![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দেখতে পাই
তুই ও-খানটাতে আগের মত করেই দাঁড়াস
ইচ্ছে করে একবার তোকে ডাকি
‘ক্যামন আছিস তুই আমার প্রিয় জবা’র মত মেয়ে’ ?
জানতে বড্ড লোভ হয়
তবু-ও তোকে ডাকি না
সেদিন তোকে ডাকতেই যে ভাবে মুখ ফিরিয়ে নিলি !
এরপর থেকে আর তোকে ডাকতে ইচ্ছে করে না
আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখি
তোর আসা আর যাওয়া
কষ্ট হয়, বড্ড কষ্ট হয়
নিজের মধ্যেই সে কষ্টটা ছাইচাপা দিয়ে রাখি
আর বলি-
তুই ভালো থাকিস, ভালো থাকিস তুই
আমার প্রিয় জবা’র মত মেয়ে
©somewhere in net ltd.