নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal
আজ যখন ঢাকাগামী ট্রেনের সিটে বসে মোবাইল থেকে এই পোষ্ট লিখছি, তখনও প্রিয় সামু ব্লগ দেশের বেশিরভাগ ISP তে ব্লক! ব্লগের সেই চিরচেনা দিনগুলি আস্তে আস্তে যেন স্মৃতিগত হয়ে যাচ্ছে।
এরই মাঝে বছর ঘুরে চলে এল ব্লগের ত্রিরত্নের জন্মদিন! হ্যা, এই ব্লগ একসময় যাদের লেখনীতে মুগ্ধ থাকত তাদের মধ্যে ত্রিরত্ন ছিল অন্যতম।
হ্যা, আমি শায়মা/অপ্সরা আপু, একরামুল হক শামীম ভাইয়া এবং নাফিস ইফতেখারের কথা বলছি। আজ তাদের পৃথিবীতে আগমনী দিবস
তাদের সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তারা যেখানেই থাকুক, ভাল থাকুক, সুস্থ থাকুক..... এই প্রত্যাশায়।
এবার সীমাবদ্ধতার কারণে পোষ্ট ছোট করতে হল
শুভ জন্মদিন প্রিয় ত্রিরত্ন।
২| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:১৩
প্রামানিক বলেছেন: তিনজনকেই জন্ম দিনের শুভেচ্ছা
৩| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫২
তারেক_মাহমুদ বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা
৪| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
শায়মার জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।
৫| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৬
শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!!!!
ঠিকই মনে রেখেছো!!!!!!!!!
সামুর এই দমবন্ধ রুদ্ধ দূয়ারের দিনেও সকল বাঁধা ছিন্ন করে !!!!!
আমি ভেবেছিলাম এইবার আর এই পোস্ট আসবেনা!
থ্যাংক ইউ সো মাচ!
লাভ ইউ ভাইয়া!!!!!!!
৬| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫১
শায়মা বলেছেন: থ্যাংক ঐ রাজীবন নূরভাইয়া, প্রামানিকভাইয়া আর তারেক ভাইয়া!!
আর চাঁদগাজীভাইয়াকে বিশেষ বিশেষ থ্যাংকস!!!!!
৭| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:০২
পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ আপনাকে বিষয়টি সামনে আনার জন্য। জন্মদিনে সামুর ত্রয়ীকে জানাই অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। তিন জনের মধ্যে শায়মাপু ইতিমধ্যে দেখা দেওয়ায় জানাই স্পেশাল অভিনন্দন।
৮| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১২:৩৬
এমজেডএফ বলেছেন:
@এস.কে.ফয়সাল আলম,
পুরানো কয়েকজন প্রথম শ্রেণীর ব্লগারদের জন্মদিন স্মরণ করে ২০১৫ সাল থেকে প্রতি বছর একদিন (১৭ আগস্ট) সামুতে ধুমকেতুর মত আপনার আবির্ভাব সত্যিই প্রশংসনীয়! ত্রিরত্নের শুভজন্মদিনে অভিনন্দন, সেইসাথে আপনাকে ধন্যবাদ।
এক নজরে ত্রিরত্নের ব্লগীয় পরিসংখ্যান
১। একরামুল হক শামীম
পোস্ট করেছি: ৫৩৮টি
মন্তব্য করেছি: ২৩৫৪৭টি
মন্তব্য পেয়েছি: ২৩৬৪৬টি
ব্লগ লিখেছি: ১৩ বছর ৫ মাস
অনুসরণ করছি: ৯ জন
অনুসরণ করছে: ১২৮ জন
প্রথম পোস্ট: - মুগ্ধতা মরে না ০১ লা মার্চ, ২০০৬ ভোর ৬:৪৬
শেষ পোস্ট: সাঈদীর মামলায় আপিলের রায় ৬০ কার্যদিবসের মধ্যে হচ্ছে না! ৩০ শে মে, ২০১৩ রাত ১১:২২
২। নাফিস ইফতেখার
পোস্ট করেছি: ৪৩৪টি
মন্তব্য করেছি: ২১২২১টি
মন্তব্য পেয়েছি: ৩৪৮২৫টি
ব্লগ লিখেছি: ১১ বছর ২ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১০৪১ জন
প্রথম পোস্ট: - আমার প্রথম ব্লগ.... ০৮ ই জুন, ২০০৮ সকাল ১০:৩২
শেষ পোস্ট: ইতিহাসের সর্বপ্রথম 'কস কি রে মমিন' (ভিডিও সহ) ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০
৩। অপ্সরা
পোস্ট করেছি: ১৪৯টি
মন্তব্য করেছি: ২০৫৩১টি
মন্তব্য পেয়েছি: ২২৩২৫টি
ব্লগ লিখেছি: ১১ বছর ২ সপ্তাহ
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ২৮৪ জন
প্রথম পোস্ট: - তুমি রবে নীরবে ৩১ শে জুলাই, ২০০৮ দুপুর ২:৪০
সাম্প্রতিক পোস্ট: অরিত্রী তুমি ভালো থেকো আর ভেবে দেখো না ফেরার দেশ থেকে কিছু কিছু কথা...- বিল্ডিং প্যারেন্টস টিচার পার্টনারশীপ ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪
৪। শায়মা
পোস্ট করেছি: ১৮৪টি
মন্তব্য করেছি: ৫৬৬৭০টি
মন্তব্য পেয়েছি: ৫৫৫৫৮টি
ব্লগ লিখেছি: ৯ বছর ৫ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১৫৩০ জন
প্রথম পোস্ট: - আমি জ্বালবোনা, মোর বাতায়নে প্রদীপ আনি ০২ রা মার্চ, ২০১০ রাত ১০:৪৫
সাম্প্রতিক পোস্ট: বি আ বাডি নট আ বুলি----বুলিং ইন স্কুল ... ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪১
সামু ব্লগের সুখে-দুঃখে দীর্ঘদিন ধরে পাশে থাকার জন্য ম্যাডাম অপ্সরা/শায়মাকে বিশেষ অভিবাদন।
৯| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৩৫
চাঙ্কু বলেছেন: ৩ জনকে হ্যাপি বাড্ডে!! শায়মাতো তাও আছে, উকিল আর নাফিস যে কুথায় হারালো!!
১০| ১৮ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২২
শায়মা বলেছেন: পদাতিক চৌধুরী ভাইয়া লাভ ইউ সো মাচ!!!
এম জেড এফ ভাইয়ামনি!!!!!!!! অনেক অনেক অনেক ভালোবাসা!!!
চাঙ্কু পাঙ্কু তুমি তো হারাও আবার ভেসে ওঠো!!!!!!
তবুও আসো তাই ভালোবাসা ভালোবাসা আর ভালোবাসা!!!!!!!!
১১| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: তিন জনকেই জনম দিন মোবারক..
শায়মা কেকু দাও
১২| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৮
শায়মা বলেছেন: কেকু!!!!!!!!
আর্কু কেকু তো তুমি দেবে!!!!!!!!
তোমার না দেওয়ার কথা ছিলো!!!!!!
১৩| ১৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: কেকু আমি দিবো কেন !!!
এত্তএত্ত রান্না করো আর একটা কেকু দিতে কিপ্টেমি
তাড়াতাড়ি কেকু ছাড়ো নয়তো
১৪| ১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৭
শায়মা বলেছেন:
এই নাও কেকু। যে দিয়েছে সে বলেছে এটা নাকি ইচ্ছাপূরণ আলাদীন,স ল্যাম্প.....
১৫| ১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৯
ভুয়া মফিজ বলেছেন: কঙ্কাবতী রাজকন্যার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। রাজকীয় জন্মদিনে একটু আতশবাজী না হলে কি চলে?
বাকী দু'জনের সাথে পরিচয় নাই.....উনাদেরকেও জন্মদিনের শুভেচ্ছা।
১৬| ১৮ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৫
তারেক ফাহিম বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা, স্পেশালি শায়মাপু।
বাকিদের ব্লগ ঘুরে আসলাম।
১৭| ১৯ শে আগস্ট, ২০১৯ সকাল ১১:৩৯
নাসির ইয়ামান বলেছেন: জন্মদিন পালন করা,এটা মুসলিম সংস্কৃতি নয়। ক্রীস্চিয়দের থেকে মুসলিম সমাজে এর অনুপ্রবেশ ঘটেছে।
এছাড়া এটাতো বাঙালী সংস্কৃতিও নয়!
"চালচলনে খৃস্টান তুমি,
হিন্দু তুমি সভ্যতায়
এইতো সেই মুসলিম তুমি,
যাকে ইহুদী দেখেও লজ্জা পায়! "
_আল্লামা ইকবাল
১৮| ২২ শে আগস্ট, ২০১৯ রাত ১২:০৫
সুমন কর বলেছেন: কেমন আছেন?
©somewhere in net ltd.
১| ১৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: তিনজনকেই জন্ম দিনের শুভেচ্ছা জানাই।
আপনাকে অশেষ ধন্যবাদ।