নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাজামুস জুলকারনাইন রতন

এস েজ রতন

একজন প্রতিশ্রুতিশীল তরুণ সংগীতশিল্পী, সুরকার, গীতিকার, অভিনয়শিল্পী, লেখক, বক্তা, প্রশিক্ষক ও উন্নয়নকর্মী এবং মানব কল্যাণে নিজেকে সমর্পণকারী একটি স্বর্গীয় পৃথিবী উপহারে নিবেদিত আত্মা।

এস েজ রতন › বিস্তারিত পোস্টঃ

পোড়া রক্তে ভাসলো জায়নামাজ

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩১


তেল পোড়া আবছা আঁধার
পুরো দিনের ক্লান্তি শেষে
রহমতের স্নিগ্ধ প্রহর।
তখনো ঘুমাতে যায়নি কোন কীটও,
আম্রপাতায় একটানা ডাকতে থাকা
ঝিঁঝিঁ পোকারা মাত্রই গা মিশিয়েছে
বাকলের আঁড়ে।

হাইয়া আলাস সালাহ্,
হাইয়া আলাল ফালাহ্
প্রাণ আকুলি করা মধুর আহ্বানে
সাড়া দিয়ে অজুর জল টপটপ অবয়বে
আল্লাহতে সেজদায় রুজু মুসল্লি।
হঠাৎ গগনবিদারী কানে তালা দেয়া পুঁ শব্দে
হৃদপিণ্ড যেন জায়নামাজে গলাকাটা
জীবের ন্যায় ছটফট করতে থাকলো।

মুহূর্ত মাত্র, রক্তের স্রোতে মিশে গেলো
মসজিদের পাক মেঝে,
ছিন্ন ভিন্ন পোড়া মাংসের কণা ছড়ালো
এসি'র চূর্ণ হওয়া শীতল প্রবাহের ডালায়,
দেয়ালের টাইলস্, জায়নামাজ, টুপি,
নামাজের ক্যালেন্ডার, তজবি, চশমা, ভাঙ্গা কাঁচে।
শ্বাসনালী পুড়ে যাওয়া বিভৎস মুখগুলো
প্রিয়জনদের কাছে হলো ভয়ঙ্কর দর্শন।

কী বিচারে দৃষ্টান্ত হবে? কী অপরাধে এই খুন?
কার কী দায় আছে, কারো কি হবে ফাঁসি?
তোমরা যারা গেলে চলে পরপারে, যারা হলে পঙ্গু
এ কলম ফিরবে বারংবার, মৃত্যু পেরিয়ে
বার বার ফিরে আসি!!

***

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সাগর শরীফ বলেছেন: দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.