![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন প্রতিশ্রুতিশীল তরুণ সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, অভিনয়শিল্পী, লেখক, বক্তা, প্রশিক্ষক ও উন্নয়নকর্মী এবং মানব কল্যাণে নিজেকে সমর্পণকারী একটি স্বর্গীয় পৃথিবী উপহারে নিবেদিত আত্মা।
মা শব্দটি মুখে আসার আগেই, চোখে ভাসে সব
কি মায়াময় তাঁর মুখটি যে, কত কথা বলে হয়ে সরব,
আদর আর বকুনিটা ঠিক ছিল বড়, বুঝি এখন এ বয়সে
মা গো তোমায় দূরে রেখেছি, নেই তো তুমি পাশে,
সংসার আর মাটির টানে, তুমি যেমন থাকো দূরে
আমরাও মা গো এতটাই নাদান, পারছি না রাখতে বুকে ধরে,
দিন তো যায় বয়েই যায়, বয়স বাড়ে নিয়তির হালে
মায়ের স্পর্শ আবেগ আর ফুরাবে না কোন কালে,
যদি মা গো থাকতো পাখা প্রতি সন্ধ্যায় দেখতাম তোমার মুখ
পবিত্র ঐ কণ্ঠস্বর আর মা বলে ডাকতে, হতাম চাতকের মতো উন্মুখ,
বাইরে গেলেই আনতে কিনে, কত রকমের খাবার
তোমার টুকু থেকে বাঁচিয়ে মা গো, রাখতে আমাদের আহার,
মা দিবসের এমন দিনে, মা তোমায় বড্ড মনে পড়ছে
চোখের কোনে জল টলমল, বুকটা ফাঁকা লাগছে,
ভালবাসি মা গো তোমায়, বলতে পারিনি কোনদিন
কবে তবে বলতে পারবো, বুকটায় করছে চিন চিন।
ধানমন্ডি, ঢাকা।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৭ সকাল ১১:৪৬
নাগরিক কবি বলেছেন: সুন্দর। মা : ভালবাসি।