|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কিছু সত্য বিষয় যা আমি বলতে পারি না। 
না বলা কথাগুলো আমাকে যন্ত্রণা দেয় অনেক অনেক বেশি! 
 আমার হৃদয় গলে গলে অশ্রু হয়ে বেয়ে পড়ে!
 অনিবার্য বাস্তবতা পাহাড় হয়ে দাঁড়ায়। 
আমি অক্ষম হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি কোন স্বহৃদয়ার দিকে. 
যে কি না হাত বাড়িয়ে  তুলে নেবে পতিত সব ভালোবাসার পাপরিগুলো। 
 সরস ভালোবাসায় আত্মাকে জিইয়ে রেখে সম্মুখে যাবে । 
 জীবন - জীবিত যাপন হবে যদি সে হৃদয় ভালোবাসায়  সিক্ত হয়।
কে হবে সে দূরপাল্লা ভালোবাসার সফরের সঙ্গী...?
গন্তব্যে যেতে কতজন যে পথ হারালো জীবন মেলানোর জটিল অঙ্কে!
তবুও জীবন শঁপে দিই যৌবনে নেশাগ্রস্ত ঘুমন্ত কোন চালকের হাতে..
 সুখের তরে জীবন ভেরানো মাঝির সব নিতে বুনো উল্লাসে মেতে থাকে কত রাত কত দিন!
.ভালোবাসার নামে,সংসারের নামে।
কেটে যায় এভাবে মহাকালের সীমাহীন সেকেন্ড!
 সবাই জানে, দাম্পত্য নামের তরী এভাবেই চলে কোন সজ্ঞা ছাড়া..
এ তরীকে ডিঙানোর কোন জো নেই
থাকতেও নেই।
মহাদর্শের যুগ নেই, তাই সে মহামনিষিও হতে নেই।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৪৩
২৮ শে ডিসেম্বর, ২০১৫  বিকাল ৪:৪৩
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার হয়েছে+
©somewhere in net ltd.
১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:২৫
২৮ শে ডিসেম্বর, ২০১৫  দুপুর ২:২৫
কল্লোল পথিক বলেছেন: বেশ হয়েছে