নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

!:#P !:#P আজ যে আমাদের ব্লগের ত্রিরত্নের জন্মদিন !:#P !:#P

১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৩


পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়।
ও সেই চোখে দেখা, প্রাণের কথা,
সে কি ভোলা যায়।

.........................
আসলেই পুরনো দিনগুলি ভোলা যায় যায়, তেমনিভাবে আমিও ভুলতে পারিনি আমাদের এই প্রিয় ব্লগের ত্রিরত্নের জন্মদিন। একটা সময় ছিল যখন এই ব্লগকে একঝাক ব্লাগার অতি আপন করে নিয়েছিল। সারাক্ষণ নানা রকম পোষ্ট দিয়ে তারা মাতিয়ে রাখত পুরো ব্লগবাসীদের। আজ সময়ের ফেরে ও নানাবিধ যৌক্তিক কারণে আমারদের সামু হারিয়েছে সেই সব রত্নসম ব্লগারদের।
যাই হোক বছর ঘুরো আবারো এলো সামুর ত্রিরত্ন ব্লগারদের জন্মদিন।
আসুন ব্লগে যারা নতুন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি সেই ত্রিরত্ন ব্লগারদের সাথে।

১) অপ্সরাপু / (শায়মা)

২) নাফিস ইফতেখার

এবং
৩) শামীম ভাইয়া

তাদের উপহার দেয়া পোষ্টগুলোর মধ্যে প্রিয় ৫টি পোষ্ট দেখতে পারেন এখান থেকে।

১) অপ্সরাপু / শায়মা
আমাদের পরী আপু, আমি অবশ্য এ্যাঞ্জেলিকা আপু বলে ডাকি :) তিনি কি পরিমাণ কষ্ট করে পোষ্টগুলো করেন তা তার ব্লগবাড়িতে খানিকক্ষণ বেড়িয়ে আসলেই বুঝবেন। শুরুতে অপ্সরা নিক থেকে নিয়মিত পোষ্ট করলেও এরপর একসময় শায়মা নামেও ব্লগিং করে চলছেন। তার নানাবিধ বিষয়ে বিশদ পোষ্টগুলি নানারকম বিনোদন এবং তথ্যে ভরপুর। একসাথে জব, বাসা-বাড়ি ও ব্লগিং কিভাবে সমান গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তা সত্যিই এক বিস্ময়! অপ্সরা আপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল জন্মদিনের রঙিন শুভেচ্ছা।

২) নাফিস ইফতেখার
সামুতে একজন ব্লগারকেই বস ব্লগার বলা হয়ে থাকে। যারা পুরনো তারা তো এক নামেই বসকে চিনেন, তবে যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। মূলত টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। আগে কর্মজীবনের ব্যস্ততা থাকলেও তিনি মাঝে মাঝে ব্লগে আসতেন কিন্তু সদ্য বিয়ে করার পর মনে হয় তার এই ব্লগবাড়িকে তিনি ভুলে গেছেন! তবে বস কে তো আমরা ভুলতে পারি না। তার দেয়া পোষ্টসমূহ পড়ে এখনও অনেকেই উপকৃত হচ্ছেন। আমরা তার জন্মদিনের সাথে সাথে তার সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানাই।

৩) একরামুল হক শামীম
এক সময়ের নিয়মিত ব্লগার আমাদের শামীম ভাইয়া। তার লেখা বিভিন্ন ফিচার প্রায়ই পত্রিকার পাতায় দেখতে পাবেন। যদিও ব্লগে তার উপস্থিতি এখন আর আগের মত চোখে পড়ে না। এখন সহকারী জজ হিসাবে কর্মব্যস্ত দিন পার করছেন। আশা রাখি ভাইয়া আবার নিয়মিত না হোক মাঝে মাঝে ব্লগে একটু ঢু মারবেন :) সমাজ সচেতনতা, রাজাকারদের বিরুদ্ধে ভাইয়ার বিভিন্ন লেখা সর্বদাই প্রসংশিত হয়েছে। আমরা শামীম ভাইয়ার আরো সমৃদ্ধি কামনা করছি। শুভ জন্মদিন।
...............................................

জানি হয়ত অনেক সময় ইচ্ছে থাকা সত্তেও ফিরে আসা যায় না। তবুও ইচ্ছে হয় আবার সবাইকে যদি একসাথে ব্লগে পেতাম।
পরিশেষে সবাই অনেক ভাল থাকুক সেই কামনা করি।
ভাল থাকুক স্মৃতিগুচ্ছ।

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

শায়মা বলেছেন: ইয়ে!!!!!!!!!

ভাইয়া!!!!!!!!!!!!!

লাভ ইউ লাভ ইউ লাভ ইউ!!!!!!!!!:)


আমি অবশ্য ভাবছিলাম কি ব্যাপার!!!!!!!!!!! ফয়সালভাইয়া কি ভুলেই গেলো যে তার উইশ ছাড়া আমার জন্মদিন হবে না। :(

কি করবো বলো এমনি তো হয়ে গেছে!!!!!!

আদ্দিকালের বদ্দিবুড়ি হয়ে যাওয়া পর্যন্তও মনে থাকবে এই কথা!!!!!!!


অনেক অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!


নাফিস ইফতেখার ভাইয়া আর শামীমুল যে যেখানে থাকুক ভালো থাকুক অনেক ভালোবাসা তাদের আর তোমার জন্য ভাইয়ামনি!!!!!!!!!! :)

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় এ্যাঞ্জেলিকা আপু।
আসলে ঐদিন আমি সত্যিই খুবই ব্যস্ত ছিলাম, সকালে পোষ্ট লিখে মাঝে মাঝে অফিসের কাজে বাহিরে যেতে হয়েছে কয়েকার।
শেষবেলাতে এসে পোষ্ট শেষ করে পাবলিশ করতে পেরেছি :)

ভাল থেকো আপু, সব সময়।

২| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



৩ জনের জন্য রলো জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
ব্লগারেরা ক্রমেই একটি নতুন জেনারেশনে পরিণত হয়েছে, সবাই সবাইকে কাছের মানুষ হিসেবে নিচ্ছে।

২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:২৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে দেয়া হল।

হ্যা ঠিক বলেছেন নতুন একটা জেনারেশন গড়ে উঠছে, তবে কেন মনে হয় জেনারেশন গ্যাপটা বেশি !
আমাদের সময়ের মত ফ্লেভার পাই না :)

৩| ১৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৮

স্পর্শহীন কিছুদিন বলেছেন: শুভ জন্মদিন ত্রিরত্ন।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ পৌছে দেয়া হল।

৪| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

অশ্রুকারিগর বলেছেন: তিনজনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

আর ব্লগার এস.কে.ফয়সাল আলম আপনাকেও ভালোলাগা উনাদের জন্মদিন স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ত্রিরত্নের শুভেচ্ছা পৌছে দেয়া হল।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

৫| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

দ্যা ফয়েজ ভাই বলেছেন: খানাপিনা ছাড়া জন্মদিনের উইশ করতে ভালো লাগে না। /:) /:)

হ্যাপী বার্থ ডে।।।ত্রিরত্ন।
শায়মা আপু ছাড়া আর বাকি দুইজনের ব্লগ এখনো দেখি নাই। :(
শায়মাপু,জন্মদিনের খাওয়া পার্সেল করেন। নাহলে X(
পোষ্টদাতাকে ধন্যবাদ।

২২ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আপুর ব্লগে গেলেই দেখবেন খানাপিনার কত্ত ছবি ;)

ধন্যবাদ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

ফারহানা তাবাসসুম বলেছেন: শুভ জন্মদিন। :-)

৭| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

আবু শাকিল বলেছেন: ত্রিরত্নের সাথে ব্লগে আপনাকেও খুব মিছড করি ।
২০১২/১৩ সাল প্রায় নিয়মিত আপনাদের দেখেছি ।
শায়মাপু,হাসান ভাই ছাড়া আর কাউকে নিয়মিত হতে দেখলাম না।
চেয়ারম্যান সাব কেও মিছড করি ।

৮| ১৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

সুমন কর বলেছেন: শুভেচ্ছা এবং শুভকামনা রইলো।

৯| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৩

খোলা মনের কথা বলেছেন: অপ্সরাপু / শায়মা আপু, নাফিস ইফতেখার ও একরামুল হক শামীম ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা রইল।

যদিও আমার খুব আপন একজনের আজ জন্মদিন তাই দিনটি আমার কাছে খুব প্রিয়। তয় তার কথা কওন যাইতো না :P :P :P

১০| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৪

কামরুন নাহার বীথি বলেছেন: শুভ জন্মদিন শায়মাপু--------------

১১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:০৬

কামরুন নাহার বীথি বলেছেন: শুভ জন্মদিন নাফিস ইফতেখার ভাই!!!

১২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১১

তুষার আহাসান বলেছেন: শুভ জন্মদিন ত্রিরত্ন,
সবাই ভাল থাকুন।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

কামরুন নাহার বীথি বলেছেন: শুভ জন্মদিন একরামুল হক শামীম ভাই!!

১৪| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: ফয়সাল হাসান,





ত্রিরত্নের জন্যে রইলো শুভেচ্ছা ।
এরকম আরো রত্নের অপেক্ষায় .....


১৫| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৮

সিগনেচার নসিব বলেছেন: অভিনন্দন !
ত্রিরত্নের জন্যে রইলো শুভেচ্ছা ।

১৬| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪২

গেম চেঞ্জার বলেছেন: ত্রিরত্নের জন্য শুভেচ্ছা!! তবে কাজী ফাতেমা ছবিপুরও জন্মদিন আজ!!ত্রিরত্নের জন্য শুভেচ্ছা!! তবে শায়মাপু এবং কাজী ফাতেমা ছবিপুরও জন্মদিন আজ!!



১৭| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: ত্রিরত্ন এর সাথে কাজী ফাতেমা ছবির শুভ জন্ম দিনে র্‌ইল শুভেচ্ছা

১৮| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৪২

সচেতনহ্যাপী বলেছেন: সবাইকে জন্মদিনের শুভেচ্ছা।।

১৯| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: সকলের জন্য অনেক অনেক শুভ কামনা

২০| ১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৪২

অদৃশ্য বলেছেন:



রত্নদের জন্মদিনে শুভেচ্ছা, একটু দেরিতে এই যা...

শুভকামনা...

২১| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৫

আহসানের ব্লগ বলেছেন: :) ২১ তারিখ :)

২২| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:১৯

বিজন রয় বলেছেন: এনাদের ভিতরে শুধু অপ্সরা ( শায়মা ) আছেন, আর অন্য দুজন নাই।

সে যা হোক, আপনি তো আছেন।
এবার নতুন পোস্ট দিন।

২৩| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১০:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: তিন রত্নকে জন্মদিনের শুভেচ্ছা।

ইন এডিশন কাজী ফাতেমা ছবিকেও জন্মদিনের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.