নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

সীমান্ত প্রধান

যা কিছু সত্য, তাই সুন্দর

সীমান্ত প্রধান › বিস্তারিত পোস্টঃ

প্রেমানু কাব্য

২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬



তুই এলে হৃদয় হাসে

স্বপ্ন ভাসে আকাশে

না এলে মন কেঁদে সারা

দিনটা দারুন ফ্যাকাশে





ধ্যাত্তারি ছাই ভাল লাগেনা

তুই ছাড়া যে তাল লাগেনা

কোন কাজে মন লাগেনা





নূপুরের ঝংকার শুনে থমকে যাই

চমকে উঠি পিছন ফিরি

এই বুঝি তুই এলি,এরপর

সবকিছুই ভ্রম!





ঈশ্বর

তোমাকে বুঝা-ও এতো কঠিন নয়

যতোটা তার মন





ভালো নেই,থাকিস তুই

আমার প্রিয় জবার মতো মেয়ে

ভালো ছিল গতকাল

তোর সঙ্গ পেয়ে।





বিরহী দুপুরে

কষ্টরা আসে গুটি গুটি পায়ে

সুর তুলে নুপরে;

তুমি এলে এ বেলাতে

দু’জন মিলে

না হয় এবার

ডুব দিব তাল পুকুরে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.