নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

(( পাঁচমিশালি :> ব্লগ ))

এস.কে.ফয়সাল আলম

আমার কাছে জীবনটা হচ্ছে একখন্ড লোহ দন্ডের মত। আমি যদি এটাকে অযত্নে ফেলে রাখি তবে এটা মরিচা পড়ে নষ্ট হয়ে যাবে, আবার যদি এটা ব্যবহার করতে থাকি তারপরেও এটা একদিন ক্ষয়ে যাবে। আমার কাছে মরিচা পড়ে নষ্ট হয়ে যাবার চেয়ে মেধাকে ব্যবহার করে ক্ষয়ে যাওয়া উত্তম। ফেসবুকে: https://www.facebook.com/sk.foysal

এস.কে.ফয়সাল আলম › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন ত্রিরত্ন! !:#P (অপ্সরাআপু ,নাফিস ইফতেখার এবং একরামুল হক শামীম ভাইয়া) !:#P

১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪



আমাদের এই সামু পরিবারের ত্রিরত্নের আজ জন্মদিন! একটা সময় ছিল যখন এই ব্লগ সাইটে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চলে যেত। নানা রকম আকর্ষণীয় পোষ্ট দিয়ে ব্লগাররা মাতিয়ে রাখত পুরো ব্লগবাসীদের। আজ ২০২০ সালের এসেও সেইসব ফেলে আসা ব্লগের স্বর্ণযুগকে খুবই মিস করি :(

যাই হোক বছর ঘুরো আবারো এলো সামুর ত্রিরত্ন ব্লগারদের জন্মদিন। প্রতি বছরের মত এবারও শুভেচ্ছা জানাতে নতুন ব্লগ লিখুন বাটনটা ক্লিক করলাম। যারা ব্লগে নতুন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি সেই ত্রিরত্ন ব্লগারদের সাথে।

১) অপ্সরাপু / (শায়মা)

২) নাফিস ইফতেখার

এবং
৩) শামীম ভাইয়া


১) অপ্সরাপু / শায়মা
আমাদের ব্লগের পরী আপু মনে হয় একমাত্র ব্লগার যিঁনি প্রায় ২ যুগের অধিক সময় নিয়ে নিয়মিতভাবে ব্লগিং করে যাচ্ছেন! আপু অনেক কষ্টসাধ্য চমৎকার পোষ্টগুলো পড়তে যে কত ভাল লাগে, তা তাঁর ব্লগবাড়িতে খানিকক্ষণ বেড়িয়ে আসলেই বুঝবেন। শুরুতে অপ্সরা নিক থেকে নিয়মিত পোষ্ট করলেও এরপর থেকে শায়মা নিকে ব্লগিং করে চলছেন। তার নানাবিধ বিষয়ে বিশদ পোষ্টগুলি নানারকম বিনোদন এবং তথ্যে ভরপুর। কি নেই তার পোষ্টগুলিরে মধ্যে, সর্ব বিষয়ে আপু সেই লেভেলের এক্সপার্ট ! প্রিয় এ্যাঞ্জেলিকা আপুর জন্য আমাদের সবার পক্ষ থেকে রইল জন্মদিনের অনেক অনেক ভালবাসা ও শুভেচ্ছা।

২) নাফিস ইফতেখার
সামুতে টেকি বস ব্লগার ছিল আমাদের সবার প্রিয় নাফিস ইফতেখার ভ্রাতা। যারা পুরনো তারা তো এক নামেই বসকে চিনবেন, তবে যারা নতুন তারা বসকে চিনতে হলে তার ব্লগ ঘরে আসতে হবে। মূলত টেকি ব্লগার হিসাবে পরিচিতি পেলেও তিনি সমসাময়িক ফান, প্রেম-ভালবাসা বিষয়ক রসায়নসহ নানা বিষয়ে তথ্যবহুল পোষ্ট উপহার দিয়েছেন। চ্যানেল আই’তে তার ব্যস্ত কর্মজীবনের কাছে সামু ব্লগ হারিয়ে গেছে অনেক আগেই :( তবে বস কে তো আমরা ভুলতে পারি না। তার দেয়া বিভিন্ন টেকি টিপস ও নানাবিধ পোষ্টসমূহ পড়ে এখনও অনেকেই উপকৃত হচ্ছেন। আজ তার জন্মদিনে অনেক অনেক শুভকামনা জানাই।

৩) একরামুল হক শামীম
একটা সময়ে শামীম ভাইয়া নিয়মিত বিভিন্ন বিষয়ে ব্লগে লিখতেন। তার লেখা বিভিন্ন ফিচার প্রায়ই পত্রিকার পাতায় দেখতে পাবেন। এখন যদিও ব্লগে ভাইয়ার উপস্থিতি নেই বললেই চলে। এখন চাকরী জীবনে কর্মব্যস্ত দিন পার করছেন। সমাজ সচেতনতা, রাজাকারদের বিরুদ্ধে ভাইয়ার বিভিন্ন লেখা সর্বদাই প্রসংশিত হয়েছে। গত জুন মাসের ১৬ তারিখে ভাইয়া মেয়ের বাবা হয়েছেন। নতুন বাবাকে জানাই শুভ জন্মদিন :)
...............................................

টাইম মেশিন পেলে আবার সেই ফেলে আসা ব্লগীয় দিনগুলিতে ফিরে যেতাম।

করোনাভাইরাসের এই মহামারীতে সবাই ভাল থাকুক প্রিয়জন নিয়ে এবং দ্রুত নিপাত যাক এই ভাইরাস সেই প্রার্থনা করি।

সবশেষে আবারো জন্মদিনের শুভেচ্ছা জানাই-
শুভ জন্মদিন ত্রিরত্ন।

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ জন্মদিন সবাইকে
সুন্দর হোক আগামী দিনগুলো

২| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৩

চাঁদগাজী বলেছেন:


উনাদের জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।

আপনার ব্লগিং মানে, প্রতি বছর এই ৩ জনের জন্মদিনের পোষ্ট দেয়া?

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০২

এস.কে.ফয়সাল আলম বলেছেন: স্টুডেন্ট লাইফে নিয়মিত ব্লগিং করতাম, এরপর জব লাইফে ঢুকে আর সেইভাবে সময় দেয়া হয় না বিধায় ২০১২ সালের পর আর তেমন কোন পোষ্ট লিখছি না। শুধুমাত্র প্রিয় ত্রিরত্নের টানে বছরে এই শুভেচ্ছা পোষ্ট’টা দেই।
ধন্যবাদ আপনাকে।

৩| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৩

শায়মা বলেছেন: ভাইয়ামনি!!!!!!!

ওয়েটিং ফর ইওর পোস্ট!!!!!

কি আশ্চর্য্য বুঝো!!!!!!!!!

আগের বছরে ফেসবুকে নোটিফিকেশন অফ করেছিলাম কিন্তু ভাইবারে করতে ভুলে গেছিলাম!!!!!

এত থ্যাংক ইউ থ্যাংক ইউ করতে করতে পাগল হয়ে। কিন্তু যতদিন আমি আর তুমি বেঁচে আছি!!! আর সামু ব্লগ আছে! এই পোস্ট লাগবেই লাগবে!!!!!!!! :)


লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!! :)

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ত্রিরত্নের মধ্যে অন্তত একজন এই ব্লগে সক্রিয় আছে, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। মাঝে মাঝে সেই পুরনো সহব্লগারদের আগেরকার পোষ্ট-কমেন্টগুলি দেখি। পুরাই নস্টালজিক লাগে। একটা অন্যরকম ভাল লাগা কাজ করে এই সামুর প্রতি।

অনেক অনেক শুভকামনা প্রিয় এ্যাঞ্জেলিকা আপু :)

৪| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৬

শায়মা বলেছেন: ২. ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৩০

চাঁদগাজী বলেছেন:


উনাদের জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।

আপনার ব্লগিং মানে, প্রতি বছর এই ৩ জনের জন্মদিনের পোষ্ট দেয়া?



ভাইয়া দেখেছো তুমি হারিয়ে যাওয়া ভাইয়াটা এই পোস্টটার জন্য আজও ফিরে ফিরে আসে!

এইটা অনেক অনেক বড় পাওয়া!!!!!!

কত বন্ধু শত্রু হলো। কত মানুষ দূরে চলে গেলো! তবুও ভাইয়া একেবারেই একই খানে আছে! আগের মত ভালোবাসায়!!


কৃতজ্ঞতা আর ভালোবাসা!!!!!

৫| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



@শায়মা,

ব্লগারেরা বাংলাদেশের শিক্ষিত মানুষ, এঁদের কর্মের সমষ্টিই দেশ; আমি দেখছি, ১জন ব্লগার গত ৪ বছরে ৪টি মাত্র পোষ্ট দিয়েছেন, এবং প্রতিটাই জন্মদিন নিয়ে, ইহাই কি একজন ব্লগারের সৃষ্টি?

৬| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: ৫. ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:২৩০

চাঁদগাজী বলেছেন:



@শায়মা,

ব্লগারেরা বাংলাদেশের শিক্ষিত মানুষ, এঁদের কর্মের সমষ্টিই দেশ; আমি দেখছি, ১জন ব্লগার গত ৪ বছরে ৪টি মাত্র পোষ্ট দিয়েছেন, এবং প্রতিটাই জন্মদিন নিয়ে, ইহাই কি একজন ব্লগারের সৃষ্টি?



তাইলে তুমি এর পর থেকে এই পোস্ট দেবে ভাইয়া!!!!!!!!!!!!! নয়তো ফয়সালভাইয়ার এই পোস্ট কোনোদিন থামিবেক না যতদিন আমি আর ভাইয়া আর সামু ব্লগ বাঁচিবেক!!! হা হা হা

৭| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খালি মুখে শুধু শুধু হ্যাপি বার্থ ডে বলতে ভাল্লাগে না
খাখা পিনা হোক তখন না হয় দশ বার বলবো
Happy birth day to you dear 1.. 2.. 3,--

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: :D :D
অবশ্যই কেক্কু লাগবে ।

৮| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া আমারও কিন্তু জন্মদিন ছিলো আজ, রত্ন নাইবা হইলাম ইস্পাত তো হইতে পারতাম হুহ

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:০৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভ জন্মদিন কাজী ফাতেমা ছবি আপু।
অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

৯| ১৭ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৬

শায়মা বলেছেন: ইস্পাত আপুকেও শুভেচ্ছা!! আর নুরু ভাইয়ার জন্য কেক বানাতে গেলাম!!!

১০| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

শেরজা তপন বলেছেন: শায়মা আপা,@নাফিস ইফতেখার @একরামুলহক শামীম এই তিনজনের সাথেই ব্লগ জীবনের শুরু থেকেই এদের সাথে পরিচয়। ব্লগে যারা আসেননা তারা যত বড় ব্লগার হন না কেন; উনি যদি এখন আর ব্লগিং না করেন তাহলে অযথা শুভেচ্ছা জানিয়ে। কি লাভ!
শায়মা আপুকে জন্মদিনের আমার প্রান ঢালা শুভেচ্ছা সাথে কাজী ফাতেমা কেও- আপনারা ভাল থাকুন নিরন্তর!

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৪

এস.কে.ফয়সাল আলম বলেছেন: প্রায় ১২ বছর ধরে দিয়ে আসছি এই ত্রিরত্নের জন্মদিনের শুভেচ্ছা পোষ্ট। এখন অনেকেই নিয়মিত না, তাতে শুভেচ্ছা জানানোতে সমস্যা দেখছি না। এই ব্লগে তাদের সেই পোষ্টগুলো এখনও ঘুরে-ফিরে পড়া হয়। আর ফেসবুকের মাধ্যমে লিংক শেয়ারের ফলে তারাও এই পোষ্ট দেখে বলে আমার বিশ্বাস।
ধন্যবাদ আপনাকে।

১১| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪১

ঘরহীন বলেছেন: তিনজনকেই শুভ জন্মদিন। গতকাল প্রথম ব্লগ লেখা একজনের সাথে শায়মা আপু যেভাবে আন্তরিকতার সাথে কথা বললেন তাতে আর কিছু বুঝার বাকি থাকে না। ভালো থাকুক সকলেই।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: আসলেই শায়মা আপু সবার থেকে আলাদা।
সবার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে।

১২| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৫

অজ্ঞ বালক বলেছেন: আগামী বছর থেইকা পোস্ট যার কেক-কুকের দায়িত্ব তার টাইপ নিয়ম করণ লাগবো। ত্রি-হ্যাপি বাড্ডে।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হা...হা...
একটা সময় এই দিনে তাদের জন্মদিনের শুভেচ্ছা পোষ্টে ব্লগের হোমপেজ ভরে থাকতো :(
ধন্যবাদ আপনাকে।

১৩| ১৭ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৯

খায়রুল আহসান বলেছেন: কাজী ফাতেমা ছবি সহ পোস্টে উল্লেখিত ত্রিরত্নের প্রত্যেককে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। জীবনের বাকি বছরগুলো আপনাদের প্রত্যেকের জন্য শুভ হোক!
ত্রিরত্নের মধ্যে একমাত্র শায়মাই এখনো ব্লগে সদর্পে সক্রিয় আছেন। বাকি দু'জনকেও আমাদের সকলের শুভেচ্ছা গ্রহণ করে ব্লগে নিয়মিত হবার আহবান জানাচ্ছি।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ৮:৪৯

এস.কে.ফয়সাল আলম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাইয়া।

১৪| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩০

আমি সাজিদ বলেছেন: শুভ জন্মদিন সিনিয়র ব্লগারদের।

১৫| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: শুভ জন্মদিন। জানাই অনেক শুভেচ্ছা আপনাদের।

১৬| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:১১

মোঃমোজাম হক বলেছেন: আমাদের সকলের প্রিয় পরী আপুকে জন্মদিনের শুভেচ্ছা।
সেই সংগে আমারমতো অবহেলিত ছবি আপুরেও শুভেচ্ছা রইলো। কারন এই অধমও আজকের দিনে জন্ম নিয়েছিল।

সামুর সেইদিনগুলি হয়তো পেরিয়ে যাওয়া আমাদের বয়সের মতোই আর পাবোনা। কিন্তু কামনা করি ফিরে পাক সেই যৌলুস।

১৮ ই আগস্ট, ২০২০ সকাল ৯:২৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া।
আপনি যে সামুতে এখনও আসেন সেটা জানা ছিল না :)
মিস করি আগের সেই দিনগুলি।
ভাল থাকবেন ভাইয়া।

১৭| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:১৩

নেওয়াজ আলি বলেছেন: শুভেচ্ছা ও শুভ কামনা । বুঝা গেল এই তিনজন আপনার প্রিয় মানুষ।

১৮| ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪১

শায়মা বলেছেন: ১৬. ১৭ ই আগস্ট, ২০২০ রাত ১০:১১১

মোঃমোজাম হক বলেছেন: আমাদের সকলের প্রিয় পরী আপুকে জন্মদিনের শুভেচ্ছা।
সেই সংগে আমারমতো অবহেলিত ছবি আপুরেও শুভেচ্ছা রইলো। কারন এই অধমও আজকের দিনে জন্ম নিয়েছিল।

সামুর সেইদিনগুলি হয়তো পেরিয়ে যাওয়া আমাদের বয়সের মতোই আর পাবোনা। কিন্তু কামনা করি ফিরে পাক সেই যৌলুস।



হা হা হা হা মোজামভাইয়া আর ছবি আপু আমি দুজনকেই ভুলিনি কিন্তু!!!!!!!!!!!! মোজামভাইয়া তোমার দুঃখ আর গেলো না!!!!! সেই ২০০৮ থেকেই........ হা হা হা হা হা লাভ ইউ ভাইয়ামনিটা!!!!!


ফয়সাল ভাইয়ার এঞ্জেলিকা আপু আমি তুমি তো না!!!!!!!!!! তুমি ভুলে যাও কেনো!!! তুমি আমাল ভাইয়া !!! ওকে!!!

১৯| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২২

আহমেদ জী এস বলেছেন: এস.কে.ফয়সাল আলম ,




সামুর এই ত্রিরত্নের জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা তিন রঙের ফুলে !



আপনাকেও শুভেচ্ছা দিনটিকে সবার সামনে এনেছেন বলে ।

২০| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ত্রি রত্নের জন্মদিনে ত্রয়ী শুভেচ্ছা :)

ত্রি রত্নের জন্মদিনে ত্রয়ী শুভেচ্ছা :)

২১| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মোজাম ভাইয়াকেও জন্মদিনের শুভেচ্ছা

২২| ২০ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৬

মোঃমোজাম হক বলেছেন: ধন্যবাদ ছবি আপু, আমরা দুই রত্ন আলাদা গ্রুপ করেই আগামীতে জন্ম শুভেচ্ছা জানাবো :P

২৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩

গুরুজী বলেছেন: মিস করি পুরনো দিনগুলি।

২৪| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!

কি কলো!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.