নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal
১৭ই আগষ্ট, এই তারিখটি সামু পরিবারের সদস্য হিসাবে আমার কাছে বিশেষ একটি দিন ! জানেন কেন এই দিনটি বিশেষ ?
তা হল আমাদের এই সামু পরিবারকে রাঙাতে ধরনীতে আগমন ঘটেছিল এই ব্লগের ত্রিরত্নের।
যারা এই ব্লগে নতুন ব্লগার, তারা হয়ত সেই সুসময় গুলি মিস করেছেন, আসুন ত্রিরত্নের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই।
তাহারা হচ্ছেন :
১) অপ্সরাপু, (শায়মা)
২) নাফিস ইফতেখার
এবং
৩) শামীম ভাইয়া
আপনারা উক্ত ব্লগবাড়িতে ঢু মারিলে-ই বুঝিতে পারিবেন যে তাহারা কি কারণে ব্লগের ত্রিরত্ন। এর মধ্যে বস নাফিস ইফতেখার আর শামীম ভাইয়া ধরতে গেলে এখন আর ব্লগে বসার সময়ই পান না। তবে অপ্সরা আপু সময় করে এখনো লিখে যাচ্ছেন।
আজ সকাল থেকে অফিসে অনেক বেশি কাজের চাপ, তারপরও মনের মধ্যে আকুপাকু করছিল তাদের নিয়ে পোষ্ট দেবার জন্য। এক সময় সারাদিন পড়ে থাকতাম এই ব্লগে আর এখন কাজের চাপে শুধুমাত্র লগিন-ই থাকি পোষ্ট আর দেয়া হয়ে ওঠে না। তবে ফেলে আসা ব্লগের সোনালী দিনগুলি খুবই মিস করি।
....
আয় মেঘ আয় ছেলেবেলা - আয় কাঠ পেনসিল
আয় রোদ আয় বন্ধুরা - দেখি উড়ে যায় চিল
আয় ফিরে আয়
আয় ফিরে আয়
আয় ফিরে আয় সবই।
.............
ইচ্ছে ছিল আরো অনেককিছু লিখবো. .. কিন্তু ব্যস্ততা আমায় আজ দিচ্ছে না অবসর
সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
ভাল থাকুন এই কামনায়।
২| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩১
শ।মসীর বলেছেন: সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
পুরানো দিন গুলো মনে পরে গেল..
৩| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪২
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন ।
৪| ১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
শায়মা বলেছেন: ফয়সালভাইয়া,
অনেক অনেক অনেক ভালোবাসা। নাফিসভাইয়া, একরামুল শামীমভাইয়ারা মনে হয় এই পোস্ট আর দেখবেনা কারণ তাদেরকে আর এইখানে দেখাই যায়না। তবুও নাফিসভাইয়া, শামীমভাইয়া, মোজামভাইয়াসহ আরও যাদের যাদের আজ জন্মদিন সবার জন্য শুভকামনা আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। জানিনা আরও কতদিন এইভাবে আমাদের জন্মদিনকে ব্লগলাইফ আর অনলাইনের আমাদের চির স্মরণীয় স্মৃতি করে রাখবে তুমি। লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!
৫| ১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
শায়মা বলেছেন: শাহরিয়ারভাইয়া, শামসীরভাইয়া আর হামা বেবিভাইয়া অনেক অনেক থ্যাংকস!
৬| ১৭ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
সুমন কর বলেছেন: ত্রিরত্নকে জন্মদিনের শুভেচ্ছা...
৭| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩
শাহাদাত হোসেন বলেছেন: শুভ জন্মদিন ।আশা করি আমাদের মতো নতুনদের জন্য পুরনো দিনের মতো লিখে যাবেন ।
৮| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬
শতদ্রু একটি নদী... বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা তিনজনকেই।
৯| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৫০
আমিনুর রহমান বলেছেন:
আপনার পোষ্টের জন্যই কাউকে আলাদা করে জন্মদিনের শুভেচ্ছা জানাইনি। আপনি পোষ্ট দিবেন জানতাম।
এই তিন ব্লগারই বাংলা ব্লগকে অনেক কিছু দিয়েছে। ব্লগাররা তাদের প্রতি কৃতজ্ঞ।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ত্রিরত্নকে।
১০| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০১
বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই দারুন একটা বিষয় মিস হয়ে যাচ্ছিল! লেখকে ধণ্যবাদ শুভকমানা প্রকাশের সুযোগ করে দেয়ায়!!!
ত্রি রত্নের সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
ভাল থাকুন আর একটু করে হলেও ফিরে আসুন... এই কামনা!
১১| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৩
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন
১২| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৫
তারছেড়া লিমন বলেছেন: শুভ জন্মদিন কেক কতি.............
১৩| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৬
মোঃমোজাম হক বলেছেন: অপ্সরা ওরফে শায়মাকে জন্মদিনের শুভেচ্ছা,অন্যদের বাতাসের ঠিকানায়
১৪| ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬
মহান অতন্দ্র বলেছেন: ত্রিরত্নকে শুভ জন্মদিন ।
১৫| ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৬:২৪
রাবার বলেছেন: ৩জনকেই জন্মদিনে শুভেচ্ছা জানাই
১৬| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০৫
ভিটামিন সি বলেছেন: তাই নাকি!!! জন্মদিনের শুভেচ্ছা সব্বাইকে। গতকালের বাসি কেক-টেক আছে নাকি সবই পাবলিকে খায়ালাইছে?
১৭| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১২
কামরুন নাহার বীথি বলেছেন: ত্ররত্নের জন্মদিনে ত্রিমুখী শুভেচ্ছা!!!
১৮| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২৮
লেখোয়াড়. বলেছেন:
দ্যাহেন দিন ভাই কল্লেন কি!!
তিন জনকেই শুভেচ্ছা।
আর আপনাকে ধন্যবাদ।
১৯| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৪
আহমেদ জী এস বলেছেন: এস.কে.ফয়সাল আলম ,
দেরীতে চোখে পড়লেও আজ প্রথমেই এক "রত্না" ও দুই "রত্ন"কে ( ত্রিরত্ন) জন্মদিনের শুভেচ্ছা ।
আর যারা রয়ে গেলেন আড়ালে তাদেরকেও শুভেচ্ছা জন্মদিনের ।
আর ফয়সাল আপনাকে ধন্যবাদ দিনটির কথা আমাদেরকে মনে করিয়ে দেয়ার জন্যে ।
২০| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৮
মেহবুবা বলেছেন: অনেক ধন্যবাদ। খুব করে সেইসব জমজমাট ব্লগের কথা মনে হয়। নিজেও তেমন সময় দিতে পারি না;তবু সবার কথা মনে থাকে; সত্যি বলতে তারা মনে জায়গা করে নিয়েছে। শুভেচ্ছা এই তিনজনকে এবং অন্য সবাইকে।
২১| ১৮ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৪৯
জুন বলেছেন: প্রতি বছর এই সুন্দর দিনটি স্মরণ করিয়ে দিতে ভুলেন না আপনি । তাই সেই ত্রিরত্নের সাথে আপনাকেও জানাই শুভ কামনা ।
২২| ১৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা ত্রিরত্নকে।
২৩| ১৮ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪২
টয়ম্যান বলেছেন: শুভজন্মদিন ত্রিরত্ন
২৪| ১৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামু ব্লগের সবার প্রিয় ত্রিরত্ন
১। অপ্সরা (শায়মা আপু),
২) নাফিস ইফতেখার এবং
৩) শামীম ভাইয়ের জন্মদিনে
আমার প্রাণঢালা শুভেচ্ছা।
সামু ব্লগের সবার প্রিয় ত্রিরত্ন
১। অপ্সরা (শায়মা আপু),
২) নাফিস ইফতেখার এবং
৩) শামীম ভাইয়ের জন্মদিনে
আমার প্রাণঢালা শুভেচ্ছা।
২৫| ২১ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৬
শায়মা বলেছেন: সবাইকে অনেক অনেক থ্যাংকস আর সাথে ফয়সালভাইয়াকেও!!!!!!!!
২৬| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:১৭
রাফা বলেছেন: সবাইকে জন্মদিনের অনেক-অনেক শুভেচ্ছা। ৩ জনই অসাধারণ ব্লগার,সামু তাদের ধন্যবাদ জানাতেই পারে তাদের অবদানের জন্য।
লেখককেও ধন্যবাদ।
২৭| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০
আহসানের ব্লগ বলেছেন: জন্মদিন কি আছে এখনো । ?
২৮| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৬
অপর্ণা মম্ময় বলেছেন: অনেক দেরীতে দেখলাম ত্রিরত্নদের !!!!!
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: শুভ জন্মদিন ।