![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(ছড়াকার আবুল হাসেম হাসুকে উৎস্বর্গ)
ইট কাঠ পাথর কিংবা কোন পর্বত নই
তবুও স্থবির দাঁড়িয়ে
নিস্তবদ্ধতার শিকল আঁকড়ে ধরে
কন্ঠনালীর তলদেশ।
কিছু বলার অভিলাষ-
বলা হয় কি আর!
শিরচ্ছেদ পায়রার ধরফরানি
বুকের ভেতর সকরুণ গোঙানি
এফোঁড় ওফোঁড় অন্তরাত্মা;
সে নেই!
যেন গোটা পৃথিবীটাই স্তদ্ধ।
নেই আজ;
শত, শত মুখের ভীরে চীরচেনা;
একটি মায়াবী মুখ।
সে নেই;
তবুও আছে-
হৃদয়ের গহিণ অরণ্যে
কবির কাব্য কাননে।
তুমি আছ;
নব সৃষ্টির উল্লাস আর আহ্লাদে
৩ মে ২০০৬।
©somewhere in net ltd.