিকাল কম্পানির ফার্মাসিস্ট। তার এক কলিগ তাকে দিয়েছিল এটি। আমি পোস্ট করে দিলাম।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৮
ইউরো-বাংলা বলেছেন: খালেদা জিয়া কার বুদ্ধিতে যে এই ফরমূলা দিতে গেল !
নিজের পায়ে নিজের কুড়াল মারার মত অবস্থা হল।