নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

সীমান্ত প্রধান

যা কিছু সত্য, তাই সুন্দর

সীমান্ত প্রধান › বিস্তারিত পোস্টঃ

আমি তোর

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১:১০

আজকাল তুই বড্ড বিরক্ত হচ্ছিস

তোকে সময় দিচ্ছি না বলে ?

কি করি বল;

একদিকে ব্যাস্ততা

অন্যদিকে হতাশা

এরা আজকাল আমাকে বেশ ভালো করেই

দেহের আস্টেপিস্টে মোগলীয় চাবুক ছুঁড়ছে

ক্ষতবিক্ষত গোটা শরীর

তবু-ও আমাকে চলতে হচ্ছে

আমাকে বহুদূর পারি দিতে হবে

তুই চাস; আমি যেন ওই পাহাড়ের চুড়ায় উঠি

আমকে উঠতেই হবে ।



তুই চাইছিস;

আমি যেন কৃষ্ণ চুড়ার পূর্ণ রূপ যৌবন নিয়ে

নব বধুর টকটকে লাল সিঁদুরের ন্যায় পাখনা মেলে

দাঁড়িয়ে থাকি স্ব-গৌরবে;

তুই আমার নাম রেখেছিস

তোর প্রিয় কৃষ্ণচূড়ার ।



আমি-ও সঙ্কল্প করেছি;

তোর বিশ্বাস যেন ভ্রম না হয়

আমি ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসী,

ভাবিসনে আমার প্রিয় জবার মত মেয়ে

আমি আদ্যিকাল হতে পুণরজনমেও তোর ।



এই শরীর,মন আত্মা

তোরই দখলে রয়েছে

আমার সমস্ত স্বত্বা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.