নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাজামুস জুলকারনাইন রতন

এস েজ রতন

একজন প্রতিশ্রুতিশীল তরুণ সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, অভিনয়শিল্পী, লেখক, বক্তা, প্রশিক্ষক ও উন্নয়নকর্মী এবং মানব কল্যাণে নিজেকে সমর্পণকারী একটি স্বর্গীয় পৃথিবী উপহারে নিবেদিত আত্মা।

এস েজ রতন › বিস্তারিত পোস্টঃ

আমিই নায়ক : প্রশ্ন যখন মৌল অস্তিত্বের

২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

আমিই নায়ক : প্রশ্ন যখন মৌল অস্তিত্বের

-এস জে রতন



সতত শুদ্ধ তব মগ্ন প্রত্যয় সিদ্ধ,

হাজারো কোটি শান্তিপ্রিয় এতে বড় মুগ্ধ;



যে তুমি র্অথব বুঝবে কি তার অর্থ,

তবু ভাঙতে এ জরা হবে না আত্মা ব্যর্থ;



বিশ্ব যতদিন থাকবে সচল,

বহুরূপে আসবো আমি গাইবো গান, হতে সফল;



আমিই হবো স্বরচিত স্বকণ্ঠি শুদ্ধ সুরের গায়ক,

সব অন্যায়, অবচিার, ক্যু, অবাধ্যতা, হিংসা ভেঙ্গে আমিই হবো মহা-নায়ক।



মানুষ হবে মানুষ তবে উদাহরণ হবে সেরা

সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সে মানতেই হবে ধরা;



এই মানুষই যদি উল্টো পথে হাঁটে

সবকিছুই হবে স্তব্ধ তবে র্সূয যাবে পাটে;



অন্যপ্রাণী বন্যপ্রাণী এখন আর রহস্য নয়

বৈশিষ্ট্যে সবাই স্পষ্ট, শুধু মানুষ রহস্যময়;



অনেক অনেক সময় যদ্যপি চেনা সে মানুষ

আচরণে প্রকাশতি হয় সে হুঁশ না বেহুঁশ;



বড় লজ্জা এ বিবেকের সুস্থ যারা আমরা

শাস্তি হবেই তাদের বড় নির্লজ্জ যারা, পরা গন্ডারের চামড়া;



এই টুকুই কি শেষ ভাবো আর কি নেই সময়?

একদিন হবেই চূড়ান্ত বিজয়, হবে পরম সময় আলোকময়;



ছন্দে ছন্দে ধ্বনিত হবে প্রতিবাদের সুর, সেরা হবে গায়ক

বুঝবে তারা অজ্ঞান, জেগে ঘুমন্ত যারা, একদিন জয় হবেই আমিই হবো মহা-নায়ক!



যদি তুমি অন্যায়ে বুক রাখো চেতিয়ে

তবে মনে রেখো, ন্যায়ে থেকে এ বুক থাকবে মহা উচ্চতায় উঁচিয়ে;



তোমার মধ্যে দহন, নোংরা আর স্খলন থেকে র্ঊদ্ধে ওঠা দুষ্কর

এ অসম্ভব, কঠিন, কি করে সইবে সর্বস্ব ভাঙ্গার ধ্বনি র্মমর!



বিবেকের যন্ত্রণায় বিদ্ধ হবে প্রতি রাত, দিবা, ক্ষণ, হবে তুমি মহাকষ্টের বাহক;

সমাগত বিজয়, সুনিশ্চিত সুখ প্রাপ্তিতে ছিলাম, হলাম, হবো বীর; আমিই হলাম মহা-নায়ক!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬

তানভির আলম অভি বলেছেন: অসাধারণ !! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.