নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রমন করতে একটু বেশি ভালোবাসি, অবসরে গান শুনি।কার কাছে কি পাইলাম এইটা নিয়ে কম ভাবি। নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করি।

শাহিনুর ইসলাম শিহাব

শাহিনুর ইসলাম শিহাব › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ভিতরে ঘুরে আসি

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

দিয়া বাড়ির নাম অনেকে শুনেছেন। অনেকে হয়তো কয়েকবার গিয়ে ঘুরেও এসেছেন স-বান্ধবে বা পরিবারের সাথে । আবার অনেকে আছেন যেতে ইচ্ছে করে কিন্তু সময় হয়ে উঠেনা। কেউবা যাওয়া আসা ঝামেলা মনে করেন আবার কেউ কেউ যায়গাটি সম্পর্কে অবগত নন।
অনেক কথা বলে ফেললাম তো চলুন আজকে দিয়া বাড়ির অভিজ্ঞতা বর্ণনা করি।যারা যাই নাই তারা হয়তো কিছু দিন পর যাবেন।

যে ভাবে যাবেনঃ
আপনি ঢাকার যে প্রান্তে থাকুন না কেন, আপানকে উত্তরা ৬ নং সেক্টরের হউস বিল্ডিংএ এসে তার পর যেতে হবে। এখান থেকে মটর বাইকে, রিকসা অথবা লেগুনা তে যেতে পারবেন। প্রাইভেট গাড়ি থাকলে তো কথাই নাই।
নিরাপত্তা বাবস্থাঃ
পর্যাপ্ত নিরাপত্তাই পাবেন এখানে। দিনের বেলা জন মানুষে মুখরিত থাকে প্রায় প্রতিদিন।ছুটির দিনে লোক সমাগম একটু বেশি হয়। সরকারি ছুটি বা উৎসবে জন মানুষের ঢল নামে। তবে সন্ধার পর অবস্থান না করাই শ্রেয়।

যা যা দেখেবেনঃ
সেই বিক্ষাত বট গাছ। এখানে বাংলা সিনেমা, নাটক, মিউজিক ভিডিও অসংখ্য বার নির্মাণ করা হয়েছে। সাদা-সাদা মেঘ শুভ্র কাশফুল দেখে আপনি প্রকিতির মাঝে হারিয়ে যেতে বাধ্য।রয়েছে কৃত্রিম লেক। চাইলে বোটে করে ঘুরতেও পারবেন।লেকের স্বচ্ছ পানিতে দেখতে পাবেন জানা নাজানা হরেক প্রজাতির মাছ।এয়ার পোর্টের অনেক কাছে হওয়ায় ছোট বড় অনেক বিমান আপনার অনেক কাছ দিয়ে যাবে। হাতির ঝিলের ন্যায় কিছু ব্রিজও দেখতে পাবেন।

সাথে নিতে পারেনঃ
DSLR ক্যামেরা থাকলে অবশ্যই নিবেন। আউট ডোর ফটোগ্রাফি করার আদর্শ জায়গা গুলোর মধ্যে অন্যতম এবং কিছু ভালো ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন।অনেকে এখন স্মার্ট ফোন দিয়ে চালিয়ে নেন।আসি খাবার ব্যাপার নিয়ে- এখানে কয়েকটি রেস্টুরেন্ট আছে, খাবার মানের চেয়ে দামটা একটু বেশি রাখে। ফুচকা-চটপটি স্বাভাবিক দামে পাবেন।তাই চাইলে হাল্কা খাবার আর পানি সাথে নিতে পারেন।

সময় পেলে আমার ওয়েব পেজ টি ভিজিট করে আসতে পারেন- বিডি ট্রাভেল বুক এখানে ভ্রমন বিষয়ক আরো তথ্য পাবেন।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

মোস্তফা সোহেল বলেছেন: ঢাকায় গেলে যাওয়ার ইচ্ছে আছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৭

শাহিনুর ইসলাম শিহাব বলেছেন: অবশ্যই ঘুরে যাবেন, আশা করি অনেক ভালো লাগবে ।

মোস্তফা সোহেল আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: দিয়াবাড়ি সম্পর্কে পরিচয় পেয়ে ভালো লাগলো। তবে আপনি রাতে না থাকার কথা বলেছেন ; বিষয়টি একটু পরিষ্কার করলে ভালো হতো ।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.