| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহিদুল ভাই
শেকল ভাঙার গান গাই - অন্ধকারের কবি
মানুষ হিসেবে প্রচণ্ড রকমের এক স্বার্থপর প্রাণী আমরা। নিজেদের স্বার্থে আরেকটা মানুষের জীবন নিয়েও কোনো ভ্রুক্ষেপ নেই আমাদের। একটা জলজ্যান্ত মানুষ আটকে আছে একটা প্রাইভেট কারের দুই চাকার মাঝে। আর ড্রাইভার কিনা গাড়ি না থামিয়ে মানুষটা ছেচড়ে নিয়ে গাড়ির গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছিলেন! সেই ড্রাইভার আবার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক! ভাবা যায়, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষকের আচরণ কতো বর্বর? কী হতো উনি যদি সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে ঐ মহিলাকে নিয়ে হাসপাতালে যেতো? আজকে এই মানুষটা জীবিত থাকতো। একটা সার্টিফিকেট, সিভির পোর্টফোলিও, একাডেমিক প্রাইড আসলে আপাদের মানুষ বানাতে পারে না।
আমরা আসলে শুধুমাত্র একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমাদের ভুল-ত্রুটি, দোষ স্বীকার করি। সীমা অতিক্রম করে গেলে আমরা আর কারো কথা ভাবি না, আমাদের নীতি-নৈতিকতা লোপ পায়,মনুষ্যত্ববোধ-বিবেকবোধ কাজ করে না। তখন শুধু আমরা একমাত্র "নিজেকে" নিয়েই ভাবি।
©somewhere in net ltd.