![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার স্বত্ত্বার এক অবিকল প্রতিবিম্ব। অন্যভাবে বলতে গেলে আমি একজন অতি নগন্য মানব বা মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়।
হঠাৎ......
একদিন আমি পাড়ি জমাবো,
প্রকৃতি থেকে বহুদূরের দিশায়,
সেদিন রবো না আমি আর দাঁড়ায়,
তোমারি হয়ে ধরণীরও অধরায়,
মাড়াতে হবে ক্রোশ পথ আমায়।
দিগন্তের ক্লান্তিময় অবসানে,
মোর কর্মের স্রোতধারা হবে ক্ষান্ত,
মৃত্যুর বার্তা অবসরের ওপাশে দাঁড়ায়,
যেদিন আমি আর থাকবোনা,
আলো-আধাঁরের সুন্দর বসুন্ধারায়।
ফেরাতে তুমি চাইবে হয়তো,
চিরায়িত নিয়মে পারবেনা রুখতে,
আত্না মোর কাঁদিবে তোমার লাগি,
দেখবেনা কেহ আর শুনবেনা আজি,
ওপারে চাহি হতে তোমার সঙ্গি,
বিধাতার তরে রইল মোর আর্জি।
©somewhere in net ltd.