![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্বত্ত্বার এক অবিকল প্রতিবিম্ব। অন্যভাবে বলতে গেলে আমি একজন অতি নগন্য মানব বা মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
হঠাৎ......
একদিন আমি পাড়ি জমাবো,
প্রকৃতি থেকে বহুদূরের দিশায়,
সেদিন রবো না আমি আর দাঁড়ায়,
তোমারি হয়ে ধরণীরও অধরায়,
মাড়াতে হবে ক্রোশ পথ আমায়।
দিগন্তের ক্লান্তিময় অবসানে,
মোর কর্মের স্রোতধারা হবে ক্ষান্ত,
মৃত্যুর বার্তা অবসরের ওপাশে দাঁড়ায়,
যেদিন...
শূণ্যতায় হাঁটছিলাম আমি,
হঠাৎ পেলাম তোমাকে,
তাই অন্ধকারও যেন আজ আলোকিত,
আমার আলোটাতে উষ্ণতা ছিলনা,
তোমাকে পেয়ে বুঝলাম আধাঁরের মর্ম,
অনুভূতিতে মিলেই দুজনে হাঁটতে চায় অনন্তকাল,
রবে কি তুমি আমারি সাথে, সে পথে ........?
অনেক্ষণ হলো,
প্রতীক্ষার প্রহর গুনি,
তুমি আসবে বলে,
ভালো লাগে!
মাঝে মাঝে চোখে ঘুম চলে আসে,
চোখ লাল টকটকে,ঢুলতে থাকি,
তবুও প্রতীক্ষা করি,
ভালো লাগে!
ভাবি এক্ষুণি আসবে,
এই বুঝি চলে এলো,
আবারো শুরু হয় প্রতীক্ষার যাত্রা,
ভালো লাগে!
হোক সেটা...
শ্যাম মেয়েটার মোটা কালো ফ্রেমের চশমার আড়ালে থাকা হাস্যোজ্জ্বল চোখ দুটো হৃদয় কেড়ে নিয়েছে।
পেছনে আমার ছায়া, আমার নিত্য সঙ্গী। সে আমাকে পায়না, আমিও তাকে না। সত্যিকারের সঙ্গী একেই বলে, যে না পাওয়া সত্তেও সঙ্গ ছাড়েনা।
তোমায় জোছনা দেখাব
গা এলিয়ে বাতাসে,
মাখাবো ধরার মিষ্টি স্বাদ
রেখে মোর পাশে।
তোমার হাতের চুড়ি
ঘুঙুরের আওয়াজ নিক্কন,
চাঁদের আবছা আলোয়
করব সব অবলোকন।
মূহুর্তগুলো হবে প্রেমময়
বিনিদ্র প্রতিটি রজনীতে,
স্বপ্নবাসর সাজাবো আমি;
তোমারি আলতু ছোঁয়াতে।
মিথ্যে আমি বলছিনা
বাড়িয়েও নই,...
কোন এক সকালে-
আধবোজা চোখে,
দেখবো তোমায় বালিশে মুখ গুজে।
কোন এক সকালে-
পাজর ভাঙা প্রেম দেব তোমায়,
অঙ্কিত চুম্বন তোমার অধরে।
রাতের বুকে -
তোমার চোখে টেনে দিবো স্বপ্নরেখা,
হাত বাড়িয়ে -
তোমার সাথে করবো আমি দেখা।
চাইছি তোমার শ্বাস,
অপেক্ষমাণ আমি-
ভাবছি করবেনা নিরাশ।
বন্ধু করে না ভেবো,
শত্রু করে তো রেখো।
কোকিল সুরে না ডাকো,
রেগে তো আমায় ডাকো।
ভালো আমায় না বেসো,
ঘৃণা টুকু তো করো।
তাতেই ভাববো আমি,
মুই তোমার অন্তর...
©somewhere in net ltd.