![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার ঠোঁটের লাল লিপস্টিক দেখেছি,
দেখা হয়নি তোমার ভিতরের ঝরে পরা টকটকে লাল রক্ত।
তোমার কালোকেশ উড্ডয়ন দেখেছি,
দেখা হয়নি তোমার পায়ের মোটা শিকল।
অফিস শেষে বাসায় গিয়ে তোমায় কর্মহীন দেখি,
দেখা হয়না তোমার সারা দিনের কাজের তালিকায় কতো শতো ব্যস্ততা।
বাসায় ফেরা মাএ দৌড়ে এসে ব্যাগটা নিতে দেখি,
দেখা হয়না তোমার কোলে রক্ত মাংসের ব্যাগ,
তাকে নিয়েই করো তোমার চিরাভ্যস্ত কায্র্যতা।
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪২
তালুকদার সাব বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই, আপনার কবিতা গুলোও আমার খুব ভালো লাগে ।
২| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনিও চেষ্টা করুন ভাল লিখতে। শুভ ব্লগিং।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৪১
মোঃ মাইদুল সরকার বলেছেন: কঠিন বাস্তবতা প্রকাশ পেয়েছে। আরো লিখুন।