নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

সীমান্ত প্রধান

যা কিছু সত্য, তাই সুন্দর

সীমান্ত প্রধান › বিস্তারিত পোস্টঃ

সত্যিকারের মানুষ মেয়েটি...

২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫০


কে রাখে আজকাল অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের খোঁজ? এরা খেলো না পড়লো, কিংবা মরলো? এখবর রাখার সময় আমাদের আছে?

যান্ত্রিক জীবন আমাদের। আমরা যন্ত্রচালিত হয়ে যাচ্ছি। কাঠখোট্টা জীবন। খুব স্বার্থপর হৃদয়ের মানুষ হয়ে যাচ্ছি আমরা। হয়ে যাচ্ছি কি! হয়ে আছি।

আচ্ছা, ঈদ মানে তো আনন্দ। ঈদ মানেই তো খুশী। আর এই খুশী তো সবার সাথে ভাগাভাগি করাটাই অন্যরকম আনন্দ। তাই নয় কী? তাহলে আমরা ক’জন এ আনন্দটা ভাগাভাগি করেছি অনাথ ও সুবিধা বঞ্চিতদের সাথে?

এই আনন্দ সুবিধা বঞ্চিতদের সাথে কে ভাগাভাগি করেছি আর কে করি নাই। আপতাত সেটা নির্দিষ্ট করে জানা না থাকলেও টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী প্রসূন আজাদ কিন্তু মোটেও ভুল করেন নি। তিনি কিন্তু তার ঈদের আনন্দটা অনাথ ও সুবিধা বঞ্চিতদের সাথে ঠিকই ভাগাভাগি করে নিয়েছেন।

অনাথ ও সুবিধা বঞ্চিত শিশুদের সংগঠন শিশুস্বর্গ। এই সংগঠনটির শিশুদের সঙ্গে নিজের ঈদ আনন্দের সময়টুকু ভাগাভাগি করে অন্যরকম এক ঈদ উদযাপন করেছেন প্রসূন আজাদ।

তিনি শিশুদের সঙ্গে ঈদের খাবার খেয়েছেন এবং তাদের সঙ্গে হাসি আড্ডা সহ নানান মজা করেছেন।

ঈদের দিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রসূন ছিলেন শিশুস্বর্গের তেজগাঁও কার্যালয়ে।তার এমন একটি ভালো উদ্যোগের জন্য সাধুবাদ। সেই সাথে তার জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৮

ছাসা ডোনার বলেছেন: আসলেই প্রসূন আজাদ কিউট এবং সুন্দর মনের মানুষ, আল্লাহ উনাকে সর্বসুখে সুখী করুক। উনার মত মানুষের সংখা আমাদের দেশে আরও বেশী বেশী করে জন্ম গ্রহন করুক।

২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২২

সীমান্ত প্রধান বলেছেন: সুন্দর বলেছেন...

২| ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৪২

আহমেদ জী এস বলেছেন: সীমান্ত প্রধান ,


দেখে ভালো লাগলো ।
সমস্ত অনুচ্চারিত প্রশ্নকে সজোরে ঠেলে ফেলে দিয়ে বলি --- সুন্দর দৃষ্টান্ত ।
এরকম দৃষ্টান্তের দেখা মিলুক আরো ।

থাম্বস আপ , প্রসূন আজাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.