| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমার কান্না শুকিয়ে গেছে। আমার বলার ভাষা নেই। আমি কি বলব? আমি কি লিখব? সভারে রানা প্লাজা ধসে এই পর্যন্ত ১২৪ জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এই কেমন দেশ? বার বার একই ঘটনা ঘটে। কারো কোন চিন্তা নেই। কারো কোন দায়িত্ব নেই, কারো কোন মাথা ব্যথা নেই। কেন এমন হয়? কেন মানুষকে এইভাবে জীবন দিতে হয়। কোন সাধারন মানুষের প্রতি সরকারের এই রকম চরম অবহেলা? প্রধান মন্ত্রী খুব ব্যস্ত ক্ষমতায় থাকার জন্য, বিরোধী দলের নেত্রী খুব ব্যস্ত ক্ষমতায় যাওয়ার জন্য, মন্ত্রিরা খুব ব্যস্ত ফালতু কথা বলতে আর লুটপাট করতে। কারো জনগণের কথা ভাবার সময় নেই। সরকারের কাজ হল মামলা দেওয়া, হরতাল ঠেকানো, রিমান্ডে নেওয়া। সময় কই তাদের। এই লাশের দায়বার কে নেবে? আবার বলা হবে এই ভবন দেখা শুনার দায়িত্ব সরকারের না। কোনদিন হাওয়া ভবন, সুধা সদন, সংসদ ভবন কিংবা মিন্টু রোডের ভবন গুলো ধসে পড়ে না। কারণ ওখানে যারা বসবাস করেন তাঁরা এই সব রানার প্লাজার মালিক কিংবা আত্মীয়। আগামী কাল শুরু হবে রানা প্লাজার মালিকের পক্ষে সাফায় গাওয়া। কেউ বলবেন সে আওয়ামীলীগ ছিল, কেউ বলবে সে জামাতের লোক, আবার কেউ খুঁজে বের করবেন তাঁর চৌদ্দ গুষ্টির কেউ জামাত করেন কিনা? আজ এইসব নিয়ে কোন গণজাগরণ হবে না, কোন হরতাল হবে না, কোন লংমার্চ হবেনা। হয়ত কাল আমার বিরুদ্ধে দেশ দ্রোহী মামলা হতে পারে।
এখন যা যা করা হবে.......
১) রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী শোক প্রকাশ করবে
২) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করা হবে
৩) নিহতের পরিবারদেরকে কিছু টাকা দেয়া হবে। তবে সবাই পাবে কিনা সন্দেহ আছে
৪) তিন চার সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি গঠন করা হবে
৫) তারপর তদন্ত কমিটি নিজেই একসময় হারিয়ে যাবে
৬) আমরাও সবকিছু ভূলে স্বাভাবিক হয়ে যাবো
-তারপর আবার কোথাও না কোথাও ফ্লাইওভার ধসে পড়বে, বিল্ডিং ধসে পড়বে, গার্মেন্টেসে আগুন লাগবে। কিছু মানুষ মারা যাবে। আমরাও একটা ইস্যু পাবো। উপরে বর্ণিত ধারাগুলোর পুনরাবৃত্তি ঘটবে।
এভাবে চলতেই থাকবে...আর কতদিন ?
গার্মেন্টস মালিকরা কোটি কোটি টাকা প্রধান ২ দলে ডোনেশন দেয় বলে বরাবরই তারা থাকে ধরা ছোয়ার উর্ধে। দেড়শ মানুষ পুড়ে মারা গেলেও তাদের টিকিটি পর্যন্ত ছোয়া যায় না। প্রতিবার এতো ভবন ধ্বসে পড়লেও উদ্ধারের জন্য যন্ত্রপাতি কেনা হয় না। ২০ তলা ভবনে আগুন লাগলে তা নেভানোর ব্যাবস্থা নেই এদেশে। কেন এতো নেই নেই?
এদেশের বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন শুধু সাভারে হরতাল প্রত্যাহার করেন তখন লজ্জা লাগে নিজের কাছে এই আমরাই এদের ক্ষমতায় আনি বার বার। দেশের এতো দুর্যোগপূর্ন মুহুর্তে সারা দেশে হরতাল প্রত্যাহার করে দুর্গোতোদের পাশে থাকবার নুন্যতম শ্রদ্ধাবোধটুকুও এসব নেত্রীদের মাথায় আসে না...
সকাল সকাল এতো এতো মৃত্যু দেখে মোটেও ভাল লাগছে না...অসহ্য...শত খারাপ খবরের মধ্যে একটাই ভাল খবর - গতকাল ফাটল দেখা দেওয়ায় ব্র্যাক ব্যাংক তাদের কর্মীদের আজকে অফিসে আসতে মানা করে দিয়ে দারুন কাজ করেছে। আশা করি সামনে বড় বড় প্রতিষ্ঠানগুলো এই দৃষ্টান্ত মেনে চলবে...
সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করুন। আপনি ছাড়া আমাদের কেউই নেই...কেউ না...
==================================================
এনাম মেডিক্যাল কলেজে প্রচুর রক্তের প্রয়োজন, ইতোমধ্যে রানা প্লাজার ধংস্বস্তুপ থেকে ১২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, মৃতের মিছিলে আরও আহত মানুষের যুক্ত হওয়া ঠেকাতে আপনার রক্তই প্রয়োজন।
ঠিকানাঃ এনাম মেডিক্যাল কলেজ, সাভার থানা স্ট্যান্ড থেকে একটু ভেতরে।
ফোন নাম্বারঃ
তুহিন 01923337010 (জাহাঙ্গীরনগর)
রন্তু 01681212777 (এনাম ম্যাডিক্যাল)
ফোনঃ027743779-82, 01716358146
©somewhere in net ltd.