নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

সীমান্ত প্রধান

যা কিছু সত্য, তাই সুন্দর

সীমান্ত প্রধান › বিস্তারিত পোস্টঃ

নেই,তবুও আছ

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:০৩

(ছড়াকার আবুল হাসেম হাসুকে উৎস্বর্গ)





ইট কাঠ পাথর কিংবা কোন পর্বত নই

তবুও স্থবির দাঁড়িয়ে

নিস্তবদ্ধতার শিকল আঁকড়ে ধরে

কন্ঠনালীর তলদেশ।



কিছু বলার অভিলাষ-

বলা হয় কি আর!



শিরচ্ছেদ পায়রার ধরফরানি

বুকের ভেতর সকরুণ গোঙানি

এফোঁড় ওফোঁড় অন্তরাত্মা;

সে নেই!

যেন গোটা পৃথিবীটাই স্তদ্ধ।



নেই আজ;

শত, শত মুখের ভীরে চীরচেনা;

একটি মায়াবী মুখ।



সে নেই;

তবুও আছে-

হৃদয়ের গহিণ অরণ্যে

কবির কাব্য কাননে।



তুমি আছ;

নব সৃষ্টির উল্লাস আর আহ্লাদে



৩ মে ২০০৬।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.