নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal
কর্মব্যস্ততা ও নানাবিধ কারণে ব্লগে এখন আর আগের মত পোষ্ট দেয়া হয় না। তবে লগিন থাকি প্রায় সময়ই। এই ব্লগকে ভাল লাগার পেছনে কিছু ব্লগার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আমার মনে। তাদের মধ্যে আজ অন্যতম তিন ব্লগার অপ্সরাপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ার আজ জন্মদিন।
প্রতিবছর এ দিনটাতে তাদের ব্লগের মাধ্যমে শুভেচ্ছা জানাতে না পারলে আমার কাছে দিনটি অসম্পূর্ণ মনে হয়। শুধু ফেসবুকে তার টাইমলাইনে একটা জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েই মন ভরে না
১) অপ্সরাপু , (শায়মা)
জানেন সামু ব্লগে একজনই পরী আছেন শুরু থেকে এখন পর্যন্ত ! হ্যা তিনি আমাদের সবার প্রিয় অপ্সরা আপু, অবশ্য তাহার শায়মা নামেও একখানা শাখা রহিয়াছে আপুর ব্লগে ঢুকলেই দেখবেন তিনি কি পরিশ্রম করে পোষ্টগুলি লিখেন। তার নানাবিধ বিষয়ে বিশদ পোষ্টগুলি নানারকম বিনোদন এবং তথ্যে ভরপুর। সিংহ রাশির জাতিকা অপ্সরা আপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল জন্মদিনের ফুলেল শুভেচ্ছা।
২) নাফিস ইফতেখার
যারা একটু পুরনো ব্লগার তারা বস্ কে এক নামেই চিনবেন আশা রাখি। হ্যা সামুর সেরা টেকি পোষ্টদাতা শুধু টেক নিয়েই পড়ে থাকেন নি, তিনি প্রেম ভালবাসা বিষয়ক খুটিনাটি নানা ব্যাপারে উপকারী পোষ্টসহ নানাবিধ রসাত্বক পোষ্ট ব্লগবাসীকে উপহার দিয়েছেন। বর্তমানে তার কর্মজীবনের ব্যস্ততা এতটাই বেড়ে গেছে যে তিনি আর আগের মত ব্লগে সময় দিতে পারেন না। তবে তিনি নিয়মিত না থাকলে কি হবে, তার দেয়া পোষ্টসমূহ পড়ে এখনও অনেকেই উপকৃত হচ্ছেন। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
৩) একরামুল হক শামীম
সামু ব্লগে ০৮ বছরের বেশি সময় ধরে ব্লগিং করে চলছেন আমাদের প্রিয় শামীম ভাইয়া। তিনি অনেক গুনে সদা উজ্জল। তার লেখা বিভিন্ন ফিচার প্রায়ই পত্রিকার পাতায় দেখতে পাবেন। যদিও ব্লগে তার উপস্থিতি এখন আর আগের মত চোখে পড়ে না। আশা রাখি ভাইয়াকে আবার নিয়মিত ব্লগে পাব। সমাজ সচেতন এই ভাইয়া সর্বদাই তার ক্লিন ইমেজ বজার রেখেছেন। আমরা শামীম ভাইয়ার আরো সমৃদ্ধি কামনা করছি।
ব্লগের এই ত্রিরত্নের জন্মদিনে
শুভেচ্ছার নতুন ফুলঝুড়ি।
শুভ জন্মদিন
২| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪২
শরৎ চৌধুরী বলেছেন: শুভ জন্মদিন।
৩| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫২
প্যারাডাইস বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা ত্রিরত্নকে। সেইসাথে আপনাকেও অনেক অনেক
শুভেচ্ছা।
৪| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০২
পরিবেশ বন্ধু বলেছেন:
শুভ জন্মদিন ।।
৫| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুভ জন্মদিন!
৬| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১১
আমিনুর রহমান বলেছেন:
এই পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ। মনে করে প্রতিবছর প্রিয় ব্লগারদের জন্য এই পোষ্ট দেয়া সত্যি দারুণ একটা ব্যাপার।
তিন কিংবন্তি ব্লগারের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন তারা।
আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
৭| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৩
আমিনুর রহমান বলেছেন: >> কিংবদন্তী
৮| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ জন্মদিন।
৯| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩
বৃতি বলেছেন: জন্মদিনের অনেক শুভেচ্ছা ব্লগের ত্রিরত্নের জন্য
১০| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: শুভজন্মদিন ।
১১| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৯
ইমিনা বলেছেন: জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
১২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১২
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন ।
১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ব্লগাদের ...
১৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১২
সিস্টেম অ্যাডমিন বলেছেন: শুভ জন্মদিন ।
১৫| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:২৯
সায়েম মুন বলেছেন: ব্লগ ত্রিরত্নকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা।
১৬| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৬
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: শুভ জন্মদিন।
১৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৫
পার্থ তালুকদার বলেছেন: শুভ জন্মদিন।
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭
শায়মা বলেছেন: ভাইয়া !!!!
কেমন আছো???
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৮
শায়মা বলেছেন: ভাইয়া তুমি ছাড়া কি আমাদের জন্মদিন হয় বলো???
তোমার পোস্ট আমাদের জন্মদিনের কেক!!! যতক্ষন আসবেনা ততক্ষন কোনো জন্মদিন নাই।
অনেক অনেক ভালোবাসা তোমার জন্য প্রিয় ভাইয়ামনি!!!!
অনেক ভালো থেকো!