নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বাড়ি। সিলেটের এমসি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত আছি। শখ হিসেবে সংবাদকর্মী হিসেবে কাজ করছি। রক্তের গ্রুপ- \'ও\' পজেটিভ (একজন নিয়মিত রক্তদাতা)।

শহিদুল ইসলাম সাজু

বর্ণ এবং শব্দের খেলায় মাঝে মাঝে কিছু লিখার ব্যর্থপ্রয়াস চালাই। প্রকৃতপক্ষে নিজেকে একনিষ্ঠ পাঠক ও শ্রোতা হিসেবে পরিচয় দিতে পছন্দ করি।

শহিদুল ইসলাম সাজু › বিস্তারিত পোস্টঃ

নীলাক্রান্ত

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৯

একদিন সেই আসনে নির্লোভ দৃষ্টিতে
মৌলিক নির্মাণ চেয়ে কী ব্যাকুল স্থপতি ছিলাম,
হয়তো তোমার হাসিটা ক্ষণস্থায়ী ছিল।
কেন হাসিটাই ছড়িয়ে দিলে হৃদ মন্দিরে?
কেন কালিমা না ছুঁয়ে শুধু তোমাকেই ছুঁলাম
ওসবের কতোটা জেনেছো?
তাহলে কি আমিও নীলে আক্রান্ত ছিলাম?!

অতঃপর আমাকে কি চিনতে পেরেছো?
আমি ছিলাম তোমার আদরের প্রিয় ;
আমাদের বড়ো বেশি মাখামাখি ছিলো,
তারপর কী থেকে কী হলো!?
পোড়া কপাল ; শুধু বিচ্ছেদের বিষেই নীল!
কারণ, আমি তো নীলাক্রান্ত!

আগুন পোড়ালে তবু কিছু রাখে
কিছু থাকে ; হোক না তা ছাই রঙের,
নীল বিষে পোড়ালে কি কিছু থাকে?
খাঁ খাঁ বিরান, আমার কিছু নাই!
নীলে পোড়ালেই বোধহয় এমন হয়..

নীলে পোড়ালে ; ফিরে এলে ____
অতঃপর সুখ সমুদ্রে ভাসলো এ মন!
জানি এটাই তোমার শেষ আশ্রয় ;
স্থায়িত্বটা দায়িত্ব হিসেবেই থাক!
নীলাক্রান্ত! আমি হয়েছি নীলাক্রান্ত!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৪

অরুনি মায়া অনু বলেছেন: মনটা খারাপ হয়ে গেল।হৃদয় ছুঁয়ে গেল। এত সুন্দর একটা কবিতা অথচ কোন মন্তব্য নাই। আমি মন্তব্য ও লাইক রেখে গেলাম।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০

শহিদুল ইসলাম সাজু বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্যে খুবই খুশি হয়েছি। তবে গল্পটা যখন পোস্ট করি, তখন সবে মাত্র আমার সামু একাউন্ট ওপেন করা হয়েছিল।

৩| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৭

হিমু আনলিমিটেড বলেছেন: আমিও দিলুম কমেন্ট উইথ সুপার লাইক !

১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৭

শহিদুল ইসলাম সাজু বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.