![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্বত্ত্বার এক অবিকল প্রতিবিম্ব। অন্যভাবে বলতে গেলে আমি একজন অতি নগন্য মানব বা মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
চাইছি তোমার শ্বাস,
অপেক্ষমাণ আমি-
ভাবছি করবেনা নিরাশ।
বন্ধু করে না ভেবো,
শত্রু করে তো রেখো।
কোকিল সুরে না ডাকো,
রেগে তো আমায় ডাকো।
ভালো আমায় না বেসো,
ঘৃণা টুকু তো করো।
তাতেই ভাববো আমি,
মুই তোমার অন্তর যামী।
প্রণয় হোক বা না হোক,
তবুও তোমার তরে -
প্রেম আমার অটুট থাকুক।
যদি তুমি না দাও সাড়া,
গিলবো আমি মরণ পারা। ---(অর্ধ সংকলিত)
©somewhere in net ltd.