![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
তুই এলে হৃদয় হাসে
স্বপ্ন ভাসে আকাশে
না এলে মন কেঁদে সারা
দিনটা দারুন ফ্যাকাশে
২
ধ্যাত্তারি ছাই ভাল লাগেনা
তুই ছাড়া যে তাল লাগেনা
কোন কাজে মন লাগেনা
৩
নূপুরের ঝংকার শুনে থমকে যাই
চমকে উঠি পিছন ফিরি
এই বুঝি তুই এলি,এরপর
সবকিছুই ভ্রম!
৪
ঈশ্বর
তোমাকে বুঝা-ও এতো কঠিন নয়
যতোটা তার মন
৫
ভালো নেই,থাকিস তুই
আমার প্রিয় জবার মতো মেয়ে
ভালো ছিল গতকাল
তোর সঙ্গ পেয়ে।
৬
বিরহী দুপুরে
কষ্টরা আসে গুটি গুটি পায়ে
সুর তুলে নুপরে;
তুমি এলে এ বেলাতে
দু’জন মিলে
না হয় এবার
ডুব দিব তাল পুকুরে।
©somewhere in net ltd.