| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিফনান
খোলা আকাশ একটি গাছ।
৩১-৭-২০১৬
আমি জানি মানুষ্টা কেমন।
আমি বুঝি এতে আমার ক্ষতি এতে আমার খারাপ, তাও নিজেকে আটকাতে পারি না।
মাঝে মাঝে খুব খারাপ লাগে, খুব।
সবাই যখন সফলতার হাসি মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক তখন আমাকে পরাজয়ের গ্লানি নিয়ে মাথা নিচু করে ঘুরতে হয়।
অপরাধবোধ নিজেকে ঘিরে রাখে সব সময়।
এত পানি আমার চোখে।
খুব খারাপ লাগে আমার।
কেউ নেই আমার পাশে।
সবাই স্বার্থপর, সবাই।