![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল বেশী স্বার্থপর হয়ে যাচ্ছি
অনেকটা যান্ত্রিক,যন্ত্রচালিত
ইট-কাঠ-পাথর মূর্তি হৃদয়
অনুভূতির ঘরে শিকল পড়িয়েছে সময়।
এই তো সেদিন-ও
ফুল মিয়া কিংবা ওর মতো
আরও অনেককে দেখে বড্ড মায়া হত
আজ-
গায়ে জ্বালা ধরে,রাগে-ক্ষোভে
কাঁপতে থাকে গা,জেদ হয় প্রচন্ড;
মরতে পারিসনে,কেন জন্মেছিস এখানে ?
এই শহর,নগরের মানুষগুলো বড্ড কাঠখুট্টে
বড় বড় অট্টালিকার তলে
তাদের অনুভূতিগুলোও চাপা পড়েছে।
©somewhere in net ltd.