নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

সীমান্ত প্রধান

যা কিছু সত্য, তাই সুন্দর

সীমান্ত প্রধান › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার ঝাপি

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:২০

ভালোবাসি তোকে

আমার মুখ,চোখ দেখে বুঝিস না ?

তোর ভেতরে কি অনুভূতি বলে কিছুই নেই !

তোকে ভালোবাসি ঢোল পিটিয়ে বলব ?

সে না হয় আমি পারি না

তাই বলে কি

আমার চোখের ভাষা বুঝিস না ?

আসলে, আমার চোখে চোখ রাখবার তোর সময় কই !

তুই তো এর চোখ, ওর চোখে চেয়ে চেয়ে

ভালোবাসা খুঁজে ফিরিস

কোন এক ফেরীওয়ালা ভালোবাসার ঝাপি নিয়ে দাঁড়িয়ে

সে খেয়াল কি তুই রাখিস ?

সেই বোধ, বোধ করি তোর আর হবে না

তাই আমিই পালাচ্ছি

রেখে যাচ্ছি বয়ে আনা ভালোবাসা ভর্তি করা সেই ঝাপিটা

আর রেখে গেলাম দীর্ঘশ্বাস তোর তকতকে চকচকে উঠানে

ভালো থাকিস

ভালো থাকিস

ভালো থাকিস তুই, আমার প্রিয় জবার মতো মেয়ে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.