নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal
শুনুন তাহলে বিষ+বিষ এর ভয়াবহ কাহিনী যা আমদের খাওয়ানো হচ্ছে। নিষিদ্ধ ঘন চিনি (সোডিয়াম সাইক্লামেট) হাজার হাজার টন আমদানি হয়ে দেশে ঢুকছে কিভাবে? অনেক দিনের চেষ্টায় ক্লু পেয়ে গেলাম বণিক বার্তা পত্রিকার এক সংবাদে। সাইট্রিক এসিড নামে আমদানি হচ্ছে এই বিষ। দেয়া হচ্ছে, মিষ্টি, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কন্ডেন্সড মিল্ক প্রভৃতি মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্যে।
চিনির চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এই ঘন চিনি পৃথিবীর অনেক দেশেই নিষিদ্ধ। ক্যান্সার, কিডনি বিকল, হজম শক্তি হ্রাস সহ নানাবিধ জটিল রোগের সৃষ্টি করতে পারে এই চিনি। সাইট্রিক এসিড এর মত দেখতে হুবহু এক রকম বলে অসাধু ব্যবসায়ীরা অতি সহজেই সাইট্রিক এসিড নামে ও কোডে ঘন চিনি আমদানি করছে।
ঢাকার মিটফোর্ড থেকে বের করলাম আরও এক নামে ঘন চিনি আমদানি হচ্ছে। সোডিয়াম সাইট্রেট দেখতেও ঘন চিনির মত দেখতে। সাইট্রিক এসিড এবং সোডিয়াম সাইট্রেট নামে আসছে নিষিদ্ধ বিষ ঘন চিনি।
বণিক বার্তার সাংবাদিক ভাই খবর দিলেন মিটফোর্ডে দুই রকম ঘন চিনি বিক্রি হয়। একটা পিউর অন্যটা ভেজাল মিশ্রিত। পিউর ঘন চিনি কেজি ২২০ টাকা হলে ভেজাল ঘন চিনি ১৪০ টাকা কেজি।
মাথাটা ঘুরে গেল!! বিষের সাথে বিষ! সেখানে সংবাদ নিলাম কম দাম বিধায় এই ভেজাল ঘন চিনির বিক্রি সর্বাধিক। সবাই গাড়ি ভর্তি করে এই ভেজাল ঘন চিনি নিয়ে যায় বিভিন্ন খাদ্যদ্রব্যে দেয়ার জন্য।
ভেজাল মিশাতে হলে তো ঘন চিনির মতই অন্য কোন একটি দ্রব্য মেশাতে হবে, যার দাম হবে খুব কম এবং মিষ্টি অথবা টেস্টলেস হতে হবে। কি হতে পারে তা??
দুই দিন ঘুমাতে পারিনি। সমানে পারমুটেশন কম্বিনেশন করতে লাগলাম। কি সেই আইটেম? কেউ বলে না। গুগলে ঘন চিনির ছবি বের করে তার সাথে মিল রেখে খুঁজতে লাগলাম আইটেম।
হটাত মাথার মধ্যে বিদ্যুৎ চমকে উঠল। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কি করে সম্ভব!! আমার এক ভাই সার (ফার্টিলাইজার) বিক্রি করে। তাকে বললাম, “চিনির মত দানাদার সার কি আছে রে?” ইউরিয়া? না ইউরিয়া গোলাকার এবং খুব খারাপ স্বাদ। আর কি আছে? আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট সার? ভাই আমার লাফ দিয়ে উঠল!! হ্যাঁ ভাই, ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে চিনির মত দানাদার, দাম কম ১৫/২০ টাকা কেজি এবং স্বাদহীন।
এবার আমি লাফ দিয়ে উঠে গুগলে ছবি দেখলাম। ঘন চিনি এবং ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে একই রকম। বিশ্বাস হচ্ছিল না, যে আমাদের সার খাওয়াচ্ছে আর একটি বিষের সাথে।
সেই সাংবাদিক ভাইয়ের দ্বারা মিটফোর্ড থেকে ভেজাল এক কেজি সার কিনে আমি সরকারীভাবে চিঠি দিয়ে ১০০ গ্রাম নমুনা পরীক্ষার জন্য পাঠালাম সরকারী ল্যাব (সারের জন্য) খামার বাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটে। ঘুম হারাম হয়ে গেল আমার টেনশনে। রিপোর্ট পেলাম সেই ঘন চিনির নমুনায় ম্যাগনেসিয়াম সালফেট সার পাওয়া গেছে।
যা সন্দেহ করেছি তাই। সেই সার মিশ্রিত ঘন চিনির প্যাকেট বা নমুনা না দেখেই এত হাজার লাখ আইটেমের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট সার কিভাবে নির্বাচিত করলাম, তা সত্যিই হবাক হবার বিষয়!! মহান আল্লাহ্পাক হয়ত সাহায্য করেছেন আমায়।
কয়েকজন বিজ্ঞানী রসায়নবীদকে জিজ্ঞাস করলাম, সার খেলে কি হয়? তাঁরা হতবাক হয়ে গেলেন। কেন সার খাবেন কেন? আমি বললাম, যদি খাই। ম্যাগনেসিয়াম সালফেট সার সাথে ঘন চিনি!! হেসে তাঁরা উত্তর দিলেন, "ভাই আপনার শখ লাগলে আপনি খান। তবে দুনিয়ার কোন অসুখ থেকে বাদ যাবেন না এবং প্রথম শেষ হবে বাচ্চারা"।
নানা ধরণের মিষ্টি জাতীয় খাদ্যে দীর্ঘদিন ধরে এক বিষ ঘন চিনির সাথে আর এক বিষ রাসায়নিক সার ম্যাগনেসিয়াম সালফেট খেয়ে আমাদের পরিণতি কি হচ্ছে??
পৃথিবীর কোথাও আছে মানুষকে সার খাওয়ানোর উদাহরণ?? কোথায় আছি আমরা? কোথায় আমাদের গন্তব্য? কে আমাদের বাঁচাবে, বাঁচাবে আমাদের সন্তানদের??
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের সব। আমাদের বাঁচান আপনি।
তথ্যসূত্র: Mahbub Kabir Milon স্যার এর ফেসবুক থেকে।
২| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
"দুই দিন ঘুমাতে পারিনি। সমানে পারমুটেশন কম্বিনেশন করতে লাগলাম। কি সেই আইটেম? কেউ বলে না। গুগলে ঘন চিনির ছবি বের করে তার সাথে মিল রেখে খুঁজতে লাগলাম আইটেম। "
-দরকারী কথা লিখেছেন।
২ দিন ঘুম ও পারমুটেশন কম্বিনেশন ইত্যাদি একটু বেশী হয়ে গেছে, একটু বরক্তিকর।
৩| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মাই গুড নেস!! কি ভয়াবহ ব্যাপার!!! এই ব্যাপারে আমি সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষন করছি।
৪| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
জামাল হোসেন (সেলিম) বলেছেন: অত্যন্ত জঘন্য একটা ব্যাপার! আমাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি আমাদের আর কত নীচে নামাবে? নীতি হীনতার চূড়ান্ত পর্যায়ে কি আমরা এখনো পৌঁছিনি? আরো নীচে নামতে হবে? শুধু লাভের জন্যে??
সকলের দৃষ্টি আকর্ষণের জন্য পোষ্টটি স্টিকি করার আবেদন জানাচ্ছি।
৫| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯
চাঁদগাজী বলেছেন:
জাতি নিজকে পংগু বানাচ্ছে!
এদের সব সম্পত্তি কেড়ে নেয়ার দরকার।
৬| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: কোথায় আছি আমরা? কোথায় আমাদের গন্তব্য? কে আমাদের বাঁচাবে, বাঁচাবে আমাদের সন্তানদের??
দৃষ্টি আকর্ষনী করা হোক।
৭| ১৫ ই জুন, ২০১৫ রাত ১২:২৩
মোহাম্মদ জামিল বলেছেন: ভাই দেশের দায়িত্বশীল রাজা, মন্ত্রী, লন্ডন এ সংবর্ধনা নিতে ব্যস্ত..আপনার এই সব দেখার টাইম ওনাদের নাই...নিজের সাবধনাতা নিজে নেন.... চিনি খাওয়া থেকে বিরত থাকেন....এই সরকার এর আমলে নিজের ফ্যামেলী নিয়ে ভাবেন...নিজের ফ্যামেলী এ সব থেকে সাবধানে রাখেন... সরকার থেকে কিছু আসা করা আর সমুদ্রের পানিতে সাতার কাটা একি কথা.. ধন্যবাদ
৮| ১৫ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:২২
মোঃমোজাম হক বলেছেন: ভয়াবহ অবস্থা
জনস্বার্থে পোষ্টটি ষ্টিকি করা হোক
৯| ১৫ ই জুন, ২০১৫ রাত ১১:১৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হল আমাদের অধিকাংশ ব্যবসায়ী খুব বেশী টেকনিক্যালি এডুকেটেড না। আমি পুরাতন ঢাকায় থাকি বিধায় জানি, অনেকে এই বিষ আর সারের কথা বিশ্বাস করতে চাইবে না। কিন্তু এগুলো যে কতটা ক্ষতিকর তা ভোক্তা শ্রেণী থেকে শুরু করে বিক্রয়কারী সবাইকে সচেতন করতে হবে, সাথে আইনের কঠোর প্রয়োগ থাকতে হবে। নইলে ফরমালিন, ঘনচিনি সহ নানান ক্ষতিকর উপাদানে দিন দিন সয়লাব হয়ে যাবে আমাদের খাদ্যাবলী।
জনগুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য ধন্যবাদ। তবে একটা বিষয়ে কনফিউশন তৈরি হয়েছে, পুরো লেখাটা কি Mahbub Kabir Milon স্যার এর, উনি কি এই ইনভেস্টিগেশন করিয়েছেন, নাকি আপনি করেছেন? তথ্যসুত্র আর শেয়ার কিন্তু ভিন্ন জিনিষ।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
১০| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২২
শায়মা বলেছেন: হায় হায় কি সাংঘাতিক!!!!!!!!!!
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুঃখজনক ও ভীতিকর !
১২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭
কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সুন্দর লিখেছেন
১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৪
খন্দকার সানাউল ইসলাম তিতাস বলেছেন: সতর্ক করে দেওয়ার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
মোশারফ তানভীর বলেছেন: তাইতো বলি, চিনির দাম হঠাৎ এত কমল কেন !!! :