নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈয়দ জাওয়াদুম মুনীর

আমি একাকী মানসিকতার এক সাধারন মানুষ।

সৈয়দ জাওয়াদুম মুনীর

আমি একাকী মানসিকতার এক সাধারন মানুষ।

সৈয়দ জাওয়াদুম মুনীর › বিস্তারিত পোস্টঃ

ভাঙা নোঙর

২৫ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮

কবিতার পাখা দিয়ে মহাকালে যেতে চাই,
হোকনা তা ভূলভাল, তবু আমি যেতে চাই,
সাথে থাক কাব্যটা আর কিছু ভয়-ডর।
অবহেলায় পড়ে রয় সেই ভাঙা নোঙর।।

হাত নেড়ে ডাকছে ফেলে আসা পিছু টান
থেমে যায় নোঙরের সুর মাখা অর্গান।
কবিতার সাগরে মহাকালই হাঙ্গর,
অবহেলায় বানভাসি সেই ভাঙা নোঙর।।

হয়তোবা নির্দয় প্রাণহীন এ কবিতা,
ভেবে নাও হয়তো তা গোধূলির সবিতা।
আরে বোকা মাল্লা পাল তোর সহচর,
অবহেলায় থাকবেই সেই ভাঙা নোঙর।।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

নাসিম আহমদ লস্কর বলেছেন: বেশ ভালো লাগল৷

২| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২০

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++

৩| ২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৪

মুসাফির নামা বলেছেন: অনেক ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.