নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতবার মানুষ হওয়ার চেষ্টা করেছি, ততবারই পুরুষ হয়ে উঠি। তুই শালা একটা ‌‘পুরুষ’ শব্দটি সম্ভবত পৃথিবীর নিকৃষ্ট একটা গালিতে রূপান্তরিত হবে। পুরুষ হিসেবে গর্ব করার কিছু নেই, আমি লজ্জিত, সত্যি লজ্জিত যে আজও মানুষ হতে পারিনি।

সীমান্ত প্রধান

যা কিছু সত্য, তাই সুন্দর

সীমান্ত প্রধান › বিস্তারিত পোস্টঃ

তসলিমা‬ নাসরিন ও আমির খান বনাম মৌলবাদ

২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

বাংলাদেশের মৌলবাদীরা তসলিমা নাসরিনের মুণ্ডর দাম ধার্য করেছিল ৫০ হাজার টাকা। বলা হয়েছিলো তসলিমা নাসরিনের মুণ্ড যিনি কেটে আনবে, তাকে ওই অর্থ প্রদান করা হবে। এ কথা অবশ্য ১৯৯৩-১৯৯৪ সালে। অর্থাৎ আজ থেকে ২১/২২ বছর আগে।

শুরুটা ছিলো ১৯৯৩ সালে তসলিমা নাসরিনের পঞ্চম উপন্যাস ‘লজ্জা’ প্রকাশের পর। এ উপন্যাসে লেখক বেশ নিখুঁতভাবে বর্ণনা করেছিলেন, বাংলাদেশে মুসলিমদের দ্বারা একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের ওপর নির্মম নির্যাতনের চিত্র। বইটি প্রকাশের পরপরই একই বছর অক্টোবর মাসে ‘কাউন্সিল অব ইসলামিক সোলজার্স’ নামক এক মৌলবাদী সংগঠন লেখকের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এবং একই সংগঠন লেখকের বিরুদ্ধে ফতোয়া জারি করে।

এর পরের বছরটি ছিলো লেখকের জন্য আরও ভয়াবহ! অর্থাৎ ১৯৯৪ সালের মে মাসে যখন দ্য স্টেটসম্যান পত্রিকায় তসলিমা নাসরিনের একটি সাক্ষাৎকার ছাপা হয়। সেই সাক্ষাৎকারে অত্যন্ত সাহসিকতা নিয়ে তিনি কোরান সংশোধনের দাবী তুলছিলেন। ব্যস, এরপর শুরু হলো মৌলবাদীদের আস্ফালন। তসলিমার ফাঁসির দাবীসহ তাঁর মুণ্ডর দামও ধার্য করা হলো।

শুধু তাই নয়, তসলিমার শাস্তির দাবীতে দেশ জুড়ে সাধারণ ধর্মঘটেরও ডাক দেয়া হয়। এমনকি মৌলবাদীদের পক্ষ হয়ে বাংলাদেশ সরকারও তসলিমার বিরুদ্ধে মামলা দায়েরসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যা ছিলো জামিন অযোগ্য। ওই মামলায়, জনগণের ধর্মীয় ভাবনায় আঘাত করার অভিযোগ আনা হয়েছিলো সরকারের পক্ষ থেকে। যা ছিলো চরম মৌলবাদী আচরণ এবং বাংলাদেশি হিসেবে আমাদের জন্য চরম লজ্জার একটি দিক।

মৌলবাদী গোষ্ঠী আর সরকারের ওই মৌলবাদী আচরণে এটাই স্পষ্ট ছিল যে, স্বাধীন রাষ্ট্র হলেও মানুষের বাক স্বাধীনতা বলতে কোনো স্বাধীনতা নেই। মৌলবাদ গোষ্ঠী তথা ভোট ব্যাঙ্কটাকেই রাজনৈতিকদের কাছে মুখ্য। তাই মৌলবাদী শ্রেণীর পক্ষাবলম্বনই করে তারা।

তবে ২১/২২ বছর আগের সেই ঘটনাটি আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম। হয় তো কারো কারো মনে আছে। তারপরও বিষয়টা ইতিহাস। কিন্তু সেই অতীতটাকে আবারও মনে করিয়ে দিলো ভারতের কট্টরপন্থী মৌলবাদ গোষ্ঠী হিন্দু মহাসভা ও শিবসেনার আচরণ।

যারা প্রকাশ্যেই শাহরুখ খান ও আমির খানের মুণ্ডর দাম ধার্য করেছেন ১ লাখ রুপী। শুধু তাই নয়, একটি মাত্র মন্তব্যের কারণে একের পর এক হয়রানির শিকার হচ্ছে আমির। এমনকি তাঁর বিরুদ্ধে থেমে থেমে সভা-সমাবেশ ও বিক্ষোভ দেখাচ্ছে মৌলবাদীরা।

তাহলে কি বিষয়টি এমন, একদিকে ইসলামি মৌলবাদী গোষ্ঠীর প্রতি সমগ্র মানুষ জাতী যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন হিন্দু মৌলবাদ গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে? যার কারণে এই একবিংশ শতাব্দীতে তথা তথ্য-প্রযুক্তি নির্ভর যুগে এসেও এই শ্রেণীটা মধ্যযুগীয় কায়দায় মুণ্ডর দাম ধার্য করছে! একি সভ্যতার লক্ষণ, নাকি অসভ্যতার আস্ফালন?

হিন্দু হোক আর মুসলিম হোক। বাংলাদেশ হোক আর ভারত হোক। মৌলবাদী গোষ্ঠীর আচরণ একই হয়। যেমন কথায় আছে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানবে’। মৌলবাদীরাও ঠিক এমনই, তারা কি হিন্দু আর কি মুসলিম।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৫

বাংলার ফেসবুক বলেছেন: কোথায় আমির খান আর কোথায় তসলিমা‬ নাসরিন কার সঙ্গে কার তুলনা।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

ব্লগার ফাহিম বলেছেন: আপনিত দেখছি তিলকে তাল বানিয়ে ফেলছেন। তাও আবার তাসলামি নাসরিনের সেই বিতর্কিত লিখাগুলো এক প্রকার সাপোর্ট দিয়ে গেছে আপনার লিখায়। কোরআনে লিখা আছে "ইহা এমন একটি কিতা যাতে কোন সন্দেহের অবকাশ নাই।" আর সেই জায়গায় তাসলিমার মতো একজন বেশ্যা কি করে বলে সংশোধন করতে?
আর আমিরের ব্যাপারটা ভিন্ন, রেন্ডিয়াতে সব সময় ইসলামের উপর আঘাত এসেছে এখনও আসছে। সো আপনি আবার সেইটা নিয়ে রাজনীতি করার দরকার নাই।

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৯

৮৩১আবীর১৯৮৩ বলেছেন: ভারতে গিয়ে বেদ গীতা সংশোধনের কথা বলে দেখুন। যেখানে বেদা গীতার বহু ভার্সন আছে।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১০

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: তিলকে তাল করার কাজ হলো প্রথম আলোর , আপনি কি সেই দ্বায়িত্ব নিয়েছেন?

৫| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

খোলা মনের কথা বলেছেন: তসলিমার নামে তো সেই রকম সাফাই গাইলেন। তার চরিত্রর দিকে তাকালেই তো বুঝা যায় কে কাকে সংশোধন করবে। আর সে কিনা আপনাদের আদর্শ।
আর আমির খান তো শুধু মাত্র চলমান ভারতের মুসলিমের উপর সংহিসতার কথা তুলে ধরেছেন। হিন্দু ধর্মে বিরুদ্ধে তেমন কিছু বলেছে সেটা তো কোথাও পেলাম না।
কোন পায়ের পায়জামা কোন পায়ে ঢুকাতে হয় এখনো শিখলেন না।

৬| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

শাহিবযাদা সোহান বলেছেন: মাথায় কিছু আছে বলে মনে হয় না,

৭| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৮

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: আমির কি সন্ত্রাস হিঁদুবাদ নিয়ে কিছু বলেছে তার জবানীতে? আমির নিজ যোগ্যতায় জনপ্রিয়- তসলিমার মতো ধর্ম অবমাননা করে জনপ্রিয় হতে হয় না

৮| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

আরণ্যক রাখাল বলেছেন:
হিন্দু হোক আর মুসলিম হোক। বাংলাদেশ হোক আর ভারত হোক। মৌলবাদী গোষ্ঠীর আচরণ একই হয়। যেমন কথায় আছে, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানবে’। মৌলবাদীরাও ঠিক এমনই, তারা কি হিন্দু আর কি মুসলিম"
ঠিক বলেছেন। মৌলবাদ এমনই। কারণ ছাড়াই আস্ফালন।
তসলিমা কোরান সংশোধনের কথা বলেছিল, বলেছিল শুধু, করেনি, এজন্যই তার বিরুদ্ধে এতো কিছু করা হয়েছে। যদিও তার সাথে একমত নই। কারণ ওটাকে সংশোধনের কিছু নেই। যার ইচ্ছা মানবে, ইচ্ছে না হলে মানবে না। তার নিজের লেখাও হয়ত তিনি চাইবেন না কেউ এডিট করুক। এক্ষেত্রেও তাই।
মৌলবাদ এতটাই জঘন্য যে, এদের সাথে যুক্তিতে পারা যাবে না। কারণ যুক্তি এরা শোনে না। শুধু কোপায়

৯| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

আরমান হাসান সুভ বলেছেন: সেই সাক্ষাৎকারে অত্যন্ত সাহসিকতা নিয়ে তিনি কোরান সংশোধনের দাবী তুলছিলে।কোরান আর বাইবেল এক নয় জে চাইলেই সংশোধন করা যাবে ।

১০| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৫

প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: নাস্তিকরা স্বভাবত মুক্তচিন্তার বিরোধী... সোভিয়েত ইউনিয়ন, চীন সহ সব নাস্তিক দেশে মুক্তচিন্তা করতে গেলেই মেরে ফেলতো এবং এখনো তাই করে

১১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তূলনাটা ঠিক হলো না। আমির খান কোন ধর্মকে কটাক্ষ করেনি। সে নিজে মুসলিম হয়েও হিন্দু বিয়ে করে সংসার করছে। আমির, শাহরুখ, সালমানকে নিয়ে কটাক্ষ করাট‍া হলো ঐ হিন্দু সংগঠনের মূল নীতিরই অংশ। এটা না করলে তাদের আর কোন কিছু করার থাকে না। ঠিক যেমন মুসলিম মৌলবাদীরা অমুসলিমদের দেখতে পারে না, তেমন হিন্দু মৌলবাদীরা মুসলিমদের দেখতে পারে না।

১২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

শার্লক_ বলেছেন: হঠাৎ একদিন মাথায় ভূত চাপলো আর এই লিখা লিখে ফেললেন। কি লিখতেছেন সেটা বোঝার মত বুদ্ধি তো আপনার হয়নি। উপরে আমার আগে অনেকেই সেটা বলেছে।

১৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৫

বাক স্বাধীনতা বলেছেন: হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.