নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

আজ যে ব্লগের ত্রিরত্নের জন্মদিন, কি করে ভুলিতে পারি ;)

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৪


সারাবছর সামুতে লগিন থাকলেও এই একটা দিনে পোষ্ট না করে পারি না!
কারণ দিনটি যে আমার অতি প্রিয় ত্রিরত্নের জন্মদিন।

ত্রিরত্নের পরিচয় করিয়ে দেই :
১) অপ্সরাপু, (শায়মা)
২) নাফিস ইফতেখার
এবং
৩) শামীম ভাইয়া

ত্রিরত্নের সম্পর্কে কিছু কথাঃ

১) অপ্সরাপু / শায়মা
পরী আপু-ই এখন পর্যন্ত ব্লগটাকে ধরে রেখেছেন। নির্দিষ্ট সময় পর তারা কষ্টসাধ্য পোষ্টগুলো দেখলে খুবই ভাল লাগে। আপু সর্বদা এই কষ্ট হাসিমুখে করে চলেছেন প্রিয় এই ব্লগের জন্য। কোন বিশেষণ আপুর কাজের কাছে তুচ্ছ। প্রিয় অপ্সরা আপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

২) নাফিস ইফতেখার
টেকি বস, আমার প্রিয় ব্লগার। পুরনো নিকগুলো তাকে একনামেই চিনবে। যদিও কাজের স্বার্থে ব্লগ ছেড়েছেন বহু আগেই। তবুও তার রেখে যাওয়া অনবদ্য পোষ্টগুলো এখনও অনেকের উপকারে আসে। আমরা অনেকই শ্রদ্ধা আর ভালবাসা সহকারে তাকে মনে রাখি। আর সবাই বসের জন্য দোয়া করি যেন তার কর্মময় জীবন ভাল কাটুক। আর সর্বদা আশা করে যাবো.... আবার একসময় এই ব্লগে ফিরে আসবেন। শুভ জন্মদিন বস।

৩) একরামুল হক শামীম
প্রিয় শামীম ভাইয়া এখন আর একা নেই! মানে শেষ পর্যন্ত ভাইয়ার একলা থাকার বেলা ফুরিয়েছে :) একদিন আইন আদালত অন্যদিকে নতুন সংসার সামলাতে ব্যস্ত এখন! ভাইয়ার নতুন সংসার সুখময় হোক এই কামনায়...... শুভ জন্মদিন।

সবিশেষে, ভাল থাকুন আপনারা, সবাই নিরাপদে থাকুন।
সময় পেলে সবার প্রিয় এই সামু ব্লগে ঢু মারুন :)
শুভ জন্মদিন।

( চলতি পথে বাসে বসে পোষ্ট করলাম, গ্রামের বাড়ি যাচ্ছি ঈদ উপলক্ষে)
সবাইকে শুভেচ্ছা।

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: এস.কে.ফয়সাল আলম ,




জন্মদিনটির বর্ষপূর্তিতে ব্লগের ত্রিরত্নকেই শুভেচ্ছা অফুরান ।

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা পৌছে দেয়া হল।

২| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সবাইকে জন্মদিনের শুভেচ্ছা।
শেষের দুজনের নাম শুনেছি, লেখাও পড়েছি। উনারা কাজের ফাঁকে ব্লগে এলে খুশি হতাম।

লেখককে ধন্যবাদ।
আপনার যাত্রা শুভ হোক।
স্বপ্ন যাবে বাড়ী আমার.......:)

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রথম জনের নামও আরো বেশি করে শোনা/দেখার কথা ছিল ;)

আমিও চাই উনার আবার আসুক ফিরে।
ধন্যবাদ আপনাকে।

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: জন্মদিনে গুণী ব্লগারদেরকে স্মরণ করে ও সম্মান জানিয়ে একটি ভাল কাজ করে গেলেন। আপনার মাধ্যমে ওনাদের তিনজনকেই উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। সুখী ও শান্তিময় হোক তাদের জীবন, এবং সেই সাথে আপনারও। ঈদে বাড়ী যাচ্ছেন। পরিবারের সবাইকে নিয়ে আনন্দে কাটুক আপনার ঈদের শুভদিন! যাত্রা শুভ ও নিরাপদ হোক, পথের বিপদাপদ থেকে মুক্ত থাকুন!
পোস্টে প্লাস +

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকেও তাদের জন্য সুন্দর ‍উইশ করার জন্য।

ভাল থাকুন। সবসময়।

৪| ১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১০

ভাইয়ু বলেছেন: সবাইকে জন্মদিনের শুভেচ্ছা রইলো ৷ এবার কেক খাওয়ান... !:#P

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: পোষ্টে কেক দেয়া আছে. খেয়ে নেন ;)

ধন্যবাদ।

৫| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: শায়মা আপুর ব্লগ মাঝেমধ্যে পড়ি।

সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। সুন্দর কাটুক উনাদের আগামী।

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা।

৬| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ত্রিরত্নের প্রতি অনেক অনেক শুভকামনা :)

আপনাকেও ধন্যবাদ স্মরনে আনায়

শুভজন্মদিনে
প্রার্থনা প্রভু সনে
সকলে রেখো সূখি মনে
চিরদিন সারাক্ষণ অনুক্ষনে :)

+++

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক ধন্যবাদ।

ভাল থাকবেন।

৭| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আপনার এই পোস্ট বহুদিন ধরে পড়ছি। এই তিনজন ব্লগারের জন্মদিন স্মরণ করিয়ে দিয়ে আপনি নিজেও স্মরণিও ।

ব্লগে আরও রত্ন আছে। তাদের জন্মদিনেও পোস্ট দিবেন আশা করতে পারি কি?

আপনিও একজন রত্ন। :)

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :)

আসলে ব্লগের স্বর্ণযুগে তো নিয়মিত ছিলাম, তাই ঐ সময়কার ব্লগারদের সাথেই বেশি স্মরণীয় স্মৃতি জড়িত। তাই আসলে তাদের কথা রোমন্থন করি... এই যা।

আর আমি একজন অতি সাধারণ ব্লগার ছিলাম :(
ধন্যবাদ ভাইয়া।

৮| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬

মৈত্রী বলেছেন: আপনার নিজের কি অবস্থা?? !!

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এই আছি এক রকম!

পুরান দিনের কথা মনে পড়ে তাই মাঝে মধ্যে ব্লগে ঢু মারি :)

৯| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৯

মৌরি হক দোলা বলেছেন: শ্রদ্ধেয় ত্রিরত্নকেই আমার পক্ষ থেকে জন্মদিনের অশেষ শুভেচ্ছা :) :) শ্রদ্ধেয় ত্রিরত্নকেই আমার পক্ষ থেকে জন্মদিনের অশেষ শুভেচ্ছা :) :)

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভেচ্ছা পৌছে দেয়া হল।

ধন্যবাদ আপনাকে।

১০| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

রাজীব নুর বলেছেন: তিনজন এবং আপনি সহকারে সবার জন্য অনেক শুভ কামনা।

গ্রামের বাড়ি সাবধানে যাবেন। পরিবারের সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদ করেন।
অগ্রীম ঈদ মোবারক।

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অশেষ ধন্যবাদ।

ঠিকভাবে বাড়ি গিয়ে ঈদ করে ঢাকায় চলে এসেছি :)

১১| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৯

শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!

লাভ ইউ !!!!!!!!!!!!

তুমি শুধু এই একটি পোস্টের জন্য আজও সামুতে লগ ইন করো!!!!


কি এক আশ্চর্য্য কথা!!!


অবাক হয়ে যাই!!!!!!!


লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!

তুমি ছাড়া তো আমার জন্মদিনই হবে না!!!!!

আর জন্মদিনে বয়স বাড়ে আমার কিন্তু এক এক করে কমছে! :)

১২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৯

কিশোর মাইনু বলেছেন: শায়মাপু কে চিনতাম।
বাট তিনি যে ত্রিরত্নের একজন জানতাম না।

বাই দ্যা ওয়ে, হ্যাপি বার্থ ডে সিস্টার।

১৩| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০৬

শায়মা বলেছেন: আহমেদ জী এসভাইয়া, খায়রুল আহসান ভাইয়া, পাঠকের প্রতিক্রিয়া, জুনায়েদ ভাইয়া, রাজীব নুরভাইয়া, মৈত্রীভাইয়া, মৌরি আপুনি, বিদ্রোহীভাইয়া, ভাইয়ু ভাইয়া, কিশোর মাইনুভাইয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা!!!!!!! :)

১৪| ১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩১

গরল বলেছেন: তিন জনকেই জন্মদিনের শুভেচ্ছা, জীবন আরও সুন্দর হোক।

১৫| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: বছরে এমন একটা পোষ্ট যথেষ্ট!

১৬| ২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২০

অণুজীব বলেছেন: এখনো এই পোস্ট টা দেন।

১৭| ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:২০

শায়মা বলেছেন: ১৫. ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪ ১

সাহাদাত উদরাজী বলেছেন: বছরে এমন একটা পোষ্ট যথেষ্ট!
১৬. ২২ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:২০ ১

অণুজীব বলেছেন: এখনো এই পোস্ট টা দেন।


হা হা হা সবাই অবাক!!!!!!! হ্যাঁ ভাইয়া এখন শুধু এই একটা পোস্ট দেবার জন্যই লগ করে। এত ব্যাস্ততম জীবনেও কি করে এই একটা দিন ঠিক ঠিক মনে রাখে ভেবেই আমি অবাক হই! আমি অপ্সরা থেকে চলে যাবার পরে ভাইয়া অনেকদিন আমাকে খুঁজেছিলো। আমি তার এ্যঞ্জেলিকা আপু! তার একমাত্র বোন। তাইনা ভাইয়া!!!!!!!! আমার কথা না মনে রাখলে কি করে হবে!!! B:-)


লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!

১৮| ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
উনাদেরকে জন্ম দিনে আমার শুভেচ্ছা পৌছে দিবেন।
শুভ কামনা আপনার জন্য ।
যাত্রা শুভ হোক।

১৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিন :)

২০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

ইসিয়াক বলেছেন: সবাইকে জন্মদিনের শুভেচ্ছা

২১| ১১ ই জুন, ২০১৯ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.