নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I started a joke which started the whole world crying..\n And I didn\'t see that the joke was on me...

সিফনান

খোলা আকাশ একটি গাছ।

সিফনান › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ২:২৫

নাটক সিনেমা গুলো দেখলে ইদানিং মেজাজ খারাপ হয়ে যায়।
সুন্দর করে দেখায় প্রেম ভালোবাসার অব্যার্থ মিলন।
বাহ!!!
তারা এটা দেখায় না যে অনেক বাস্তবতা চোখ থেকে কি পরিমান জল ঝরায়।
সত্যিকারের ভালোবাসার পরে সেটা ভুলে যাওয়া টা যে কি পরিমান কষ্টকর এবং কি ভয়ংকর।
তারা এটা দেখায় না যে প্রত্যেকটা সেকেন্ড কতটা কষ্টের ভিতর দিয়ে কাটা তে হয়।
তারা এটা দেখায় না যে নকল হাসির কতটা কষ্ট।
তারা এটা দেখায় না যে দীর্ঘশ্বাস গুলো কি পরিমান ব্যাথার সৃষ্টি করে এই বুকে।
কারো দোষ নেই, সব আমার দোষ।
আমি ই তো প্রথম বলেছি, দোষ সব আমার।
ছেলে মানুষের নাকি কাদতে নেই।
জানিনা এত পানি কেনো আমার চোখ থেকে ঝরে।
আসলে কি যা বুঝলাম এখনকার যুগের সাথে তাল মিলিয়ে প্রেম করতাম, তাহলে বোধ হয় এতটা কষ্ট পেতাম না।
এভাবে কতদিন চলতে হবে জানি না।

But I am feeling tired...

আমি জানি কোন মুল্য নেই আমার তোমার কাছে। তবে একটা কথা কি-

All I ever wanted just to see you happy
There’s nothing I can do so now I’m dying every day without you

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.