নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

সীমান্ত প্রধান

যা কিছু সত্য, তাই সুন্দর

সীমান্ত প্রধান › বিস্তারিত পোস্টঃ

ফেরিওয়ালা

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪০

সেদিন আমি দক্ষিন পাড়ার সেই দাদাটার ঘরে গিয়েছিলাম

তার ঘরের এই কোণ, ওই কোণ

কোন একটি কোণ-ও আর অবশিষ্ট নেই

যেখানটাতে তোর পদচিহ্ন পরেনি !

ওই দাদাটাকে তুই বড্ড ভালোবাসিস ?

মাঝে মাঝে দাদাটার জন্যই তুই দক্ষিণ পাড়াতে উঁকি দিস

উত্তরের কোন উত্তর না দিয়ে ?

বিনোদিনী রাধা হয়ে ভাবছিস

ওই দাদাটাই তোর শ্যামরায় ?

এদিকে সেই ফেরীওয়ালা !

যে তোর জন্য ঝাপি ভর্তি ভালোবাসা বয়ে এনেছে

আজ-ও সেখানটায় দাঁড়িয়ে থাকছে

তার মুল্য তুই কানা করিতেও দিলিনে !

আসলে তুই নিজেকেই নিজে চিনতে পারিস না

ভালোবাসা ভর্তি ঝাপি নিয়ে দাঁড়িয়ে থাকা

সেই ফেরিওয়ালাটাকে তুই চিনবি ক্যামনে ।

তোর সমস্ত স্বত্বা জুড়েই তো দক্ষিণের সেই দাদাটার দখলদারিত্ব

সেখানে এই ফেরিওয়ালার মুল্য কানা কড়িতেও নেই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.