নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় বাড়ি। সিলেটের এমসি কলেজে মাস্টার্সে অধ্যয়নরত আছি। শখ হিসেবে সংবাদকর্মী হিসেবে কাজ করছি। রক্তের গ্রুপ- \'ও\' পজেটিভ (একজন নিয়মিত রক্তদাতা)।

শহিদুল ইসলাম সাজু

বর্ণ এবং শব্দের খেলায় মাঝে মাঝে কিছু লিখার ব্যর্থপ্রয়াস চালাই। প্রকৃতপক্ষে নিজেকে একনিষ্ঠ পাঠক ও শ্রোতা হিসেবে পরিচয় দিতে পছন্দ করি।

শহিদুল ইসলাম সাজু › বিস্তারিত পোস্টঃ

আমার ছোট্ট ছাদবাগান।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬



যদি দেশের সকল বাড়ির ছাদগুলোকে পরিকল্পিতভাবে ছাদ বাগানের আওতায় আনা যায় তবে এটি যেমন পরিবেশ সুরক্ষার জন্য সহায়ক হবে তেমনি এটি অর্থনৈতিকভাবেও লাভজনক হবে। ফুল এবং ফলজ বৃক্ষের পাশাপাশি শাকসবজি চাষ করে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি বাড়তি আয় করাও সম্ভব অনায়াসেই। সাধারণত দু'টি পদ্ধতিতে ছাদ বাগান করা যায়। এর একটি হচ্ছে- কাঠ বা লোহার ফ্রেমে বেড তৈরি করে, এক্ষেত্রে ছাদেও কার্নিশ ঘেঁষে বা আলাদা ফ্রেম করেও করা যায়। অন্যটি হচ্ছে- টব, ড্রাম, কন্টেইনার বা পটে করে।

আমি অবশ্যই আমার ছাদবাগানের জন্য শেষ পদ্ধতিটাকেই বেছে নিয়েছি। বছরখানেক হলো শুরু করেছি ছাদবাগান প্রকল্পটি। বাড়ির ছাদে টব আর বিভিন্ন ধরনের কন্টেইনার ও পটপাত্রে করে বিভিন্ন প্রজাতির ফল এবং সবজির একটি বাগান গড়ে তুলেছি। জীবন বাঁচানোর জন্য যে পরিবেশের প্রয়োজন সেটা হারিয়ে যাচ্ছে, আর মূলত এ কারণেই আমার ছাদবাগানের এ ছোট্ট উদ্যোগ। আমার ছাদবাগানে ডালিম, পাঁচ প্রজাতির আম, বারি চায়না মাল্টা, বারি চায়না কমলা, ড্রাগন, আমলকী, আমড়া, কামরাঙা, সফেদা, চেরি, লাল প্রজাতির আঙুর, ভিয়েতনামি পেয়ারা, দেশি পেয়ারা, মিষ্টি কূল, জামরুল, লিচু, নারিকেল, জাম্বুরা, আতাফলসহ সিডল্যাস লেবু, লং, স্যুপপাতা, কাঁচামরিচ, ঢেঁড়স, বেগুন, মিষ্টি লাউ, ধনিয়াপাতা, টমেটো, পুঁইশাকসহ বিভিন্ন ধরনের ফল ও সবজি রয়েছে।

ছাদে যদি আমরা বাগান করি তাহলে আমাদের পরিবেশ কিছুটা হলেও রক্ষা পাবে। আমি নগর কিংবা মফস্বলবাসী এবং সচেতন মানুষকে বলতে চাই- তারাও যাতে ছাদ এবং বারান্দাসহ খালি জায়গাটুকুতে বাগান করতে যাতে এগিয়ে আসেন। জীবনের জন্য প্রকৃতি এবং এটিকে সংরক্ষণ করা খুবই জরুরি। এটি পরিবেশ রক্ষায় বড় রকম ভূমিকা রাখবে। আশা করি এই ব্যাপারে সবাই সচেতন হবেন।

আমার ছাদবাগানের ফলজ বৃক্ষ ও ফলের ছবি সবার সাথে শেয়ার করলাম-

১)

২)

৩)

৪)

৫)

৬)

৭)

৮)

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন ব্যাপার।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

শহিদুল ইসলাম সাজু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ভাল লাগল দেখে।

১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

শহিদুল ইসলাম সাজু বলেছেন: সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
আসলে ছাদে বাগান করা উচিত সকলের। কিন্তু ঢাকা শহরের মানূষের সময় কম। আর এই সমস্ত গাছ পালার অনেক যত্ন নিতে হয়।
আমার ছাদে লেবু, পেয়ারা আর আম গাছ আছে। এছাড়া বেশ কিছু ফুলের গাছ আছে।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৭

শহিদুল ইসলাম সাজু বলেছেন: পনারও ছাদবাগান আছে জেনে খুশি হলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২০

সুমন কর বলেছেন: আপনার ছাদ বাগানের ছবি দেখে ভালো লাগল। আর পোস্টের শুরুতে কিছু লিখাতে প্রথম পেজের অপব্যবহার হয়নি। তাই ধন্যবাদ এবং +।

* কিছু ব্লগার প্রথম পেজের জায়গা কেন নষ্ট করে সেটা বুঝতে পারি না ???? আর কর্তৃপক্ষের নিরব অবস্থান...............

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

শহিদুল ইসলাম সাজু বলেছেন: হাহাহাহা। তা ঠিক, তবে আমার পোস্টটাকে একটা কৌশল হিসেবে ধরতে পারেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫

সাদা মনের মানুষ বলেছেন: এসব আমার ভীষণ ভালোলাগে.......কোন এক সময় আমিও তা করবো।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩০

শহিদুল ইসলাম সাজু বলেছেন: ভালো লাগে জেনে আমিও ভালো বোধ করছি। চেষ্টা করেন, আশা করছি আপনি পারবেন। কারণ ইচ্ছা থাকলেই যেকোন কাজই সম্ভব। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৬| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১

জুন বলেছেন: আমি দশদিনের জন্য কোথাও গেলেও চেষ্টা করি অন্ততপক্ষে একটা গাছসহ ছোট টব বারান্দায় রাখতে। আপনার ছাদ বাগান দেখে ভাললাগলো। ছবিতে কি গাছ ? কি ফল পরিচিতি দিলে ভালো হতো ।

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৪

শহিদুল ইসলাম সাজু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। পরেরবার থেকে চেষ্টা করবো অবশ্যই। পোস্টের ফিচার্ডে চেরি ফল, তারপর যথাক্রমে - বারী চায়না কমলা, আমের মুকুল, পেয়ারার মুকুল, সফেদা, বারী কমলা-২, ডালিম আর ভিয়েতনামী পেয়ারা।

৭| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

ঢাবিয়ান বলেছেন: দারুন বাগান। প্রথম ফলটার নাম কি?

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

শহিদুল ইসলাম সাজু বলেছেন: চেরি। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.