![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক
দুই
তিন পা করে হাঁটছি
বিষন্নতা আর স্মৃতির উষ্ণতা সঙ্গী
হাঁটছি
হাঁটছি;
কেবলই হাঁটছি,
এই হেঁটে চলা যেন নিরন্তর।
বনফুল, কদম আরও প্রিয় জবা,
নীল আকাশ;
আকাশের বুকে চাঁদ
চাঁদ মেঘের লুকোচুরি
এতো কিছু দেখি!
দেখিনা;
একটিবারের জন্য তোকে,
অথচ-
তোকে দেখার অদম্য ইচ্ছে বুকে
সীমাহীন,আমার পথচলার মতন।
১০ জুন ২০০৬
©somewhere in net ltd.