| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal
এই দেশে এক শহর ছিল
শহরে এক রাস্তা ছিল
রাস্তার ধারে এক বাড়ী ছিল
বাড়ীর নাম এলোমেলো 
দো'তলায় এক জানলা ছিল
জানলাতে এক মেয়ে ছিল
সেই মেয়েটি অপরূপা ছিল।
সেই নাম না জানা মেয়ের চোখে
কষ্ট ছিল, হাসিও ছিল
কি জানি তার বলার ছিল
দূর থেকে মনে হয়েছিল
ঠোটদুটো তার কেঁপেছিল
ভাবনা আমার হয়েছিল 
এলোমেলো , এলোমোলো
মন আমার কেড়ে নিয়েছিল।
এই দেশে এক শহর.............
..........................অপরূপা ছিল।
এক বিকেলে সেই মেয়েটি
ইশারাতে বুঝিয়ে দিল
ভাগ্যই তার জন্মক্ষণে
মুখের কথা কেড়ে নিল
বুঝিয়ে সে চলে গেল
ভোরে দেখি শূণ্য বাড়ি 
এলোমেলো, এলোমেলো
স্মৃতিগুলো তার কাঁদিয়ে গেল।
এই দেশে এক শহর ছিল
শহরে এক রাস্তা ছিল
রাস্তার ধারে এক বাড়ী ছিল
বাড়ীর নাম এলোমেলো 
দো'তলায় এক জানলা ছিল
জানলাতে এক মেয়ে ছিল
স্মৃতিগুলো তার কাঁদিয়ে গেল।
শোন ও ডাউনলোড লিংক    Click This Link
 
১০ ই সেপ্টেম্বর, ২০০৯  রাত ১১:০০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ ভাইয়া। 
যাক অবশেষে আপনাকে খুজে পেলাম।
২| 
১০ ই সেপ্টেম্বর, ২০০৯  রাত ১০:৫৬
কালো যাদুকর বলেছেন: আমার এখোনো পছন্দের গান এটি। ধন্যবাদ।
 
১১ ই সেপ্টেম্বর, ২০০৯  বিকাল ৫:১৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমার ও... ধন্যবাদ।
৩| 
১০ ই সেপ্টেম্বর, ২০০৯  রাত ১১:১৫
রথে চেপে এলাম বলেছেন: এই দেশে এক শহর ছিল
শহরে এক রাস্তা ছিল
রাস্তার ধারে এক বাড়ী ছিল
গানটা খুব পছন্দের ছিল ![]()
 
১০ ই সেপ্টেম্বর, ২০০৯  রাত ১১:১৮
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ আমারও প্রিয়, তাই সবার সাথে শেয়ার করলাম।
৪| 
১০ ই সেপ্টেম্বর, ২০০৯  রাত ১১:৩৯
বাকেরভাই বলেছেন: ওনেক দিন পর গানটান কথা মনে পরলো !!! প্রিয়তে রাখলাম !!!
 
১১ ই সেপ্টেম্বর, ২০০৯  দুপুর ১:২৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: Thanks... Baker Vi.
৫| 
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯  সকাল ১০:১১
পিংকী বলেছেন:  গান টা আমার ভাইয়ার বহুত পছন্দ।
গান টা দারুন।
 
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯  রাত ১২:৪৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাল লাগার জন্য আপনাকে ধন্যবাদ।
 
১৪ ই সেপ্টেম্বর, ২০০৯  ভোর ৫:০১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: বন্ধু আমি কিন্তু আপনার পোষ্টে আমার মন্তব্যের জবাব পাইনি।
৬| 
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯  দুপুর ১২:১২
তমালতরু বলেছেন: বহুত পছন্দের গান, ধন্যবাদ
 
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯  রাত ৩:৩৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ।
৭| 
২৫ শে এপ্রিল, ২০১০  রাত ১১:০৫
সামিউর বলেছেন: সরি ভাইয়া । তোমার এই পোস্টটা দেখিনাই। দেখলে শেয়ার করতাম না।  
  
ভাল থেকো সব সময়। 
 
২৫ শে এপ্রিল, ২০১০  রাত ১১:২৬
এস.কে.ফয়সাল আলম বলেছেন: আরে এতে সরি হবার কিছু নাই.. আমি জাস্ট বললাম আর কি।
তোমার জন্য শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০০৯  রাত ১০:৩০
নিলআকাশেরদুঃখ বলেছেন: খুব পছন্দ ছিল একসময়।