নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেঙে চলেছি হৃদয় পাথর ব্যার্থ সময়ের মুগুরে

সর্বভূক

ভেঙে চলেছি হৃদয় পাথর কঠিন সময়ের মুগুরে।

সর্বভূক › বিস্তারিত পোস্টঃ

কালা জাদু।

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৫





বাংলাদেশ কুখ্যাত তার রাজনৈতিক অসহিঞ্চুতার জন্য।এই কুখ্যাত উপাদান বিশ্বব্যাপী রপ্তানী করার সুযোগ থাকলে জিডিপি প্রবৃদ্ধি দশের বাইরে চলে যেত।স্বদেশী ও বিদেশী ক্রীড়াঙ্গনে যদি এর ছোঁয়া লাগত...কেমন হতো ব্যাপার??? গতকাল বৃষ্টিতে ভেসে যাওয়া বাংলাদেশ-নিউজল্যান্ড টেস্ট ম্যাচ নিয়ে এর চিত্র আঁকা যায়।



“আসন্ন আরেফিন- লিওন হারবাল” কাপের চিরপ্রতিদ্বন্ধী দুই দেশ বাংলাদেশ ও নিউজল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচ নিয়ে সৃষ্টি হয়েছে দাবানলের উত্তেজনা।কিউই ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাকালাম হুশিয়ারী করে দিয়ে বলেছেন প্রথম টেস্টে পিচের নিচে কবজ-তাবিজ পুঁতে রেখে টার্ন পেয়েছেন বাংলাদেশী স্পিনাররা।ব্ল্যাক মেজিক বা কালো জাদু প্রয়োগের মাধ্যমে তারা কিউই ব্যাটসম্যানদের ফাঁদে ফেলতে চেয়েছিল বলে দাবি করেন পেসারদের যম কিন্তু স্পিনারদের কাছে আলুর দম ম্যাকালাম।এদিকে এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম।হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাওয়া মুশফিক বলেন …”টেস্ট ম্যাচে সবাই সাদা পোশাক পড়ে।এখানে ওয়াইট ম্যাজিক হতে পারে কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কুনু সুযোগ নাই”।



এদিকে টাইগার বাহিনীর নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাসির অভিযোগ করেন…দ্বিতীয় টেস্টের শেষ দিনের খেলা না হবার জন্য নিউজল্যান্ড দায়ী।তিনি বলেন…হোটেলের লবি থেকে শুরু করে টিম বাস এমনকি ড্রেসিং রুমে পর্যন্ত কিউই ক্রিকেটাররা “আল্লা মেঘ দে…পানি দে” গানটি সমবেত সুরে গাইছিল বলে তিনি দেখেছেন।তিনি বলেন এই অবৈধ কর্মকান্ডের নেতৃত্ব দেন কিউই কোচ ও ফিজিও”।এদিকে কিউই কোচ এই অভিযোগ প্রত্যাখান করে বলেন…. “এই অভিযোগ অসত্য।“তাকে হয়রানির জন্য এই বক্তব্য দেয়া হয়েছে বলে তিনি জানান।এদিকে বিষয়টিকে আমলে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিখিত অভিযোগ জানিয়েছেন আই.সি.সির নিকট।বিষয়টি খতিয়ে দেখা হবে বললেও রিপোর্ট প্রদানের ক্ষেত্রে আশাবাদী নয় ক্রিকেটের এই শীর্ষ সংস্হা।



এদিকে আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে কোন ছাড় দিতে রাজি নন বলে জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন।তিনি বলেন…সবাই যাতে সুষ্ঠু, অবাধ ও আন্তর্জাতিক মানের পারফরম্যান্স উপহার দিতে পারে সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে।অন্যদিকে…খেলায় কালো জাদুর প্রয়োগ না থাকলে সম্মানজনকভাবে হারতে পারে বলে আশাবাদী নিউজল্যান্ড স্কীপার।তিনি আবেগঘন কন্ঠে বলেন….ক্রিকেটে কালো জাদু ও তাবিজ-কবজের ব্যবহার এর গ্রহনযোগ্যতা ও দর্শকপ্রিয়তা হারাবে।তিনি নিরপেক্ষ ও নির্দলীয় আম্পায়ারের অধীনে খেলা পরিচালনার দাবি জানান।তিনি কিভাবে নির্দলীয় ও নিরপেক্ষ আম্পায়ার নির্বাচন করতে হবে এই বিষয়ে অবিলম্বেই একটি রূপরেখা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেবেন বলে জানিয়েছেন।তিনি যোগ করেন….আমি সাকিবের বলে যেভাবে উড়িয়ে মেরেছিলাম ঐটা রুবেল ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে লুফে নেয়।আমি দৃঢভাবে বিশ্বাস করি এই ক্যাচ আমার দলের কেউই ধরতে পারত না…এইটা পানি-পড়ার গুন….।



এদিকে পেট খারাপের কারনে কিউই মিডল অর্ডার ব্যাটসম্যান রস টেলরের খেলা প্রায় অনিশ্চিত।গুপন এক সূত্র জানিয়েছেন….বাংলাদেশী স্পিনার সোহাগ গাজীর বল ভালভাবে খেলার জন্য তিনি কোন এক হুজুরের কাছ থেকে চাল পড়া খেয়েছিলেন।এরপর থেকেই তিনি আর টয়লেটের বাইরে বের হতে পারছেন না।এই বিষয়ে দলের পক্ষ থেকে কোন বিবৃতি দেয়া হয়নি।তবে এক এম.এম.এস বার্তায় রস টেলর জানান…এই বিষয়ে কেন প্রতিক্রিয়া জানানোর অবস্হায় তিনি এখন নাই।পরে আনুষ্ঠানিকভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে বলে তিনি জানান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.