নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

::::::: !:#P অপ্সরাআপু ,নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়ারঃ শুভ জন্মদিন আজ !:#P ::::::

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৩


বছর ঘুরে আজ আবার সেই বিশেষ দিন, আজ ১৭ই আগষ্ট। সামু ব্লগের গৌরবোজ্জ্বল সময়ের ত্রিরত্ন খ্যাত তিন ব্লগারের শুভ জন্মদিন। সময়ের পরিক্রমায় আজ অনেক নতুন ব্লগার হয়তো তাদের সবাইকে সেভাবে পান নি। তবে তাদের রেখে যাওয়া অনবদ্য পোষ্টগুলো এখনও সমৃদ্ধ করে রেখেছে এই সামু ব্লগ তথা বাংলা ভার্চুয়াল পৃথিবী।

১) অপ্সরা / শায়মা আপুঃ
আমি সব সময়ই বলি এই ব্লগে পরী আপু একজনই আছে। আর তিনি হলেন অপ্সরা আপু। ত্রিরত্নের মধ্যে এখন শুধু অপ্সরা আপুই মোটামুটি ব্লগে মাঝে মাঝে ব্লগে উঁকি দেন তার ব্যাপক পরিশ্রমলব্ধ পোস্ট দিয়ে। বর্তমানে আপু আর্ট নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছেন :) আমাকে সহ অনেক ব্লগারকে সুন্দর সুন্দর ছবি একে দিয়েছেন :)
আমি মাঝে মাঝে আপুকে বলি, “আপু দুনিয়াতে কোন ভাল কাজটা আছে যা তুমি পারো না ?...
সব ক্ষেত্রেই তার পারদর্শীতা লক্ষণীয়। আপ্সরা আপুর জন্য অনেক অনেক শুভকামনা ও ভালবাসা জানাই।


২) নাফিস ইফতেখারঃ
একদা বাংলা অন্তজালে টেকি বিষয়ক বাংলা লেখা তেমন বেশি খুজে পাওয়া যেত না। তারপর এই সামু ব্লগের বস নাফিস ইফতেখার এর মত টেকি পার্সনদের কল্যাণে আজ কোন সমস্যায় গুগলে বাংলায় হেল্প চাইলে কয়েকশত পেইজ হাজির হয়। সেই ধারাবাহিকতায় আজ নতুন অনেকেই সেই পদাঙ্ক অনুসরণ করে ব্লগ তথা বাংলা অন্তজাল আলোকিত করছে বাংলা ভাষায়। নাফিস ইফতেখার ২০১৩ সালের পর আর ব্লগে পোষ্ট দেন নি। তবে তার পুরনো পোষ্টগুলি এখনও অসংখ্যাবার পড়া হয়.. হচ্ছে... হবে। বর্তমানে বস চ্যানেল আইতে জব নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আমরা সবাই তার সর্বদা ইতিবাচক সাফল্য কামনা করছি।

৩) একরামুল হক শামীমঃ
শামীম ভাইয়ার ব্লগীয় বয়স ১১ বছর ৫ মাস !! যদিও ভাইয়া ৩০শে মে ২০১৩ এর পরে আর কোন পোষ্ট দেন নি। একসময় শামিীম ভাইয়া অনেক তথ্য সমৃদ্ধ, সমসাময়িক অনেক পোষ্ট সামুবাসীদের উপহার দিতেন। সেগুলো এখনও সাজানো আছে তার ব্লগে। ব্রিলিয়ান্ট এই ভাইয়া বর্তমানে কিশোরগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত আছেন। একসময় তিনি তার মেধা দ্বারা এই ব্লগ যেমন আলোকিত করেছেন, ঠিক তেমনিভাবে কর্মজীবনেও তার ধারাবাহিকতা থাকবে সেটাই কামনা করি।

......................
বছরে এখন শুধু এই একটা দিন লগিন করি পোষ্ট দেবার উদ্দেশ্যে, বাকীটা সময় শুধু লগিন করে ব্রাউজারের একটা ট্যাবে-ই থেকে যায়। পোষ্ট লিখতে এসে আজ অনেক পুরনো ব্লগীয় স্মৃতির কথা মনে পড়ছে। একটা সময় দিন-রাত কিভাবে যে এই ব্লগের পিছনে চলে যেত টের-ই পেতাম না। তখনকার সময়ে ব্লগে পোষ্টের একটা কমেন্ট এখনকার ফেসবুকের ১০০ টা কমেন্টের থেকেও আর্কষণীয় ছিল। বারবার পেইজ রিলোড দিতাম- নতুন কোন কমেন্টের আশায় :) টেকপোষ্ট, ছড়া, গল্প, ভ্রমণকাহিনী, আস্তিক-নাস্তিক ক্যাচাল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন পোষ্ট, আড্ডা পোষ্ট প্রভৃতি দ্বারা কত প্রাণবন্ত থাকতো এই ব্লগটা।

তাইতো কফি হাউজ গানের ধারায় বলতে হয়ঃ

সামু ব্লগের সেই আড্ডাটা আজ আর নেই. আজ আর নেই..
কোথায় হারিয়ে গেল সোনালী সেই দিনগুলি. আজ আর নেই।

.....................।
শুভ জন্মদিন ত্রিরত্ন। যেখানেই থাকুন.... ভাল থাকুন।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: শুভ জন্মদিন ত্রিরত্ন। সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ! :P

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে দিলাম :)
ধন্যবাদ।

২| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩১

শায়মা বলেছেন: বছরে এখন শুধু এই একটা দিন লগিন করি পোষ্ট দেবার উদ্দেশ্যে, বাকীটা সময় শুধু লগিন করে ব্রাউজারের একটা ট্যাবে-ই থেকে যায়। পোষ্ট লিখতে এসে আজ অনেক পুরনো ব্লগীয় স্মৃতির কথা মনে পড়ছে। একটা সময় দিন-রাত কিভাবে যে এই ব্লগের পিছনে চলে যেত টের-ই পেতাম না। তখনকার সময়ে ব্লগে পোষ্টের একটা কমেন্ট এখনকার ফেসবুকের ১০০ টা কমেন্টের থেকেও আর্কষণীয় ছিল। বারবার পেইজ রিলোড দিতাম- নতুন কোন কমেন্টের আশায় :) টেকপোষ্ট, ছড়া, গল্প, ভ্রমণকাহিনী, আস্তিক-নাস্তিক ক্যাচাল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বিভিন্ন পোষ্ট, আড্ডা পোষ্ট প্রভৃতি দ্বারা কত প্রাণবন্ত থাকতো এই ব্লগটা।


থ্যাংকস আ লট ভাইয়া!!!!!!!

তুমি আর তোমার উইশ ছাড়া আমার কি জন্মদিন আসে বলো!!!!!!

যতদিন বেঁচে থাকবো তোমাকে এমনই দেখতে চাই ভাইয়া মনি!!!!!!


নাফিস ইফতেখার, একরামুল হক শামীম তারা কি আর এখানে উঁকি দেবে!!!!!!!!

দিক না দিন শুভকামান সবাইকে !!!!!!!!!!

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এ্যাঞ্জেলিকা আপুকে স্বাগতম।

তুমি অন্তত বাকীদের মত ব্লগ ভুলে যেও না, তাহলে আর হয়তো প্রতিদিন লগিন থাকাও হবে না!

মাঝে মাঝে তোমার পোষ্টে সেই পুরনো দিনের ফ্লেভার পাই :)

ভাল থেকো আপু. সব সময়।

৩| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩২

শায়মা বলেছেন: শাহরীয়ার কবির থ্যাংকস!!!!!!!!

৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩২

নুর ইসলাম রফিক বলেছেন: সামুর উজ্জ্বল নক্ষত্র অপ্সরা / শায়মা, নাফিস ইফতেখার, একরামুল হক শামীম এবং কবি ফাতেমা আপুর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা ভালবাসা ও শুভ কামনা।

সবার জন্য সুন্দর ও উজ্জ্বল আগামি কামনা করছি। আপনারা সবাই হয়ে উঠুন পৃথিবীর শ্রেষ্ট সুখিদের একেক জন।

ধন্যবাদ এস.কে.ফয়সাল আলম ভাইকে শুভ এ ক্ষণটি নিজের লিখনি দিয়ে তুলে ধরে স্মরণ করিয়ে দেওয়ার জন্য।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নুর ইসলাম রফিক ভাইয়া।

৫| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪৪

কাবিল বলেছেন: শায়মা আপু, নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীমকে শুভ জন্মদিন ও অনেক অনেক শুভেচ্ছা।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে দেয়া হল :)
ধন্যবাদ।

৬| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪

উদাস মাঝি বলেছেন: শুভ জন্মদিন প্রিয় ৩ ব্লগার , আশা করি সামুর সেই সোনালি দিনগুলি আবারও ফিরে আসবে ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আমিও সেই আশায় থাকি....

ভাল থাকবেন।

৭| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:১৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ত্রিরত্নকে জন্মদিনের শুভেচ্ছা.................

থ্যাংকস আ লট ভাইয়া!!!!!!!

তুমি আর তোমার উইশ ছাড়া আমার কি জন্মদিন আসে বলো!!!!!!

যতদিন বেঁচে থাকবো তোমাকে এমনই দেখতে চাই ভাইয়া মনি!!!!!!


আহা হিংসেয় জ্বলে যাই,,,আমিও যদি পার্তুম হায় /:) B:-/

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :) :)

শুভেচ্ছা পৌছে দেয়া হল।

৮| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:

সব ব্লগারকে জন্মদিনের শুভেচ্ছা।

শুরুতে যেসব ঝামেলা ছিল, সেগুলো অতিক্রম করেছে ব্লগিং; শুরুতে কেহ জানতেন না কিভাবে লিখতে হবে; তাই অনেক কলিশন হয়েছে; শুরুতে সব সময় বেশী উৎসাহ থেকে; এখন সবকিছু আগের থেকে ভালো।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: নতুন ব্লগে লেখা, নানা প্রতিকূলতা, মডারেশন, মাইনাচ প্রভৃতি বিষয়গুলি ঐ সময়ের ব্লগিং’কে অনেক রঙিন করেছিল, যা বর্তমানে প্রায় অনুপস্থিত। তাই এখন আর সেই ব্লগিং এর মজা পাই না। এটা একান্তই ব্যক্তিগত মতামত।

ধন্যবাদ, ভাল থাকবেন।

৯| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ২:৫৬

রাবেয়া রাহীম বলেছেন: শুভ জন্মদিন সবাইকে

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে দেয়া হল তাদেরকে।

ধন্যবাদ :)

১০| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: হ্যা আছে মনে শায়মার জন্য এই দিনে।

সঙ্গে আরও দুজন প্রখ্যাত ব্লগার আছে। সবাইকে জন্মদিনে শুভেচ্ছা শুভকামনা ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সেলিম আনোয়ার ভাইয়া।

১১| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮

ধ্রুবক আলো বলেছেন: শুভ জন্মদিন ত্রিরত্ন। সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!

কিন্তু আজকে কে খাওয়াবে?! বুঝতেছি না। অন্তত একজন আমাদের সবাইকে একটা ট্রিট দিলেই তো হয়।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এইটা হাজার কথা এক কথা ;)

দেখা যাক.. কে সাড়া দেয় !

১২| ১৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জন্মদিন শুভ হউক সবার

সাথে আমারটাও হাহাহা

ধন্যবাদ আপনাকে

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ::: শুভ জন্মদিন:::::
ভাল থাকুন.... সারাক্ষণ।

১৩| ১৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

মোস্তফা সোহেল বলেছেন: মাঝে মাঝে ফিরে আসুন।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এটা আমারও মনের কথা।

ধন্যবাদ।

১৪| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৭

কথাকথিকেথিকথন বলেছেন:



সবার জন্য সুন্দর এবং সমৃদ্ধশালী জিবনের শুভ কামনা রইলো । তাদের গুণ ছড়িয়ে পড়ুক সবার মাঝে ।

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা পৌছে দেয়া হল।

১৫| ১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

শায়মা বলেছেন: ভালো থাকবো!!!!!!

আর তোমাকেও মনে রাখবো!!!!!!

যদি এই ব্লগ কোনোদিন থেমেও যায় তবুও তোমার উইশ চাই ভাইয়া!!!!!!!! :)

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এভাবে থামাথামির কথা কখনো বলো না আপু।

ভাল. থাকুক সবাই।

১৬| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৩১

মোঃ তাজুল ইসলাম খান বলেছেন: আপু ও ভাইয়া তোমাদের জন্য রইল তোমাদের ছোট ভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা।

১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১০

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

১৮| ২০ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

কাইকর বলেছেন: শুভ জন্মদিন। দোয়া করি সবাই কচ্ছপের মতো দীর্ঘজীবী হোক। শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.