নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

কলিমুদ্দি দফাদার

“ঘুরছি আমি কোন প্রেমের ই ঘুর্নিপাকে, ইশারাতে শিষ দিয়ে কে ডাকে যে আমাকে”

কলিমুদ্দি দফাদার › বিস্তারিত পোস্টঃ

কঠিন সময় টিকে থাকে না কিন্তু কঠিন মানুষ থাকে....

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:২৭



১. দরিদ্র এক মহিলা, কোন এক ভাবে আম্মুর সাথে পরিচিত। সে যাইহোক, মহিলা কিছুটা কষ্ট করে ছেলেকে দুবাই পাঠায় ২০০৭-০৮ সালের দিকে। ছেলে কয়েক বছর দুবাই কাজ করে মনে হয় দালাল কে টাকা দেয় ইউরোপ যাবার। একদিন সকালে ঘুম ভাংগে এই মহিলার মরা কান্নার শব্দে। পড়ে শুনি তার ছেলেকে দালাল কোন এক দেশে  আটকায়ে আরো টাকার দাবি করতেছে। টাকা না দিলে মেরে ফেলবে, ছেলে ও ফোনে সেই কান্নাকাটি, মারধোর, ক্ষুদার কষ্ট ইত্যাদি!  মহিলা দালালের নিকট অনেক কাকুতিমিনতি  করে বলে; বাবা আমি যেমনে পারি টাকা দিমু, আমার পোলারে আর মারিছ না ; দালালের ভাষ্য-

"মাগি!!! বাবা বাবা চোঁদাইস না"!
জ্বলদি টাকা না পাঠাইলে তোর পোলারে মাইরা লামু!

সেই মহিলা যার কাছে যা সম্ভব কিছু সাহায্য নিয়ে আর  একখন্ড জমি বিক্রি করে দালালকে টাকা পাঠিয়েছে। ছেলে মনে হয় পরবর্তীতে টার্কি, গ্রীস কয়েক দেশ হয়ে ইতালি আশ্রয় নিয়েছে।  দেশে এসে বিয়ে করে বউ নিয়ে গেছে বাচ্চা আছে; সেই মহিলা কে ও নাকি ইতালি নিয়ে ঘুরায়া আনছে।

২. আমার মেজো ভাইয়া গার্মেন্টস ব্যবসার সাথে যুক্ত;  ছোট-বড় অনেক প্রতিষ্ঠান তাঁদের কাছে আসে এক্সসারিজের কাজ নিতে। জ্ঞাতার্থে একটু বলে রাখি, একটি শার্ট, টিশার্ট, প্যান্ট এর সবকাজ গার্মেন্টসে একার পক্ষে সম্ভব না! প্রাইসট্যাগ, হ্যান্ডট্যাগ, লগো, স্টিকার, বাটন ইত্যাদি খুচরা কাজগুলো বিভিন্ন সাপ্লাইয়ার কে দিয়ে দেওয়া হয়।  আবার প্রাইজ কম বা কোয়ালিটি ভালো হলেই যে সেম্পল এ্যাপুভ করে এমনটি নয় বরং দীর্ঘদিনের জানাশোনা, পরিচিতি, রেফারেন্স, ট্রেক রেকর্ড, অন টাইম সাপ্লাই দেওয়ার মতো বিষয়গুলো দেখে গার্মেন্টস কাজ করতে পছন্দ করে।

এমন এক যুবক এক্সসারিজের মাল ডেলিভারি দিতে প্রায় গার্মেন্টসে আসতো; সে ছিল কোন এক প্রতিষ্ঠানে কর্মরত। দীর্ঘদিন গার্মেন্টসে যাতায়াতে ছেলেটির একটি ভালো লিংক আপ বা পরিচিতি হয়ে যায়। বয়সে তরুন, উদ্যোমী এক যুবক ; এরপর কিভাবে কিছু টাকা যোগার বা ধার-দেনা করে; সে কিছু পুরাতন চায়না এ্যানালগ মেশিন কিনে নিজেই ছোট একটি বাসায়  কারখানা দিয়ে হ্যান্ডট্যাগ উৎপাদন শুরু করে। যেহেতু ছেলেটি গার্মেন্ট লাইনে দীর্ঘদিনের পরিচিত এবং ছোট একটি ওয়ার্ডার পেতে তার তেমন কষ্ট করতে হয়নি; আর‌ বড় প্রডাকশনের একটি ছোট ওয়ার্ডারের প্রফিট ৬-৭ ডিজিটের পর্যন্ত হয়ে থাকে‌। অথচ এই যুবক গ্রাম থেকে উঠে আসা তেমন শিক্ষিত বা পড়াশোনা জানা কেউ না; ঢাকায় অল্প বেতনে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করেছে।

দারিদ্র, কষ্ট, সংগ্রাম পুরুষ মানুষের অলংকার স্বরুপ। একজন পুরুষ যত বেশি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবে সে ততই দৃঢ় আর শক্তি সঞ্চয় করে বাস্তবতার মুখোমুখি হতে সাহস পাবে । আর্থিক দৈন্যদশা বেঁচে থাকার সংগ্রাম মানুষকে ঝুঁকি নিতে শিখায়।‌ আর লক্ষ্যে স্থির করে কোন কিছুর পিছনে লেগে থাকলে কোন না কোনভাবে সফলতা আসবেই। এই কথাগুলো বাপ-চাচাদের মুখে শৈশবে অনেক শুনতাম কিন্তু বাস্তবতার নিরিখে এখন‌ একদম অন্তর থেকে অনুভব করি।

একটু ক্যাঁচাল দিয়ে শেষ করি! ব্যাবসায়ীক ঝুকির মতো রাজনৈতিক ঝুঁকিতে ও সফলতা আছে। কিন্তু শত বাধা চওড়া পেরিয়ে দৃঢ় চিত্তে লেগে থাকতে হবে। যার ঝুঁকি যত বেশি তার লাভের গুড় তত মিষ্টি। এনসিপির নেতৃবৃন্দের ৫ তারিখের ঝুঁকি আর দীর্ঘদিনের ক্ষুদা দারিদ্র্য সংগ্রামের সফলতা এখন নিয়োগ, চাঁদাবাজি, ট্রান্সফার বানিজ্যর মাধ্যমে সুফল ভোগ করছে, ওয়েস্টিনে হাঁস খাচ্ছে; অপরদিকে নুরু ও যুবলীগের নয়ন দীর্ঘদিন সরকার-ছাত্রলীগ দ্বারা নির্যাতন নিপীড়িত হয়ে এখন চাঁদাবাজি সন্ত্রাসী করে বিপুল পরিমাণ টাকা কামাচ্ছে। ছাত্রলীগের যেই ছেলেটা নিউইয়র্কে ডিম মেরে কারাগারে থেকে জামিনে বের হয়েছে ; সে হয়তো লেগে থাকলে এর সুফল একদিন ভোগ করবে। কারন "every dog has its own day".....

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৩৫

বিজন রয় বলেছেন: আমি আপনাকে ঠিকই বুঝতে পেরেছি।
ঘাবড়াবেন না।
পথ চলতে চলতে অনেক কিছু ক্লিয়ার হবে। তখন স্বস্তি পাবেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
ধন্যবাদ বিজন রয়। আপনি একজন ভালো মনের ভালো মানুষ; সেটাই আমার বিশ্বাস।
অনেক কিছু বুঝতেছি, শিখতেছি অভিজ্ঞতার ঝোলা ও সমৃদ্ধ হচ্ছে।
বৃদ্ধ মানুষের সাদা চুল যে এক একটি অদৃশ্য গ্রন্থাগার প্রবাদটি মনে হয় এমনে এমনে আসে নাই।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৪

সৈয়দ কুতুব বলেছেন: শেষের লেখা pera পড়ে হাসি পেল।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: শুকরিয়া।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪২

জুল ভার্ন বলেছেন: সবকিছুতেই ঝুঁকি অনিবার্য! ঝুঁকি না থাকলে অর্জনের আনন্দও ম্লান হয়ে যেত। জীবনের প্রতিটি সাফল্যের পেছনে ঝুঁকির সাহসী পদক্ষেপই আসল চালিকা শক্তি। কারণ ঝুঁকির ভেতর দিয়েই মানুষ তার সীমা অতিক্রম করে, সংগ্রামের মূল্য বুঝতে শেখে এবং প্রাপ্তিকে সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০১

কলিমুদ্দি দফাদার বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে।; খুবই অনুপ্রাণিত হলাম।
নান্দনিক সুন্দর শব্দ চয়নে‌ খুবই চমৎকার একটি মন্তব্য করলেন।
ঝুঁকির মাধ্যমে মানুষ তার সীমা অতিক্রম করে কথাটি খুবই ভালো লেগেছে।
আসলেই তো তাই! মানব সভ্যতার এই ক্রমবর্ধমান বিকাশ, বিজ্ঞানের অগ্রযাত্রা
অব্যহত রয়েছে কিছু মানুষের সাহসী পদক্ষেপের কারনে।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: আপনি এনসিপি এবং গণ পরিষদকে নিয়ে সমালোচনা করা সামুর ১ম নন পলিটিকাল লেখক। বাকি যারা সমালোচনা করেছে তারা দলিয়। নুর সাহেব এখন সিংগাপুর গেছে চিকিতসা নিতে। হাসনাত কে cantonment ডুকতে দেয়া হয়নি । সারজিস আলম শাপলা না পেয়ে লং মারচ করছে না । হাসনাত রাজুতে আয় বলছে না। সারোয়ার তুষার লাগালাগির গলপো করছে না । আখতার মামলা করেছে ডিম যে মেরেছে কিনতু কাজ হবে বলে মনে হয় না ।

ইউনুস সাহেব এনসিপিকে বলি কা বকরা বানিয়ে ফেলেছেন । মাসটার মাইনড মাহফুজ আলমের সামনে কঠিন বিপদ। কিছুদিন এক মোলবাদিকে ফলো করতাম । তারা আলোচনা করতো যে মাহফুজকে কেন মাসটার মাইনড বলা হইতেসে। মাহফুজ নাকি পশচিমা দের কাছে বড়ো এসেট। এখন তো মনে হইতেসে তাকে ইউনুস সাহেব কুরবানি দেয়ার জননো এমনটা করেছেন । :-B

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:২২

কলিমুদ্দি দফাদার বলেছেন: আপনি এনসিপি এবং গণ পরিষদকে নিয়ে সমালোচনা করা সামুর ১ম নন পলিটিকাল লেখক। হ্যাঁ হ্যাঁ! আমি কোন‌ পলিটিক্যাল লেখক বা বিশ্লেষক না; আমার থেকে বরং আপনার রাজনৈতিক চিন্তা-ভাবনা, দৃষ্টিভঙ্গি আরো গভীর ও প্রখর মনে হয় আমার কাছে। তবে এনসিপি, গন অধিকার পরিষদ কে রাজনৈতিক মাঠে আমার কোন ফেক্টর ইং মনে হয় না। আগাছার মতো টিভি আর ইউটিউব চ্যানেল ভিউ আর টিআরপি আশায় এদের নিয়ে সারাক্ষন মেতে থাকে। নির্বাচনের পর মনে হয় না; এই আমেজটা আর থাকবে

আখতার মামলা করেছে ডিম যে মেরেছে কিনতু কাজ হবে বলে মনে হয় না । আখতার, তাসনিম ই এনসিপির অবশিষ্ট দুইটা খাঁটি সোনা! এদেরকে ভালো ও লাগে। কিন্তু জারা কে গালি দেওয়াটা খুবই দুঃখজনক আবার একদিক থেকে চিন্তা করলে আপনার কথাটি ও ঠিক যে; তাকে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা মেনে পলিটিক্সে করতে হবে। কিন্তু তাদের সাথে এই ঘটনার ইন্টেরিমের ও অনেক দায় আছে। আর এনসিপির যে রাজনৈতিক ভাবে এতো দৈন্যদশা, রাজপথে একটি জবাব বা ডিউ যে কয়েক হাজার মানুষ নিয়ে একটা প্রতিবাদ করবে সেই সামর্থ্য টুকু এখন আর অবশিষ্ট নেই। একটি জিনিস তো পরিস্কার যে সামনে একটা কঠিন সময় অপেক্ষা করছে তাদের জন্যে।

এখন তো মনে হইতেসে তাকে ইউনুস সাহেব কুরবানি দেয়ার জননো এমনটা করেছেন । :-B ইউনুস সাহেবের দোষ দেন কেন সব জায়গায়? সে কি রিফাত কে চাঁদা তুলতে পাঠাইছে নাকি সরজিস বলছে ২০০ গাড়ির শোডাউন করতে? এনসিপির নষ্ট হইছে নিজেদের কারনে আর শুরুতে বিএনপি রাজনৈতিক চাপে ইউনুস সাহেব কে ও ছাত্রদের সাথে নিয়ে কাজ করতে হইছে। সে সমন্বয়কদের লুটপাট করে খেয়ে শেষ করে দিতে বলে নাই।

বাই দ্যা ওয়ে, আপনে নিজে রাজনৈতিক পোষ্ট দেন রচনার মতো কিন্তু সবাইরে মন্তব্যের প্রতি উওর দেন কয়েক লাইনের। এমন বিষদ গভীর রাজনৈতিক আলোচনা তো সেখানে মন্তব্যের প্রতি উওরে দিতে পারেন? :P

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১:৪১

মাথা পাগলা বলেছেন: এনসিপি দুচি। এনসিপিদের যারা সাপোর্ট দেয় তাদেরও। খেয়াল করে দেখেন দেশের সবাই খুশি যখন, হাসিনা পালানোর পর নোবেলজয়ী ব্যাক্তিত্ব দেশ চালানোর ভার নিলো, আর স্বঘোষিত গন অভূত্থানের নায়ক হিসেব এনসিপিরা কার্যত পক্ষে পুরা দেশ ঠিক করার দায়িত্ব নিয়ে যে লীলা খেলা দেখাইলো - নতুন দল, নতুন চেহারা হিসাবে বাংলাদেশের ইতিহাসে বিরল। দেশের মেজরিটি পাবলিক তাদের সাপোর্ট দিয়েছিলো। দেশে নিজেরা ডিম সন্ত্রাসী করলে জায়েজ আর বিদেশে নিজেরা ডিম সন্ত্রাসীদের কবলে পরলে - তাদের ফাঁসী চায়।

তবে লীগের পোলাপাইন বিদেশে ডিম ছুঁড়ে যে আকামটা করলো, প্রবাসীদের কথা চিন্তা করলে বড় ধরনের আকাম করসে। এমনিতে বাংলাদেশীদের জন্য যে কোন দেশে ভিসা পাওয়া টাফ। আমার পাওয়ার থাকলে, বিদেশে যত্ত পলিটিকাল নেতা আছে - লীগ, জামাত, বিএনপি সবগুলারে দেশে আইনা মাদেসার সমকামী হুজুরদের সাথে ঘর বন্ধ কইরা ভালো মানুষ হবার শিক্ষা দেবার ব্যবস্থা করতাম।

@সৈয়দ কুতুব আন্ডার লাইন করে আপনি আপনার বিখ্যাত উক্তি "সব দোষ হাসিনার" বলতে ভুলে গিয়েছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:২৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আওয়ামীলীগ বিএনপি জামাত সব খারাপ, তোরা (এনসিপির) নেতৃবৃন্দ তাজা জ্বলজেন্ত আন্দোলন এতগুলো লাশের রক্তের উপর দাঁড়িয়ে টাকা আর ক্ষমতার কাছে কেমনে বেচা গেলি? ক্ষমতার মোহ যদি এমন ই হয় তাইলে সেই আওয়ামী লীগ-বিএনপি ভাল! মানুষ তোদের ভোট দিবে কেন? আদতে সমন্বয়কদের উদ্দেশ্য করা বলা আওয়ামীলীগের "টোকাই" শব্দটা এখন দেখছি বাস্তবে মিলে গেছে। এক একটা এখন তেল, তেলা চর্বি নিয়া জলহস্তীর নাদুসনুদুস হইছে; দেখলে ঘৃণা আসে।

রাজনৈতিক শিষ্টাচার, সংস্কৃতি,‌মৌলিক পরিবর্তন কোন একটা বিষয়ে এনসিপির কোন পজেটিভ শুরু আছে? জুলাই সনদ, সংবিধান পরিবর্তন, জাপা নিষিদ্ধ যেগুলো করলে রাজনীতিতে নিজেদের গদি পাকাপোক্ত করে চড়াইয়া খাইতে পারবো আপাতত সেগুলো নিয়া সরগরম। পশ্চিমা দূতাবাসে সমকামীতার বৈধতা সহ ফ্রি মিক্সিং কি বিষয়ে চুক্তি করে নির্বাচনে কিছু আসন পায় এখন‌ সেইটা দেখার অপেক্ষায়।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৮

সৈয়দ কুতুব বলেছেন: মাথা পাগলা@ শেখ হাসিনা এখনো দলের দায়িত্ব ছাড়তে আগ্রহী না। আওয়ামী লীগের কপালে শনি আছে। :)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৩

কলিমুদ্দি দফাদার বলেছেন:
আওয়ামী লীগের এমন করুন পরিস্থিতিতে হাসিনা সরে যাওয়া কি এই মুহূর্তে বুদ্ধিদীপ্ত কোন সিন্ধান্ত হবে? নতুন নেতৃত্ব কি তৃনমুল আওয়ামী লীগ মেনে নিবে?

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:৩০

সৈয়দ কুতুব বলেছেন: ইউনুস সাহেবের ভাগ্য আসলেই খারাপ। বিএনপিকে নিউইয়র্ক নিলে জামাত এনসিপি নাখোশ হতো। তাই সবাইকে নিয়েছেন। এখন চরমোনাই নাখোশ। সে বলে ইউনুস সাহেব নাকি আন্ডা মেরেছেন। আন্ডা যদি মেরেই থাকেন এসব মৌলবাদি চরমোনাইয়ের কারণেই মেরেছে।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৫

কলিমুদ্দি দফাদার বলেছেন:
এখন আর ইউনুস সাহেবের ভাগ্যর দোষ দিয়ে লাভ নেই! মাঠ প্রশাসন, ও আইনশৃঙ্খলা বাহিনীর উপর উনার কোন নিয়ন্ত্রন ছিল না। কিংস পার্টিকে বাড়তি সুযোগ সুবিধা দিয়ে নিজের নিরপেক্ষতা কে প্রশ্নবিদ্ধ করেছেন। নির্বাচন দিয়ে গদি ছাড়তে পারলেই মনে হয় বাঁচে। চরমোনাই ধর্ম ব্যবসায়ী বাটপার।‌

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: এক পোষ্টে অনেক কিছু আলাপ করেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২৬

কলিমুদ্দি দফাদার বলেছেন:
জুম্মা মোবারক! আশাকরি পাঞ্জাবি পড়ে সুগন্ধি মেখে জুম্মার নামাজ মসজিদে আদায় করবেন।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: পাঞ্জাবী পড়া হচ্ছে না। অথচ আমার অনেক গুলো সুন্দর সুন্দর। পাঞ্জাবী আছে।
ঠিক করেছি আগামী রমজানের এক মাস শুধু পাঞ্জাবী পড়বো।

কি মনে করে আজ সকাল এবাসা থেকে বের হওয়ার সময় আতর দিয়েছি। তবে আধুনিক আতর। কড়া গন্ধ নেই।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ২:৪৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: পাঞ্জাবী আছে। ঠিক করেছি আগামী রমজানের এক মাস শুধু পাঞ্জাবী পড়বো। খুবই ভালো সিদ্ধান্ত। মন থেকে এখনো ও নুরের ঝিলিক ওকি মারে! দুই নাম্বার গুরুর শিষ্যত ত্যাগ করলে আরো ভালো ফলাফল আশা করা যায়।

যাক বাসায় যেয়ে ভাবির সাথে মিলে নিয়ে এই গানটা কয়েকবার শুনবেন।

কোক স্টুডিও

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২৯

মাথা পাগলা বলেছেন: এনসিপি বলতে আমি শুধু কালা পাডা আর সাদা পাডারে চিনি, কারন এদের অ্যাক্টিভিটি চোখে পড়ে। আপনারা বলার পর জারা-আখতার নিয়ে সার্চ করে দেখলাম। আর মাস্টারমাইন্ড অন্য ভাষার কোন মানুষকে দিয়ে লিখিয়ে অনুবাদ করে লেখায় কিনা, দেখা দরকার। তার লেখার ভাব বুঝতে, লেখা ২~৩ বার পড়তে হয়, তাও মনে হয় বুঝি না। লীগের গুজব কিনা জানি না তবে - মাহফুজ নাকি ছোটদের বঙ্গবন্ধু নামে বই লিখেছিলেন, আবার জারার হাসবেন্ড নাকি শিবির করে।

লেখক বলেছেন: আখতার, তাসনিম ই এনসিপির অবশিষ্ট দুইটা খাঁটি সোনা!

আখতারের খাঁটি সোনার মাপ জানার ইচ্ছা হচ্ছে। আর কয়টা নববধূ নিয়ে আনন্দ করছে প্রকাশ হলে ভালো হতো। সরি একটু ফাতরামি করে ফেল্লাম।
https://www.facebook.com/61574980860839/videos/1103555804539112

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:০৮

কলিমুদ্দি দফাদার বলেছেন: আখতার খুব সম্ভবত হল সলভেন্ট পরিবারের থেকে উঠে আসা কেউ বলে মনে হয় না! অন্যান্য নেতৃবৃন্দ মতো আর্থিক কেলেঙ্কারি, তদবির, ট্রান্সফার, চাঁদাবাজি কোন অভিযোগ এখন পর্যন্ত তার নামে শুনি নাই। তার চলাফেরার মধ্যে ও ৫ তারিখের পর আকাশ-পাতাল কোন পরিবর্তন আসে নাই ; কথাবার্তা বাচনভঙ্গি মার্জিত। বাস্তব বহির্ভুত কথা‌ বলে, রাজনৈতিক স্ট্যান্ডবাজি মুলক বক্তব্য দেয় না। আকতারের মতো বিকাশ নুরুকে এ দেখেন? দল খুলে কি ধান্দাবাজি করতেছে।‌

জারা নিঃসন্দেহে মেধাবী, মার্জিত ইউকের ভালো একটি ক্যারিয়ার ছেড়ে দেশে এসে রাজনীতি করতে। তার জামাই শিবির করে কথাটি "লিঙ্গ দেখে মুর্দা নির্ধারণ" করার মতো মনে হইলো। এইসব তুচ্ছ বিষয় নিয়ে আসলে এ এদেশে ভাল মানুষ বলে আর কেউ নাই। সবার ই টুকটাক কিছু না কিছু থাকে। সমস্যা এনসিপির একাংশে দুর্নীতি,‌ বিতর্কের কারনে এই মেয়েটার ব্যক্তিগত অর্জন, মেধা, জনপ্রিয়তা শ্যালো হয়ে যাচ্ছে।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.